|
|
|
|
ধান কেনা নিয়ে ক্ষোভ কংগ্রেসের |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
চাষিদের কাছ থেকে সরাসরি সহায়ক মূল্যে ধান কেনার দাবি জানাল কংগ্রেস। বুধবার সাগরদিঘির কাবিলপুরের একটি সভায় রাজ্য সরকারের ধান কেনার ব্যবস্থার কড়া সমালোচনাও করে কংগ্রেস। দিন কয়েক আগে পূর্ত প্রতিমন্ত্রী সুব্রত সাহার উপস্থিতিতে সাগরদিঘিতে দু’টি শিবির করে সরকার নির্ধারিত মূল্যে ধান কেনা হয়েছিল। ওই শিবিরকে ‘নাটক’ বলে কটাক্ষ করে এ দিন কংগ্রেসের দুই সাধারণ জেলা সম্পাদক মাহফুজ আলম ও আমিনুল ইসলাম বলেন, “খোলা বাজারে ধানের দাম ৭৩০ থেকে ৭৫০ টাকা। চাষিরা সেই দামেই ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। রাজ্য সরকারের কাছে বার বার পঞ্চায়েত অফিসেই শিবির করার জন্য আবেদন করা হয়েছে। কিন্তু তা হচ্ছে না।” আমিনুল বলেন, “এক বিঘা জমিতে ধান বুনতে প্রায় সাড়ে তিন হাজার টাকা খরচ হয়। খুব ভাল ফলন হলে সেখান থেকে পাঁচ কুইন্টাল ধান পাওয়া যায়। সেখানে ৭৩০ টাকায় ধান বিক্রি করলে চাষিদের হাতে প্রায় কিছুই থাকবে না। সরকার ১০৮০ টাকা প্রতি কুইন্টাল দামের কথা বললেও কার্যক্ষেত্রে তা হচ্ছে না।” এখনও পর্যন্ত জেলার ১০ শতাংশ ধানও কেনা হয়নি। তাই চাষিদের বাঁচাতে সরাসরি পঞ্চায়েত অফিসে গিয়েই ধান কেনার ব্যবস্থা করতে হবে সরকারকে, এমনই দাবি কংগ্রেসের। এ দিনই কাবিলপুরে হাইমাদ্রাসার নির্বাচনে ২০ বছর পরে ৬টি আসনের সব ক’টিতেই জয়ী হয়েছে কংগ্রেস। সেই ‘বিজয় উৎসব’-ই কার্যত সভার চেহারা নিয়েছিল। তৃণমূলের প্রতিমন্ত্রী সুব্রতবাবু অবশ্য বলেন, “কংগ্রেস অভিযোগ করলেই তো হবে না। সরাসরি চাষিদের কাছ থেকে ধান কেনার ব্যবস্থা করা হয়েছে। সরকারি আধিকারিকেরা সেখানে উপস্থিত থাকছেন। বেশির ভাগ পঞ্চায়েত এলাকাতেই এই শিবির করে ধান কেনার ব্যবস্থা করা হচ্ছে। প্রতিটি ব্লকের সমস্থ পঞ্চায়েত এলাকায় সেই ধান কেনা হবে।” |
|
|
|
|
|