সহকর্মীর রিভলভারের গুলিতে জখম হয়েছেন সাগরদিঘি থানার এক হোমগার্ড। মঙ্গলবার রাতে পল্লব মুখোপাধ্যায় নামে ওই পুলিশকর্মীর বাঁ পায়ে গুলি লাগে। ওই দিন রাতেই তাঁকে বহরমপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন থানায় গণেশ দাস নামে এক কনস্টেবল কোমরের খাপে রিভলভার ঢোকানোর সময়ে ট্রিগারে হাত পড়ে গেলে পল্লববাবুর পায়ে গুলি লাগে। জঙ্গিপুরের এসডিপিও আনন্দ রায় বলেন, “ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। মনে হচ্ছে অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটেছে”
|
খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয়েছে তৃতীয় শ্রেণির এক ছাত্র। তার নাম মজিদ শেখ। বাড়ি কৃষ্ণনগরের শ্রীদুর্গা কলোনিতে। বুধবার সকালে বাড়ির পাশেই বল ভেবে একটি বোমা নিয়ে খেলা করছিল সে। সেই সময়ে বোমা ফেটে গুরুতর জখম হয় মজিদ। আশঙ্কাজনক অবস্থায় তাকে শক্রিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
|
উমরাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হলেন সিপিএমের মজিবুল রহমান। বুধবার ১৪ সদস্যের ওই পঞ্চায়েতে ৮-০ ভোটে নির্বাচিত হন তিনি। কংগ্রেসের ৬ পঞ্চায়েত সদস্য ভোটে সামিল হননি। গত ১২ নভেম্বর সাফাতুল্লা শেখের বিরুদ্ধে অনাস্থা আনে সিপিএম। |