|
|
|
|
আন্দোলনে কংগ্রেস |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পাট্টা বিলির ক্ষেত্রে অনিয়ম, খতিয়ান জমি অন্যের নামে লিখে দেওয়া থেকে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানিয়ে আন্দোলনে নামল কংগ্রেস। বুধবার মাটিগাড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে শিবমন্দিরে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের সামনে ওই অবস্থান শুরু হয়। কয়েকশো কংগ্রেস কর্মী এদিন বিক্ষোভ অবস্থানে সামিল হন। তাঁদের অভিযোগ, আবেদন জানানোর পরেও ভূমিহীনদের পাট্টা দেওয়া হচ্ছে না। অথচ দফতরের কর্মীদের একাংশকে টাকাপয়সা দেওয়া হলে পাট্টা মিলছে। খতিয়ান জমি অন্যের নামে মিউটেশন করে দেওয়ার অভিযোগ জানানো হলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মাটিগাড়া ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের বিরুদ্ধে পাট্টা এবং জমি সংক্রান্ত নানা দুর্নীতি নিয়ে অভিযোগ পৌঁছেছে মাটিগাড়ার বিডিও এবং দার্জিলিঙের জেলাশাসকের দফতরেও। মাটিগাড়ার বিডিও বীর বিক্রম রাই বলেন, “বেশ কিছু অভিযোগ এসেছে। জেলাশাসকের নির্দেশে তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা মিললে জেলাশাসকের পরামর্শ মতো পদক্ষেপ করা হবে।” ব্লক ভূমি সংস্কার আধিকারিক প্রদীপ গুপ্ত অবশ্য দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, “১৬২টি পাট্টার কাগজপত্র তৈরি রয়েছে। আরও ৯৪৯টি পাট্টার কাগজপত্র তৈরির কাজ চলছে। ব্লক ভূমি স্থায়ী কমিটি তৈরি না-হওয়ায় পাট্টার কাগজপত্র বিলি করা যাচ্ছে না। স্থায়ী সমিতির গঠন হলেই সেই কাজ শুরু করা হবে।” বিধি মেনে আবেদন না-করায় আরও ৩৯১টি পাট্টার আবেদন আটকে রয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের ওই ব্যাখ্যায় সন্তুষ্ট নন আন্দোলনকারী কংগ্রেস কর্মীরা। মাটিগাড়ার কংগ্রেস নেতা বাবলু সরকার বলেন, “একের পর এক দুর্নীতি অভিযোগ উঠেছে এই দফতরের বিরুদ্ধে। দফতরের কয়েকজন ওই দুর্নীতির সঙ্গে জড়িত। ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকদের জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।” বাবলুবাবু ছাড়াও মাটিগাড়ার প্রবীণ কংগ্রেস নেতা নান্টু বিশ্বাস, জেলা কংগ্রেস নেতা জীবন মজুমদার, বিজয় সিংহ, রাজকুমার থাপা-সহ অন্যান্যরা অবস্থান বিক্ষোভে বক্তব্য পেশ করেন। টানা তিনদিন ধরে এই বিক্ষোভ চালাবেন কংগ্রেস কর্মীরা। |
|
|
|
|
|