সরকারি দরে ধান কিনতে রাজি না হওয়ায় চালকলের এক মালিক ও ম্যানেজারকে মারধর করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ইন্দাসের কুমরুল গ্রামের। প্রহৃত চালকল মালিক হলেন শেখ গোলাম হোসেন এবং ম্যানেজার সফিকুল রহমান মিদ্যা। মঙ্গলবার রাতে তাঁরা পুলিশের কাছে কুমরুল গ্রামের বাসিন্দা শেখ কিবরিয়া সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
কুমরুল গ্রামে অবস্থিত ওই চালকলের অন্যতম মালিক শেখ আব্দুস সামাদের দাবি,“ মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় ধান ব্যবসায়ী শেখ কিবরিয়া আমাদের মিলে এসে সরকারি দরে (কুইণ্টাল প্রতি ১০৮০ টাকা) ১০০ বস্তা ধান বিক্রি করতে চেয়ে জোরাজুরি করেন। মিলের অপর মালিক শেখ গোলাম হোসেন কিনতে না চাওয়ায় তাঁকে এবং ম্যানেজার সফিকুল রহমান কে তিনি ‘দেখে নেওয়ার’ হুমকি দেন।” তাঁর অভিযোগ,“চাষীদের কাছ থেকে কমদামে ধান কিনে শেখ কিবরিয়া আমাদের মিলে সরকারি দরে বিক্রি করে মোটা টাকা মুনাফা করতে চাইছিলেন। কিবরিয়া সন্ধ্যায় দলবল নিয়ে চড়াও হয়ে গোলাম হোসেন ও সফিকুলকে মারধর করে। ওঁদের ভয়ে বুধবার মিল খুলতে পারিনি।”
অভিযোগ অস্বীকার করে শেখ কিবরিয়া’র দাবি,‘‘ সরকার নির্ধারিত মূল্যে ধান কেনার ব্যাপারে গড়িমসি করছেন মিল কর্তৃপক্ষ। আমি একজন ধানচাষি। তাই এলাকার চাষীদের স্বার্থেই মিলে গিয়েছিলাম। উল্টে মিলের মালিক ও ম্যানেজার আমাদের সঙ্গে চূড়ান্ত দুর্ব্যবহার করে। ধান কিনতে ‘অপারগ’ হয়ে এখন চাষীদের বিপদে ফেলে মারধর করার মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। জোর করে মিল বন্ধ রেখেছেন। মিল খুলতে আমরা বাধা দিইনি।” পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত চলছে। কেউ গ্রেফতার হয়নি। |