টুকরো খবর |
মালদহে নয়া বিমানবন্দর নিয়ে বৈঠক |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
কোচবিহারের পরে মালদহে নতুন বিমানবন্দর নির্মাণে ‘সদর্থক’ ভূমিকা নিতে চায় জাতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ (এয়ারপোর্ট অথরিটি)। এ জন্য শুক্রবার মালদহে গিয়ে জেলাশাসক অর্চনা ও রাজ্যের সমাজকল্যাণমন্ত্রী সাবিত্রী মিত্রের সঙ্গে বৈঠক করলেন কর্তৃপক্ষের রিজিওনাল এগজিকিউটিভ ডিরেক্টর মনোহরলাল লাকড়া। কর্তৃপক্ষের চেয়ারম্যান বেদপ্রকাশ অগ্রবালের কথায়, “আমরা বেহালার কথা নিশ্চয়ই ভাবছি। তবে বেশি দরকার হল উত্তরবঙ্গে দু’-তিনটি বিমানবন্দর।” মালদহে এক সময়ে বায়ুদূতের ছোট বিমান চলতো। এ দিন বৈঠকের পরে লাকড়া জানান, মালদহে তাঁদের হাতে ১৫৫ একর জমি রয়েছে। কিন্তু পুরোদস্তুর পরিষেবা শুরু করতে আরও ৬২ একর লাগবে। তাঁর কথায়, “রাজ্যকে তা অধিগ্রহণ করে আমাদের বিনা পয়সায় দিতে হবে।” সাবিত্রীদেবী বলেন, “ওই ৬২ একরের বাসিন্দা ২২২টি পরিবারের সঙ্গে কথা বলব। আমি শুনেছি, তাঁরা বিমানবন্দরের জন্য জমি দিতে রাজি।” জেলাশাসকের বক্তব্য, “পুরনো বিমানবন্দরের সংলগ্ন এলাকায় যতটা সম্ভব কম মানুষকে সরিয়ে জমি অধিগ্রহণের চেষ্টা হচ্ছে।” এ দিকে কোচবিহার বিমানবন্দর পুরোপুরি তৈরি হয়ে গেলেও সেখানে মাত্র ক’দিন উড়ান চালিয়ে তুলে নিয়েছে উত্তর-পূর্বের এক সংস্থা। রাজ্যের পরিবহণ-সচিব বি পি গোপালিকা জানিয়েছেন, কোচবিহারে উড়ান চালাতে আবার বেশ ক’টি সংস্থা আগ্রহ প্রকাশ করেছে ও করছে। চূড়ান্ত বাছাই হবে ২১ ডিসেম্বরের পরে।
|
গুলিবিদ্ধ ৫ জওয়ান ও পাচারকারী |
নিজস্ব সংবাদদাতা • দিনহাটা |
সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে সন্দেহভাজন বাংলাদেশি পাচারকারীদের সংঘর্ষে উত্তপ্ত কোচবিহারের দিনহাটার গীতালদহ সীমান্ত এলাকা। বৃহস্পতিবার রাতে ওই ঘটনায় ৫ জন জখম হন। তাঁদের মধ্যে ৪ জন বিএসএফ জওয়ান এবং এক বাংলাদেশের বাসিন্দা আছে। আত্মরক্ষায় জওয়ানরা গুলি চালালে পাচারকারী দলের সদস্য ওই যুবকের ডান পায়ে হাঁটুর কাছে গুলি লাগে। পুলিশ সুপার প্রণব দাস বলেন, “গরু পাচারে বাঁধা পেয়ে বাংলাদেশিরা জওয়ানদের ওপর হামলা চালায় পরিস্থিতির জেরে জওয়ানরা গুলি চালালে বাংলাদেশের বাসিন্দা এক পাচারকারীর পায়ে গুলি লাগে। বাকিরা পালিয়ে যায়। ওই ঘটনায় কয়েক জনও জখম হয়েছেন’’ জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম পাচারকারীর নাম আনোয়ার হোসেন। বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার চর গরক মণ্ডপ গ্রামে। পাচারকারীদের ছোঁড়া পাথর ও বাঁশের আঘাতে বলবীর সিংহ নামে এক বিএসএফ জওয়ান গুরুতর জখম হন। আরও তিন জওয়ান জখম হয়েছেন। তাঁদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গুলিবিদ্ধ পাচারকারীকে কোচবিহার ভর্তি করানো হয় জেলা হাসপাতালে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গিতালদহের সীমান্ত এলাকা দিয়ে ২০-২৫ জনের একদল বাংলাদেশি পাচারকারী গরু পাচারের চেষ্টা করে। ওই সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নেই। টহলদারির সময় ঘটনা নজরে পড়লে সীমান্ত রক্ষী বাহিনীর এক জওয়ান বাঁধা দেন। পাচারকারীরা পাথর ছুঁড়তে শুরু করে। বাঁশ দিয়ে ওই জওয়ানকে মারধর শুরু করে। টের পেয়ে জওয়ানরা ঘটনাস্থলে পৌছলে তাঁদের উপরেও হামলা শুরু হয়।
|
ভোট নিয়ে গোলমাল, জখম পাঁচ |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
ছাত্র সংসদ নির্বাচনের ভোটার লিস্ট তোলাকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ ও ছাত্র পরিষদ সমর্থকদের সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ চত্বর। শুক্রবার দুপুরে ওই সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন সমর্থক জখম হয়েছেন। তাঁদের মধ্যে দ্বিতীয় বর্ষের ছাত্র হিরণ্ময় মধুর নামে এক তৃণমূল ছাত্র পরিষদ সমর্থককে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এদিকে সংঘর্ষের খবর পেয়ে দুপুরেই বিরাট পুলিশ বাহিনী কলেজ চত্বরে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। এই ঘটনার পর এদিন বিকেলে হিরণময়বাবু কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক তথা ছাত্র পরিষদ নেতা প্রসেনজিত সাহা-সহ ৮ জন ছাত্র পরিষদ সমর্থকের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অন্যদিকে, প্রসেনজিতবাবুও রায়গঞ্জ থানায় ৭ জন তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর অভিযোগ দায়ের করেন। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত আইসি মাধবচন্দ্র দাস বলেন, “দু’পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সংঘর্ষের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।” কলেজ সূত্রে জানা গিয়েছে, আগামী ১৬ জানুয়ারি কলেজের ছাত্র সংসদের সাধারণ নির্বাচন হওয়ার কথা। বৃহস্পতিবার নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেন কলেজ কর্তৃপক্ষ। ৩ ও ৪ জানুয়ারি মনোনয়নপত্র তোলা এবং ৬ ও ৭ জানুয়ারি মনোনয় জমা দেওয়ার দিন। এদিন তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকেরা অধ্যক্ষের দফতর থেকে ভোটার লিস্ট তুলে ফিরছিলেন। সেই সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
|
অপহরণে ধৃত দুই |
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
স্কুল ছাত্রীকে অপহরণের অভিয়োগে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে ইসলামপুর থানার পুলিশ মালদহ জেলার চাঁচল থেকে ওই দুজনকে পুলিশ গ্রেফতার করে। স্কুল ছাত্রীটিকেও পুলিশ ওই এলাকা থেকে উদ্ধার করে। গত নভেম্বর মাসের ১০ তারিখে টিউশন পড়ার নাম করে বাড়ি থেকে বার হয়েছিল ১৩ বছর বয়সী ওই ছাত্রী। বাড়ি ইসলামপুর থানার মাটিকুন্ডার বহিরটোলা এলাকায়। সে স্থানীয় এক স্কুলে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। তার পর থেকে ওই ছাত্রী বাড়ি না ফেরায় গত ১১ নভেম্বর ওই কিশোরীর বাবা আহমেদ হুসেন ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করেন। রাতে ইসলামপুর থানার পুলিশ মালদহ জেলার চাঁচলের খানপুর এলাকা থেকে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে বলে ইসলামপুর থানার আইসি সমীর পাল জানান। ওই ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে পুলিশ গ্রেফতার করে। পুলিশ জানায়, ধৃতদের নাম এজাবুল হক এবং হাবিবুর রহমন। দুজনই মালদহের চাঁচলের বাসিন্দা। ধৃতদের শুক্রবার ইসলামপুরের মহকুমা আদালতে তোলা হয়েছে।
|
দ্বিগুণ ভাড়ায় ক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি |
মেখলিগঞ্জে নৌকা পারাপারের ভাড়া দ্বিগুণ হওয়ায় ক্ষোভ বেড়েছে হলদিবাড়িতে। হলদিবাড়ি থেকে তিস্তা নদী পার হয়ে নৌকায় মহকুমা শহর মেখলিগঞ্জে যাতায়াত করেন বহু মানুষ। সম্প্রতি ওই নৌকার ভাড়া দ্বিগুণ হয়ে যাওয়ায় ক্ষোভ সৃষ্টি হয়। হলদিবাড়ির বেলতলি থেকে মেখলিগঞ্জে যাওয়ার একপিঠের ভাড়া জন প্রতি ২০ টাকা করা হয়। মোটর সাইকেল, স্কুটার এবং সাইকেলে পার হওয়ার একপিঠের ভাড়া করা হয় ১০ টাকা। হলদিবাড়ি থেকে মেখলিগঞ্জ যেতে ও আসতে একজনের ৪০ টাকা লাগছে। কারও সঙ্গে দু’চাকার যান থাকলে পারাপারের জন্যে আরও ২০ টাকা লাগছে। আগে এই ভাড়া ছিল জন প্রতি ১০ টাকা। প্রতিটি মোটর সাইকেল এবং সাইকেল পারাপারের জন্য ভাড়া ছিল ৫ টাকা। ফরওয়ার্ড ব্লকের কৃষক সংগঠন অগ্রগামী কিসান সভার হলদিবাড়ি ব্লকের সম্পাদক কমল রায় বলেন, “ভাড়া দ্বিগুণ হওয়ায় সাধারণ যাত্রীষের ওপর চাপ পড়ছে। কৃষকদের উপাদিত ফসল আনতে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে।”
|
অনুপ্রবেশে গ্রেফতার দুই |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশের দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার দুপুরে রায়গঞ্জ থানার পূর্ব নেতাজিপল্লি থেকে তাদের ধরা হয়। ধৃতদের নাম মহম্মদ বাবু ও মহম্মদ আলি। মহম্মদ বাবুর বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানা এলাকায়। মহম্মদ আলির বাড়ি ওই দেশেরই বরিশালের হিজলা থানার মহিশখোলা এলাকায়। ধৃতদেরথেকে একাধিক মোবাইল উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ধৃতরা কাজের খোঁজে বেআইনি ভাবে দক্ষিণ দিনাজপুরে হিলি সীমান্ত দিয়ে ভারতে ঢোকে। এরপর বাসে চড়ে রায়গঞ্জে যায়। রায়গঞ্জ পুর বাসস্ট্যান্ড থেকে বাসে চড়ে তারা অন্যত্র যাওয়ার পরিকল্পনা করেছিল। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত আইসি মাধবচন্দ্র দাস বলেন, “ধৃতরা কাজের খোঁজে না কি তাদের অন্য কারণে ভারতে ঢুকেছিল তা জানতে জেরা করা হচ্ছে।”
|
দু’টি দোকান ছাই |
নিজস্ব সংবাদদাতা • হরিশ্চন্দ্রপুর |
অগ্নিকাণ্ডে দুটি দোকান ছাই হল। মালদহের হরিশ্চন্দ্রপুরে বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ ওই ঘটনাটি ঘটে। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তের পরে দমকল কর্তাদের সন্দেহ শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রথমে একটি ইলেকট্রনিক্সের দোকানে আগুন লাগে। সেখান থেকে ওষুধের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। চাঁচল থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে আগুন নেভায়।
|
হলদিবাড়ি বইমেলা |
নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি |
আগামী মাসে হলদিবাড়িতে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১২ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত বইমেলা চলবে। মেলা কমিটির সম্পাদক চন্দন রায় বলেন, “বইমেলায় মোট ১৯টি প্রকাশনা সংস্থা অংশ নেবে। বইমেলা উপলক্ষে হলদিবাড়িতে ইতিমধ্যে নানারকমের পোস্টার ও দেওয়াল লিখন মেলা কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে। |
|