টুকরো খবর |
জাতীয় গ্রামীণ জীবিকা মিশন নিয়ে কর্মশালা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আগে ছিল ‘সুবর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা’ (এসজিএসওয়াই)। এখন থেকে তার পরিবর্তে চালু হচ্ছে ‘জাতীয় গ্রামীণ জীবিকা মিশন’। কী ভাবে এই প্রকল্পে কাজ হবে তা বোঝাতে আগেই জেলাস্তরে কর্মশালা হয়েছিল। এ বার পশ্চিম মেদিনীপুরের ব্লকস্তরেও কর্মশালা শুরু হল। জেলা প্রকল্প আধিকারিক অরিন্দম দত্ত বলেন, “প্রকল্প কী ভাবে রূপায়িত হবে, কারা এর সুফল পাবেন, কী ভাবে প্রকল্প-রিপোর্ট তৈরি করতে হবে তা বোঝাতেই কর্মশালার আয়োজন। তার পরেই প্রকল্পের কাজ শুরু হবে।” প্রথম বছরে ৫টি ব্লকে এই প্রকল্প শুরুর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। সেগুলি হল বিনপুর-২, জামবনি, ঝাড়গ্রাম, খড়্গপুর-১ ও চন্দ্রকোনা-১। পরের বছর আরও ৬টি ব্লকে এই প্রকল্প চালু হবে। প্রশাসন জানিয়েছে, প্রথম ৫টি ব্লকের কাজ কী ভাবে চলছে, কোথায় কী ধরনের সমস্যা হচ্ছে তা দেখা হবে। তার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে দ্বিতীয় পর্যায়ে কোন ৬টি ব্লককে এই প্রকল্পের আওতায় আনা হবে। মূলত, গরিব মহিলাদের স্বনির্ভর করাই এই প্রকল্পের উদ্দেশ্য। স্ব-সহায়ক দল বা স্বয়ম্ভর গোষ্ঠী অনেক আগে থেকেই কাজ করছে পশ্চিম মেদিনীপুর জেলায়। যাদের সরকারি সাহায্যে প্রাণিপালন, জৈব সার তৈরি, শালপাতার থালা তৈরি-সহ বিভিন্ন ধরনের হাতের কাজ শেখানো হয়। তা বিক্রির ক্ষেত্রেও সাহায্য করে প্রশাসন। প্রথমে প্রশিক্ষণ দেওয়া, তার পর ঋণ দেওয়ার ব্যবস্থা করা, যন্ত্র কিনে সাহায্য করা সবই করে প্রশাসন। পরে দলের মহিলারা সেই কাজে পারদর্শী হলে নিজেরাই উৎপাদন করতে পারেন। আর সেই আয় থেকেই তাঁরা স্বনির্ভরতার পথে এগিয়ে চলে। প্রশাসন জানিয়েছে, আগে দেখে নিতে হবে কোন এলাকার মানুষ কোন কাজে পারদর্শী, বাজারে তার চাহিদা কেমন। এ সব দেখেই প্রকল্প-রিপোর্ট তৈরি হবে। প্রকল্প মঞ্জুর হলে অর্থ দেবে সরকার।
|
কারখানার গেট আটকে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
ফের কারখানার গেট আটকে বিক্ষোভ দেখালেন রেনুকা সুগারের ঠিকা শ্রমিকেরা। বুধবার সকালে কারখানার গেটের সামনে প্রথমে জমায়েত করেন তাঁরা। কর্তৃপক্ষের তরফে সদর্থক সাড়া না পেয়ে পরে গেট আটকে বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অল্প লাঠি চালালে অবরোধ উঠে যায়। কাঁচামালের অভাব দেখিয়ে ২৬ দিনের বদলে ঠিকাশ্রমিকদের ১৩ দিন কাজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। ৪৬০০ টাকার পরিবর্তে ২৩০০ টাকা মজুরি ধার্য হয়েছে। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদে গত ১২ ডিসেম্বর থেকে অবস্থানে বসেন প্রায় ৬০০ ঠিকাশ্রমিক। এতদিনেও কর্তৃপক্ষের তরফে আশ্বাস না মেলায় এ দিন গেট আটকে বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশ জানিয়েছে, উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে ওই কারখানায়। এ দিকে, পুলিশের লাঠিতে ঠিকাশ্রমিক তুলসী সর্দার, রফিয়া বিবি, স্বপ্না মাইতি, শেখ রফিক ও তপন মাইতি জখম হয়েছেন। হলদিয়া মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।
|
নন্দীগ্রাম-কাণ্ডে ধৃত নব সামন্ত |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
চার বছর আগে নন্দীগ্রামে ভূমি-কমিটির মিছিলে ‘হামলা’ এবং অপহরণের মামলায় সিপিএম নেতা নব সামন্ত ও সত্যরঞ্জন মাকুর ওরফে লালুকে ধরল সিআইডি। বুধবার হলদিয়া থেকে তাঁদের ধরা হয় বলে সিআইডি-র দাবি। নন্দীগ্রাম-পর্বে নিহত সিপিএম নেতা শঙ্কর সামন্তের ভাই নববাবু সোনাচূড়া পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হন। তবে ২০০৮-এর পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই তিনি এলাকাছাড়া। লালু কৃষকসভার সদস্য। বাড়ি গোকুলনগরের করপল্লিতে, যেখানে ২০০৭-এর ১০ নভেম্বর আক্রান্ত হয় ভূমি-কমিটির মিছিল। তার পর থেকেই ‘নিখোঁজ’ কমিটির ৯ সমর্থক। ওই মামলায় জড়িত সন্দেহে ৫ সিপিএম কর্মীকে ধরেছে সিআইডি।
|
ধৃত তিন দুষ্কৃতী |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে ব্যবহৃত বিটুমিন চুরির অভিযোগে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। মহিষাদলের গাড়ুঘাটা এলাকা থেকে দুষ্কৃতীদলের মূল পান্ডা-সহ তিন জনকে গ্রেফতার করার সময় বিটুমিন ভর্তি ২৫টি ড্রামও উদ্ধার করেছে পুলিশ। মূল পান্ডা সফিউর মল্লিক ওরফে লব মেচেদার শান্তিপুর গ্রামের বাসিন্দা। ধৃত শশাঙ্ক কর ও প্রশান্ত করের বাড়ি পাশের আন্দুলিয়া গ্রামে। আদালতের নির্দেশে ধৃত তিন জনই এখন জেল হাজতে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, সফিউর ওরফে লব-এর নেতৃত্বে ১২ জনের দুষ্কৃতীদল রয়েছে, যারা দিনের বেলা প্রকাশ্যে অন্য পেশার সঙ্গে যুক্ত। যেমন সফিউর দিনের বেলা ফল বিক্রি করে। আর সম্পর্কে দুই ভাই প্রশান্ত ও শশাঙ্ক গাড়ি চালানোর কাজ করত। বাকিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
|
অনশন প্রত্যাহার |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
রামনগর কলেজের অস্থায়ী কর্মীদের সঙ্গে ২৪ ডিসেম্বর বৈঠকে বসবেন কলেজ কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মৃত্যুঞ্জয় গুছাইতের এমন প্রতিশ্রুতিতে বুধবার অনশন প্রত্যাহার করে নেন কলেজের অস্থায়ী কর্মীরা। গত সোমবার থেকে স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেছিলেন তাঁরা। বুধবার সকালে অনশনরত ৪ কর্মীর শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে কলেজে যান জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন রামনগর-২ ব্লক মেডিক্যাল আধিকারিক নন্দিতা পট্টনায়ক ও জয়েন্ট বিডিও মনোজ মল্লিক।
|
উপাচার্যের দ্বারস্থ এসএফআই |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রিভিউয়ের ফল দ্রুত প্রকাশ করা, ছাত্রছাত্রীদের পরীক্ষার খাতা দেখানোর ব্যবস্থা করা-সহ বেশ কিছু দাবিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দ্বারস্থ হল এসএফআই। সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার উপাচার্য রঞ্জন চক্রবর্তীর কাছে একটি স্মারকলিপিও দেওয়া হয়েছে। এসএফআইয়ের জেলা সম্পাদক সৌগত পণ্ডা বলেন, “রিভিউয়ের ফল এক মাসের মধ্যে প্রকাশ করা উচিত। না-হলে ছাত্রছাত্রীরা সমস্যায় পড়েন। এখন রিভিউয়ের ফল প্রকাশ করতে সাত-আট মাস লেগে যাচ্ছে।” পাশাপাশি তাঁর বক্তব্য, “ছাত্রছাত্রীদের খাতা দেখানোর ব্যবস্থা করা হোক। তা হলে ফল নিয়ে আর সন্দেহ বা ক্ষোভের সৃষ্টি হবে না।”
|
শিশু সম্মেলন |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগে মঙ্গলবার মহকুমা শিশু সম্মেলন হল কাঁথিতে। উপস্থিত ছিলেন কাঁথির মহকুমাশাসক সুমিত গুপ্ত, কাঁথি উত্তরচক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অমিতাভ গিরি ও চাইল্ড লাইনের জেলা সঞ্চালক প্রসেনজিৎ সিংহরায়। প্রায় ২০০ শিশু যোগ দেয় সম্মেলনে। শিশুশ্রম, বাল্যবিবাহ রোধে পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তোলায় বিব্রত হয়ে পড়েন প্রশাসনিক আধিকারিকেরা। এ দিনের আলোচনায় যোগ দিয়েছিলেন গোপাল মাইতি, রঞ্জন ত্রিপাঠী, ইন্দ্রজিৎ পণ্ডা, পিঙ্কি মাইতি প্রমুখ।
|
হলদিয়ায় গণপিটুনি |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
একাধিক বিয়ে করায় এক ব্যক্তিকে পেটাল জনতা। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে মহিষাদলের পূর্ব শ্রীরামপুরে। ভুয়ো পরিচয় দিয়ে পূর্ব শ্রীরামপুরের এক মহিলাকে বিয়ে করেছিলেন তপন মণ্ডল। পরে তিনি নন্দীগ্রামে একটি বিয়ে করেন। কাজের সূত্রে ওডিশায় গিয়ে সেখানেও একটি বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসীরা ক্ষেপে যান। এ দিন মহিষাদল বাজারে তপনকে ধরে পেটান প্রতিবেশীরা। তবে, থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। |
|