|
|
|
|
ফের তদন্ত দাবি |
শিক্ষক নিয়োগে দুর্নীতির নালিশ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পশ্চিম মেদিনীপুর জেলায় গত বছরের প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে অভিযোগ করে এবং তার তদন্তের দাবিতে ফের জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি স্বপন মুর্মুর দ্বারস্থ হলেন বেশ কিছু শিক্ষক পদপ্রার্থী। বুধবার তাঁকে স্মারকলিপিও দেওয়া হয়। আন্দোলনকারীদের বক্তব্য, গত ৪ অগস্ট তাঁরা সভাপতির দ্বারস্থ হয়ে কিছু অভিযোগ করেছিলেন। সে সময়ে আশ্বাস দেওয়া হয়েছিল, অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। গরমিল খুঁজে বের করতে তদন্ত হবে। কিন্তু, পাঁচ মাস হতে চলল, এখনও তদন্ত শুরুই হল না। তবে, এ দিন সভাপতির সঙ্গে কথা বলে আশ্বস্ত হয়েছেন শিক্ষক পদপ্রার্থীরা। তাঁদের বক্তব্য, সংসদের নতুন কমিটি গঠন হওয়ার পরেই সভাপতি এ ব্যাপারে পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন। |
|
প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে বিক্ষোভ। নিজস্ব চিত্র। |
গত বছর প্রাথমিক শিক্ষক নিয়োগের পরেই জেলায় একটি সংগঠন গড়ে ওঠে। নাম দেওয়া হয়, ‘পশ্চিম মেদিনীপুর জেলা বঞ্চিত প্রাথমিক শিক্ষক পদপ্রার্থী সমিতি’। লিখিত পরীক্ষায় উত্তীণর্র্ হয়েও যাঁরা চাকরি পাননি, তাঁরাই এই সংগঠন গড়ে তোলেন। সংগঠনের অভিযোগ, লিখিত পরীক্ষায় উত্তীণর্র্ হননি, এমন অনেকে চাকরি পেয়েছেন, অথচ যোগ্য যুবক-যুবতীদের বঞ্চিত করা হয়েছে। ইতিমধ্যেই শিক্ষক পদপ্রার্থীরা আদালতে মামলা দায়েরও করেন। সেটি বিচারাধীন। এই মামলার ক্ষেত্রে সংসদ কর্তৃপক্ষ যাতে তাঁদের সব রকম ভাবে সহযোগিতা করেন, এ দিন সভাপতির সঙ্গে দেখা করে সেই আবেদনও জানিয়েছেন আন্দোলনকারীরা।
সমিতির সভাপতি তমাল গোস্বামীর কথায়, “তদন্ত হলেই গরমিল ধরা পড়বে। লিখিত পরীক্ষায় ভাল নম্বর পেয়েও অনেকে চাকরি পাননি। আমরা চাই, যোগ্য প্রার্থীদেরই শিক্ষক পদে নিয়োগ করা হোক।” সমিতির সাধারণ সম্পাদক নিশিথ পিরি, অন্যতম সদস্য অমিত পালদের বক্তব্য, “তদন্তের দাবিতে আগেই আমরা সভাপতির দ্বারস্থ হয়েছিলাম। কিন্তু, তার জবাব পাইনি। তাই, ফের দ্বারস্থ হলাম। সভাপতি আমাদের কথা শুনে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।” সংসদ সভাপতির বক্তব্য, “এখনও সংসদের নতুন কমিটি গঠিত হয়নি। এই কমিটি গঠন হলেই এ সংক্রান্ত অভিযোগ কমিটির বৈঠকে পেশ করা হবে। তার পরেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” |
|
|
|
|
|