পুকুর ভরাটের কাজে নিষেধাজ্ঞা বিষ্ণুপুরে |
পুকুর বা জলাভূমি বোজানো বেআইনি জেনেও বিষ্ণুপুরের তিলবাড়ি এলাকার ‘শালখানা’ নামক একটি পুকুর বোজানোর কাজ চলছিল রমরমিয়ে। অভিযোগ পেয়ে মহকুমা শাসক (বিষ্ণুপুর) অদীপ কুমার রায় বিষয়টির তদন্তের নির্দেশ দেন মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক রবীন্দ্রনাথ সরকারকে। তদন্তে জানা যায়, দফতরের রেকর্ডেও এলাকাটি পুকুর বলেই চিহ্নিত রয়েছে। মহকুমাশাসক অংশীদারদের পুকুরটি পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রায় দেড় বিঘা আয়তনের ওই পুকুরটির ৩০ শতাংশ মোরাম ফেলে বোজানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, “ওই পুকুরের জলে অনেকেই বাড়ির বাসনপত্র ধোয়ার কাজ করে। হঠাৎই দেখি কারা যেন ট্রাক্টর বোঝাই করে জলের উপর মোরাম ফেলছে।” মহকুমা ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক বলেন, “মালিকানা রয়েছে আশিস সিংহ-সহ তিন জনের নামে। তিনজনকেই মঙ্গলবার চিঠি পাঠিয়ে কাজ বন্ধ এবং সাতদিনের মধ্যে পুকুরটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার নোটিস পাঠানো হয়েছে। না হলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।” আশিস সিংহের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “পুকুরটি বছর দশেক আগে হস্তান্তরিত করেছি। এরপরেও আমার নামে কী করে নোটিস এল বুঝতে পারছি না। এর সঙ্গে কোনভাবেই যুক্ত নই আমি।”
|
হাতির মৃত্যু রোধে ট্রেনের গতিতে রাশ |
ট্রেনের ধাক্কায় চলতি বছরে দুটি হাতি কাটা পড়ার পর, আপাতত গিবন সংরক্ষিত অরণ্য এলাকায় ট্রেনের গতিতে রাশ টানার সিদ্ধান্ত নিল উত্তর-পূর্ব সীমান্ত রেল। ১৮ ডিসেম্বর, মরিয়ানির মেলেং এলাকায় ট্রেনলাইন পার হওয়ার সময় মালগাড়ির ধাক্কায় একটি হাতি কাটা পড়ে। জখম হয় আরও দু’জন। এই বছর এপ্রিল মাসেও এই এলাকায় ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু হয়েছিল। এবারের ঘটনার পরে বনবিভাগের তরফে রেলের কাছে একটি কড়া চিঠি পাঠানো হয়। এর পরেই রেলের তরফে চালকদের নির্দেশ দেওয়া হয়েছে, হাতি চলাচলের রাস্তায় যত ধীরে সম্ভব ট্রেন চালাতে হবে। এ দিকে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় কাল রাতে একটি চিতাবাঘের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সুতিয়ার কাছে, ৩৭ নম্বর জাতীয় সড়কে। অন্য দিকে, ফের চোরাশিকারির গুলিতে মারা পড়ল কাজিরাঙার আরও একটি গন্ডার। কাজিরাঙা জাতীয় উদ্যানের সীমা পেরিয়ে গোলাঘাট বনাঞ্চলে ঘুরছিল গন্ডারটি। আজ বেলা বারোটা নাগাদ চাপোড়িতে তল্লাশি চালিয়ে পুরুষ গন্ডারটির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। চোরাশিকারিরা ২৫ বছর বয়স্ক গন্ডারটির খড়্গ কেটে নিয়ে গিয়েছে। চলতি বছরে, কাজিরাঙায় ৬টি গন্ডার চোরাশিকারিদের গুলিতে প্রাণ হারাল।
|
অসুস্থ হয়েই মৃত্যু বাঘের |
সুন্দরবনের রায়দিঘি এলাকার ঢুলিভাসানি-১ নদী থেকে যে পূর্ণবয়স্ক বাঘের দেহ মিলেছিল, ফুসফুসে সংক্রমণজনিত কারণেই সে মারা গিয়েছে। বাধের দেহের ময়না-তদন্তের ভিত্তিতে যে প্রাথমিক রিপোর্ট বন দফতরে পৌঁছেছে তা থেকেই এ কথা মনে করছেন দফতরের কর্তারা। সোমবার ওই বাঘের দেহটি নদীতে ভাসতে দেখে মৎস্যজীবীরা খবর দেন বন দফতরে। সেখান থেকে দেহ উদ্ধার করে কলস দ্বীপের কাছে রাখা হয়েছিল। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বনি ক্যাম্পে পাঁচ চিকিৎসকের একটি দল মৃতদেহের ময়না-তদন্ত করেন। বন দফতর সূত্রের খবর, বাঘটির গায়ে কোনও আঘাতে চিহ্ন নেই। লেজ-সহ সে প্রায় সাড়ে আট ফুট লম্বা। তার আনুমানিক বয়স পাঁচ বছর। দক্ষিণ ২৪ পরগনার বনাধিকারিক লিপিকা রায় বলেন, “ফুসফুসের কোনও রোগে ওই বাঘটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ময়না-তদন্তকারী চিকিৎসকেরা।” |