|
|
|
|
ছাত্র পরিষদ সভাপতিকে ‘হেনস্থা’, অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বেলদা কলেজ ক্যাম্পাসের মধ্যেই সংগঠনের জেলা সভাপতি হেনস্থার শিকার হয়েছেন, এই অভিযোগে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে পথ অবরোধ করল ছাত্র পরিষদ (সিপি)। খড়্গপুর, মেদিনীপুর-সহ জেলার ১১টি জায়গায় এ দিন সকালে অবরোধ শুরু হয়। ব্যস্ত সময়ে অবরোধের জেরে সমস্যায় পড়েন পথচলতি মানুষ। বহু গাড়ি আটকে যায়। অবরোধের পাশাপাশি হেনস্থার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে পুলিশ সুপারের কাছে স্মারকলিপিও দেয় ছাত্র পরিষদ। সাংগঠনিক সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে বেলদা কলেজে গিয়েছিলেন ছাত্র পরিষদের নতুন জেলা সভাপতি মহম্মদ সইফুল। সংগঠনের কর্মী-সমর্থকদের কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে না, এ কথা জানার পরেই তিনি বেলদায় যান। |
|
মেদিনীপুর শহরে অবরোধ ছাত্র পরিষদের। নিজস্ব চিত্র |
অভিযোগ কলেজ ক্যাম্পাসেই তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা তাঁকে হেনস্থা করেন। সইফুলের কথায়, “ওরা আচমকা হামলা চালায়।” এই ঘটনার প্রতিবাদেই বুধবার জেলা জুড়ে পথ অবরোধ করা হয়। জেলা কংগ্রেস সভাপতি স্বপন দুবে বলেন, “এমন ঘটনা অনভিপ্রেত। পুলিশের উচিত, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।” এ ক্ষেত্রে যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই তৃণমূল ছাত্র পরিষদের জেলা চেয়ারম্যান রমাপ্রসাদ গিরি অবশ্য বলেন, “অপপ্রচার হচ্ছে। বেলদা কলেজ ক্যাম্পাসে এমন কোনও ঘটনাই ঘটেনি!” প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে পুলিশ।
অন্য দিকে, রিভিউয়ের ফল দ্রুত প্রকাশ করা, ছাত্রছাত্রীদের পরীক্ষার খাতা দেখানোর ব্যবস্থা করা-সহ বেশ কিছু দাবিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দ্বারস্থ হল এসএফআই। সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার উপাচার্য রঞ্জন চক্রবর্তীর কাছে একটি স্মারকলিপিও দেওয়া হয়েছে। এসএফআইয়ের জেলা সম্পাদক সৌগত পণ্ডা বলেন, “রিভিউয়ের ফল এক মাসের মধ্যে প্রকাশ করা উচিত। ছাত্রছাত্রীদের খাতা দেখানোর ব্যবস্থা করা হোক। তা হলে ফল নিয়ে সন্দেহ বা ক্ষোভের সৃষ্টি হবে না।”
|
|
|
|
|
|