|
|
|
|
রাজ্যের কৃষক সঙ্কট নিয়ে সরব সি পি এম |
প্রেমাংশু চৌধুরী • নয়াদিল্লি |
মুখে বলা হচ্ছে, সারা দেশের কৃষকদের দুর্দশার কথা। কিন্তু সুকৌশলে ‘পশ্চিমবঙ্গে কৃষকদের সঙ্কট’ নিয়ে এ বার জাতীয় স্তরে সরব হতে চাইছে সিপিএম। দেশে কৃষকদের আত্মহত্যার ঘটনা খতিয়ে দেখতে একটি যৌথ সংসদীয় কমিটি গড়ার সুপারিশ করেছে কেন্দ্র। সিপিএমের পরিকল্পনা হল, সেই কমিটির সদস্যদের পশ্চিমবঙ্গে নিয়ে যাওয়া। যাতে সেখানকার কৃষক-আত্মহত্যার ঘটনাগুলিও তাঁরা খতিয়ে দেখেন। তাতে ঘুরপথে হলেও প্রমাণ করা যাবে যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ‘প্রশাসনিক ব্যর্থতা’-র ফলে কৃষকরা ফসলের দাম পাচ্ছেন না। এবং সে কারণেই আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন তাঁরা।
সিপিএম এ পর্যন্ত মমতা সরকারের বিরুদ্ধে বড় আন্দোলনে নামেনি। দলের মত ছিল, সরকার-বিরোধী আন্দোলনে যাওয়ার মতো রাজনৈতিক জমি তৈরি হয়নি। কিন্তু এখন সিপিএম নেতৃত্ব মনে করছেন, গ্রামে গ্রামে কৃষকদের মধ্যে এই সরকারের বিরুদ্ধে অসন্তোষ তৈরি হয়েছে। কারণ, রাজ্য সরকারের নীতির ফলে অনেক জায়গাতেই ঠিক মতো ধান-পাট কেনা হচ্ছে না। হলেও কৃষকরা ঘোষিত দাম পাচ্ছেন না। বহু জায়গায় মাঠেই ধান পুড়িয়ে দেওয়া হচ্ছে। নতুন আলু ওঠার সময় হয়ে গেলেও হিমঘরগুলি থেকে এখনও পুরনো আলু সরেনি। সব মিলিয়ে এই নিরাপত্তাহীনতার কারণেই এ পর্যন্ত ৬ জন কৃষক আত্মহত্যা করেছেন বলে মনে করছে আলিমুদ্দিন স্ট্রিট। এ ব্যাপারে জেলাগুলি থেকে আসা রিপোর্টের কথা দলের পলিটব্যুরোকেও জানিয়েছে তারা। এর পরেই জাতীয় স্তরে এই রণকৌশল তৈরি করেছে সিপিএম।
দু’দিন আগে রাজ্যসভায় কৃষির সঙ্কট নিয়ে আলোচনায় কৃষিমন্ত্রী শরদ পওয়ার একটি যৌথ সংসদীয় কমিটি তৈরির প্রস্তাব দিয়েছিলেন। এই সুযোগকে কাজে লাগাতে মাঠে নেমেছে সিপিএম। সীতারাম ইয়েচুরির যুক্তি, “সরকার যখন সঙ্কটের কথা মেনেই নিয়েছে, তখন দ্রুত এই কমিটি গঠন করা উচিত।” বস্তুত, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তৃণমূল ফসলের দাম না পাওয়াকে কৃষকদের আত্মহত্যার কারণ বলে মানতে রাজি নয়। সিপিএম নেতাদের দাবি, পশ্চিমবঙ্গ-সহ সমস্ত রাজ্যে গিয়ে আত্মহত্যার কারণ খুঁজে দেখুক সংসদীয় কমিটি। ওই কমিটিতে বাম নেতারাও থাকবেন।
আন্দোলনের বীজ বোনা শুরু হয়ে গিয়েছে রাজ্য স্তরেও। দলীয় সমাবেশে বুদ্ধদেব ভট্টাচার্য ঘোষণা করেছেন, নতুন সরকারের কাজকর্ম দেখে আর মুখ বুজে থাকা সম্ভব নয়। ৪ জানুয়ারি কৃষিকাজ বন্ধের ডাক দেওয়া হয়েছে রাজ্যে। বিধানসভায় আনা হয়েছে মুলতুবি প্রস্তাব। বাম সাংসদরা আজ লোকসভাতেও কৃষি সঙ্কট নিয়ে আলোচনার দাবি তুলেছেন। সিপিএমের রামচন্দ্র ডোম, আরএসপি-র প্রশান্ত কুমার মজুমদাররা ওয়েলে নেমে এসে প্রতিবাদ জানানোয় দু’বার অধিবেশন মুলতুবিও হয়েছে। যা থেকে স্পষ্ট, সংসদ থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে হাতিয়ারে শান দেওয়ার কাজ শুরু করেছেন বামেরা। |
|
|
|
|
|