চোরাই তার সহ ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
গাড়িভর্তি চোরাই তার সমেত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তার পাচার করার সময় পুলিশের টহলদারির ভ্যান এসে পড়লে হাতে নাতে ধরা পড়ে দুই যুবক। বলরাম সিং সর্দার ও মতিলাল সিং সর্দার নামে ধৃত দুই যুবকের বাড়ি মানবাজার থানার পাড়কিডি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ মানবাজার থানার মহড়া গ্রামের প্রান্তে একটি পিক আপ ভ্যান সন্দেহজনক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। গ্রামের একাংশের বাসিন্দারা জানিয়েছেন ওই এলাকা থেকে প্রায়ই বিদ্যুতের তার চুরি হয়। চুরির ঘটনার রাতে ছোট লরি অথবা পিক আপ ভ্যান এলাকায় ঘুরতে দেখা যায়। প্রায় দশ মাস আগে এই এলাকা থেকে চোরাই তার সমেত একটি বড় লরি আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছে, পিক আপ ভ্যানের ভিতর ৬ বান্ডিল তার, লোহার যন্ত্রাংশ ও তার কাটার যন্ত্রপাতি প্রভৃতি মিলেছে। ধৃতদের জেরা করে পাচারচক্রে জড়িত আরও কয়েকজনের নাম মিলেছে। প্রসঙ্গত, সম্প্রতি মানবাজারে এক চালক খুনের ঘটনায় জড়িত দীপক ওরফে স্বপন সিং সর্দারও তার পাচার চক্রে জড়িত রয়েছে বলে পুলিশের দাবি। ধৃত দীপক বর্তমানে জেল হেফাজতে রয়েছে। বিদ্যুৎ দফতরের পুরুলিয়া ডিভিশনের দায়িত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অনুপ মাণ্ডি বলেন, “মানবাজার, পুঞ্চা ও কেন্দা থানা এলাকায় প্রায়ই বিদ্যুতের তার চুরি হয়। পরীক্ষা না করলে ওই তার কাদের তা বলা সম্ভব নয়। মোবাইল ফোনের টাওয়ারের তার বেশি মোটা হয়।” |
স্ত্রী খুনে যাবজ্জীবন কারাদণ্ড স্বামীর
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
স্ত্রীকে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হল স্বামীর। ওন্দা থানার আড়বানী গ্রামের বাসিন্দা রাজীব পাত্র নামে ওই যুবককে বুধবার বাঁকুড়া আদালতের দ্বিতীয় অতিরিক্ত দায়রা বিচারক শুভেন্দু ভট্টাচার্য এই সাজা শোনান। সরকার পক্ষের আইনজীবী লক্ষ্মীনারায়ণ গোস্বামী জানান, ২০০৬ সালে ২১ ডিসেম্বর বধূ প্রতিমা পাত্রকে (২০) খুন করা হয়। ঘটনার পরের দিনই ওন্দা থানায় প্রতিমাদেবীর বাবা মিহির বাদ্যকর জামাই রাজীবের বিরুদ্ধে মেয়েকে খুনের অভিযোগ দায়ের করেছিলেন। শুধু তাই নয়, শাশুড়ি মালা পাত্র, খুড়শ্বশুর বিজয় পাত্রের বিরুদ্ধে বধূ হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ দায়ের করেছিলেন। ওই অভিযোগের ভিত্তিতে ২০০৭ সালে ২১ ফেব্রুয়ারি চার্জশিট দেয় পুলিশ। মালাদেবী ও বিজয়বাবুর জামিন মঞ্জুর হলেও বন্দি অবস্থাতে বিচার চলছিল রাজীবের। বুধবার আদালত মালাদেবী ও বিজয়বাবুকে বেকসুর খালাস দেন। |
কলেজ নির্বাচন নিয়ে বৈঠক
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
কলেজ নির্বাচনে অশান্তি এড়াতে মঙ্গলবার সন্ধ্যায় মানবাজার থানায় একটি বৈঠক হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ সুপার (ডি ই বি) রণবীর মুখোপাধ্যায়, সার্কেল ইন্সপেক্টর প্রণব চট্টোপাধ্যায়, বিডিও সায়ক দেব, ওসি দিবাকর লাহিড়ি, তৃণমূল ছাত্র পরিষদ ও এস এফ আইয়ের ছাত্র প্রতিনিধি ও কলেজ প্রতিনিধিরা। বৈঠকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্দিষ্ট আচরণবিধি লাগু করার পক্ষে দুই সংগঠনই সহমত পোষণ করেন। মানভূম কলেজের টিচার ইনচার্জ আশুতোষ বিশ্বাস বলেন, “পুলিশি সহযোগিতা চেয়ে বুধবার লিখিত আবেদন করা হয়েছে।” |
চোলাই উদ্ধার, গ্রেফতার ১
নিজস্ব সংবাদদাতা • রাইপুর |
চোলাই মদ মজুত রাখার অভিযোগে বাঁকুড়ার রাইপুরের ডুমুরিয়া গ্রাম থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সাধন মুদি। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ ডুমুরিয়া গ্রামের ঠেকে হানা দেয় এবং বাড়ি লাগোয়া ঠেক থেকে চোলাই মদ সহ তাকে গ্রেফতার করে। পুলিশের দাবি, সেখান থেকে ২২ লিটার চোলাই এবং মদ তৈরির প্রায় ৭০ লিটার উপকরণ উদ্ধার করা হয়েছে। বুধবার ধৃতকে খাতড়া আদালতে তোলা হয়। |
বাইক-সহ ধৃত ১
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
মোটরবাইক চুরি করার অভিযোগে এক জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম রহমান মণ্ডল। পাড়ার হরিহরপুর গ্রামে তার বাড়ি। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেফতার করে। বুধবার তাকে রঘুনাথপুর আদালতে তোলা হলে পুলিশ হেফাজত হয়। |