নতুন বছরে শহরকে প্লাস্টিক দূষণমুক্ত করতে ‘স্পট ফাইন’ চালু করছে স্থানীয় দিনহাটা পুরসভা। ওই বিষয়ে সচেতনতা বাড়াতে মাইকে প্রচার, লিফলেট বিলি ও ব্যানারে প্রচার করা হচ্ছে। পরিকল্পনা সফল করতে স্থানীয় ব্যবসায়ী সমিতি নেতৃত্বের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। দিনহাটা পুরসভার চেয়ারম্যান চন্দন ঘোষ বলেন, “৪০ মাইক্রোনের নিচে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা নিয়ে প্রচার শুরু হয়েছে। কেউ ওই ক্যারিব্যাগ ব্যাবহার করলে স্পট ফাইন দিতে হবে।” ১ জানুয়ারি থেকে প্লাস্টিকের ক্যারিব্যাগে খরচ নিয়ে শহরে ঘোরাফেরা করতে দেখলে ক্রেতাকে ৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত ‘স্পট ফাইন’ দিতে হবে। বিক্রেতাদেরও শাস্তির মুখে পড়তে হবে। তবে না জানিয়ে ফাইন আদায় নয়। পরিকল্পনা কার্যকর করার আগে বাসিন্দাদের সতর্ক ও সচেতন করার জন্য পুরসভার তরফে প্রচারের একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে। স্পট ফাইনের নির্দেশিকায় ক্রেতা ও বিক্রেতাদের জন্য দু’রকম আর্থিক জরিমানার উল্লেখ রয়েছে। পুরসভার নজরদারি দল ক্রেতার কাছে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের সন্ধান পেলে স্পট ফাইন করবে। একই ভাবে বিক্রেতারা ৪০ মাইক্রোনের নীচে প্লাস্টিক ব্যবহার করলে ৫০০ টাকা স্পট ফাইন দিতে হবে। ১ জানুয়ারি থেকে শহরের চওড়াহাট বাজার, প্রত্যুষা বাজার, গোধুলি বাজার, কলেজ পাড়া, নেতাজি বাজার, হকার্স কর্নার, বলরামপুর রোড, রেলগেট বাজার, বউ বাজার সহ বিভিন্ন বাজারে পুরসভার নজরদারি দল অভিযানে নামবে। পুর চেয়ারম্যান বলেন, “অভিযান শুরুর আগে বিভিন্ন ভাবে বাসিন্দাদের সচেতন করা হবে। ব্যবসায়ী সমিতির সঙ্গে আলোচনায় বসে সহযোগিতা চাওয়া হবে।’’ ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী বলেন, “নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার বন্ধের জন্য সহযোগিতা করব। ৪০ মাইক্রেনের নীচে প্লাস্টিক ক্যারিব্যাগ সম্পর্কে অনেকের স্পষ্ট ধারণা নেই। এ বিষয়ে পুরসভাকে উদ্যোগী হতে হবে।’’ |