ডাউন জামালপুর এক্সপ্রেসের কামরা থেকে বুধবার ভোরে তিনটি এক নলা পাইপগান, দু’টি পিস্তল, ১৪ রাউন্ড গুলি, ম্যাগাজিন ও একটি মোবাইল ফোন উদ্ধার করল আরপিএফের। এই ঘটনায় ফরজান আলি নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আরপিএফের বর্ধমান পোস্টের আইসি সঞ্জয় ভকত জানান, এ দিন ওই ট্রেনে রুটিন তল্লাশি চালানোর সময়ে একটি ব্যাগে ওই অস্ত্রগুলি মেলে। ব্যাগটির মালিক ফরজান আলি। আরপিএফের দাবি, জেরার মুখে ওই যুবক স্বীকার করেছে, ঝাড়খণ্ডের জামালপুর থেকেই তিনি অস্ত্র নিয়ে ট্রেনে ওঠেন। সেগুলি তিনি দক্ষিণ ২৪ পরগনার বনগাঁয় নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছে সে। আরপিএফ সূত্রে খবর, গত ২ ডিসেম্বর ফরজান বনগাঁয় অস্ত্রশস্ত্র পৌঁছে দিয়ে এসেছে বলে জেরায় জানা গিয়েছে। বনগাঁর যার কাছে সে এই সব অস্ত্র পৌঁছে দিত, তার খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে আরপিএফ। অন্য দিকে, খনির চাল খসে জখম হয়েছেন তিন কর্মী। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ইসিএলের কাল্লা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার ঘটনাটি ঘটেছে কাজোড়ার ১০ নম্বর পিটে।
|
বধূহত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হল এক ব্যক্তির। বর্ধমানের পঞ্চম অতিরিক্ত দায়রা বিচারক পার্থসারথি চট্টোপাধ্যায় বুধবার এই রায় দেন। সরকারি আইনজীবী সদন তা জানান, মেমারির বামুনিয়া গ্রামের বাসিন্দা সৈফুদ্দিন মণ্ডল গত ১৩ জুন ভোরে স্ত্রী বিলকিস বেগমের (২৬) বুকে ঘুঁষি মারতে মারতে গলা টিপে ধরেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় বধূর। বিলকিসের বাবা, বামুনিয়ারই বাসিন্দা সামাদ আলি মণ্ডল জামাইয়ের বিরুদ্ধে মেমারি থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার পরের দিন থানার এসআই প্রণব বন্দ্যোপাধ্যায় অভিযুক্তকে গ্রেফতার করেন। মোট ১৫ জনের সাক্ষ্যের ভিত্তিতে আদালত সৈফুদ্দিনকে দোষী সাব্যস্ত করে। মামলার বিচার শেষ হল। এ দিন বিচারক যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেন। অভিযুক্তের আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা হাইকোর্টের দ্বারস্থ হব।”
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের। বুধবার সকাল ৭টা নাগাদ বর্ধমানের শাঁখারিপুকুরের কাছে বর্ধমান-আরামবাগ রোডে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, একটি মিনি ট্রাক রাধাগোবিন্দ সাহা (৬৪) নামে বর্ধমান ডাক বিভাগের অবসরপ্রাপ্ত ওই কর্মীকে পিছন থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ট্রাকটিকে আটক করেছে পুলিশ। চালককে গ্রেফতার করা হয়েছে। |