জঙ্গলমহল
আধা-সামরিক বাহিনীতে চাকরির ফর্মও দেবে পুলিশ
ক্ষ্য জনসংযোগ। তাই আধা সামরিক বাহিনীতে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগের যে পরীক্ষা হয়, তার আবেদনপত্রও এ বার বিলি করতে শুরু করল মাওবাদী প্রভাবিত পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া বাঁকুড়া তো বটেই রাজ্যের ১৪ জেলার পুলিশ। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এ জন্য ৫০ হাজার আবেদনপত্র পাঠিয়েছে কমিশন। পশ্চিম মেদিনীপুরে এসেছে ৪ হাজার। থানায় থানায় পাঠিয়ে দেওয়া হচ্ছে আবেদনপত্রগুলি।
জেলা পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠির বক্তব্য, “প্রত্যন্ত এলাকায় চাকরি-সংক্রান্ত পত্রপত্রিকা পৌঁছয় না। অনেকেই চাকরির খবর জানতে পারেন না। ওই সব এলাকায় প্রচারের জন্য পুলিশের কাছে আবেদনপত্র পাঠিয়েছে কমিশন। চাকরিপ্রার্থীরা থানা থেকে বিনামূল্যে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। ৪ জানুয়ারির মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।” মাওবাদী প্রভাবিত এলাকার কয়েক হাজার যুবক-যুবতীকে এনভিএফ, হোমগার্ড, জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের জন্য রাজ্য সরকার আগেই সিদ্ধান্ত নিয়েছিল। নিয়োগের সেই প্রক্রিয়া এখন চলছে।
জঙ্গলমহলে এ নিয়ে প্রবল উৎসাহও দেখা গিয়েছে। এ বার পুলিশের তরফে বিলি হবে অসম রাইফেলস, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি-তে নিয়োগ-পরীক্ষার আবেদনপত্র। পশ্চিমবঙ্গ, ওডিশা, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে আধা সামরিক বাহিনীতে মোট ৮ হাজার ৯৫৯ জন জওয়ান নিয়োগ হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে অসম রাইফেলসে ৩৫৬ জন, বিএসএফে ৬২৪ জন পুরুষ ও ১৪৯ জন মহিলা, সিআইএসএফে ১০৩ জন পুরুষ ও ১১ জন মহিলা, সিআরপিএফে ৪৩৩ জন পুরুষ ও ২ জন মহিলা, আইটিবিপিতে ৩৩৬ জন পুরুষ, এসএসবিতে ২৭৫ জন পুরুষ মিলিয়ে ২২৮৯ জন নিয়োগ হবে। এর বাইরে শুধুমাত্র মাওবাদী প্রভাবিত এলাকা থেকে বিএসএফে ১৯২ জন পুরুষ ও ৪৫ জন মহিলা, সিআইএসএফে ৬৫ জন পুরুষ ও ৭ জন মহিলা, সিআরপিএফে ২৭০ জন পুরুষ ও এক জন মহিলা, আইটিবিপিতে ৩৬ জন পুরুষ ও এসএসবিতে ৮৬ জন পুরুষ নিয়োগ হবে। সীমান্ত এলাকার জেলাগুলি থেকেও বিএসএফে ১৫৫৯ জন পুরুষ ও ৩৭৪ জন মহিলা, এসএসবিতে ১৩৭ জন পুরুষ নিয়োগ হবে। শুধু পশ্চিমবঙ্গ থেকেই ৪৪৭২ জন পুরুষ ও ৫৮৯ জন মহিলা মিলিয়ে মোট ৫০৬১ জন নিযুক্ত হতে চলেছেন আধা-সামরিক বাহিনীতে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.