|
|
|
|
জঙ্গলমহল |
আধা-সামরিক বাহিনীতে চাকরির ফর্মও দেবে পুলিশ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
লক্ষ্য জনসংযোগ। তাই আধা সামরিক বাহিনীতে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগের যে পরীক্ষা হয়, তার আবেদনপত্রও এ বার বিলি করতে শুরু করল মাওবাদী প্রভাবিত পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া বাঁকুড়া তো বটেই রাজ্যের ১৪ জেলার পুলিশ। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এ জন্য ৫০ হাজার আবেদনপত্র পাঠিয়েছে কমিশন। পশ্চিম মেদিনীপুরে এসেছে ৪ হাজার। থানায় থানায় পাঠিয়ে দেওয়া হচ্ছে আবেদনপত্রগুলি।
জেলা পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠির বক্তব্য, “প্রত্যন্ত এলাকায় চাকরি-সংক্রান্ত পত্রপত্রিকা পৌঁছয় না। অনেকেই চাকরির খবর জানতে পারেন না। ওই সব এলাকায় প্রচারের জন্য পুলিশের কাছে আবেদনপত্র পাঠিয়েছে কমিশন। চাকরিপ্রার্থীরা থানা থেকে বিনামূল্যে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। ৪ জানুয়ারির মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।” মাওবাদী প্রভাবিত এলাকার কয়েক হাজার যুবক-যুবতীকে এনভিএফ, হোমগার্ড, জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের জন্য রাজ্য সরকার আগেই সিদ্ধান্ত নিয়েছিল। নিয়োগের সেই প্রক্রিয়া এখন চলছে।
জঙ্গলমহলে এ নিয়ে প্রবল উৎসাহও দেখা গিয়েছে। এ বার পুলিশের তরফে বিলি হবে অসম রাইফেলস, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি-তে নিয়োগ-পরীক্ষার আবেদনপত্র। পশ্চিমবঙ্গ, ওডিশা, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে আধা সামরিক বাহিনীতে মোট ৮ হাজার ৯৫৯ জন জওয়ান নিয়োগ হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে অসম রাইফেলসে ৩৫৬ জন, বিএসএফে ৬২৪ জন পুরুষ ও ১৪৯ জন মহিলা, সিআইএসএফে ১০৩ জন পুরুষ ও ১১ জন মহিলা, সিআরপিএফে ৪৩৩ জন পুরুষ ও ২ জন মহিলা, আইটিবিপিতে ৩৩৬ জন পুরুষ, এসএসবিতে ২৭৫ জন পুরুষ মিলিয়ে ২২৮৯ জন নিয়োগ হবে। এর বাইরে শুধুমাত্র মাওবাদী প্রভাবিত এলাকা থেকে বিএসএফে ১৯২ জন পুরুষ ও ৪৫ জন মহিলা, সিআইএসএফে ৬৫ জন পুরুষ ও ৭ জন মহিলা, সিআরপিএফে ২৭০ জন পুরুষ ও এক জন মহিলা, আইটিবিপিতে ৩৬ জন পুরুষ ও এসএসবিতে ৮৬ জন পুরুষ নিয়োগ হবে। সীমান্ত এলাকার জেলাগুলি থেকেও বিএসএফে ১৫৫৯ জন পুরুষ ও ৩৭৪ জন মহিলা, এসএসবিতে ১৩৭ জন পুরুষ নিয়োগ হবে। শুধু পশ্চিমবঙ্গ থেকেই ৪৪৭২ জন পুরুষ ও ৫৮৯ জন মহিলা মিলিয়ে মোট ৫০৬১ জন নিযুক্ত হতে চলেছেন আধা-সামরিক বাহিনীতে। |
|
|
|
|
|