|
চুলের রাজ্যে
মার মার কাট কাট
চুলের ও পেশার ধরন বুঝে হেয়ার কাট বাছুন।
বললেন ল’রিয়েল-এর আলিপুর শাখাপ্রধান একতা ভট্টাচার্য |
|
|
পুজো শেষ, খ্রিস্ট পুজো আরম্ভ, বাঙালির ফুর্তির কোনও কমতি নেই। এখন সবাই পার্টি মুডে আছে। মধ্যবিত্ত, উচ্চবিত্ত, পুরোবিত্ত যে যার মতো পার্টির ব্যবস্থায় মত্ত এবং তার সাজগোজ নিয়ে পুরোদস্তুর চিন্তিত। শীতে আপনার চুলের স্টাইল এবং রং কোন হিরো-হিরোইনের মতো হবে সে নিয়ে নেটে খোঁজপত্তর শুরু হয়ে গেছে।
চুলের কাট এবং স্টাইল দু’টিই নির্ভর করে আপনার চুলের ধরন কী রকম তার ওপর। অর্থাৎ চুলটি বেশি সোজা না কোঁকড়ানো, না হালকা ঢেউ খেলানো। আপনার ইচ্ছামত চুলের কাট হবে সেই ভাবনাচিন্তা বাদ দিন। হেয়ার স্টাইলিস্ট সিদ্ধান্ত নেবেন আপনার চুলের কাট কী রকম হবে। আপনার গায়ের রং, ব্যক্তিত্বের ধরন, এবং কী ধরনের কাজ আপনি করেন বা কিছুই করেন না, সব ক’টি কারণের ওপর নির্ভর করবে সম্পূর্ণ একটি হেয়ার স্টাইল।
|
ক্যাটরিনা কাইফের মতো স্ট্রেট হেয়ার
স্ট্রেট হেয়ারের ফ্যাশন চির দিনই আছে। খোলা চুলের সৌন্দর্য সর্বাধিক। কিন্তু খোলা চুলের ভলিউম না থাকলে তা কখনওই ভাল লাগে না। অভিনেত্রী ক্যাটরিনা কাইফের খোলা চুল খুব ভাল লাগে তার দু’টো কারণ আছে। এক, তাঁর নিজস্ব যথেষ্ট ভলিউম আছে এবং দুই, চুলের ধরনটি একটু ওয়েভি। এটির জন্য সৌন্দর্য অন্য মাত্রা পেয়েছে। চুলটি যখন খোলা থাকে তখন সুন্দর একটি ‘ফল’ দেখা যায়। সামনে ফ্রিঞ্জ কাটা আছে, ফলে সমস্ত চুলটির মধ্যে একটি ‘বাউন্সি লুক’ লক্ষ করা যায়। |
|
|
ছেলেদের জন্য
এ বার আসি ছেলেদের কথায়। ছেলেদের খুব ছোট হেয়ার কাট এখন বেশি চলছে। যেমন ধোনি। ছোট হেয়ার কাটের সঙ্গে বিভিন্ন স্টাইলিং প্রডাক্ট ব্যবহার করে চুলে স্পাইক করাটা ক্রিকেট ও ফিল্ম জগতের প্রধান ফ্যাশন। শাহিদ কপূর-এর মতো ছোট হেয়ার কাট এখন সকলের পছন্দ। আর সলমন খানের মতোদেহ সৌষ্ঠব হলে শুধু মাত্র ব্যাক ব্রাশই যথেষ্ট।
শীতকালে চুলে যে কোনও লাউড কালার আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন। সারা বছর সবাই ভয়ে ভয়ে রং লাগান। শীতকালে সেই বাধাটি কেটে যায় পার্টিপার্বণে। ব্লন্ড, চেস্টনাট, ম্যাজেন্টা রেড এই রংগুলি খুবই প্রাধান্য পায়। এ ছাড়া যাঁরা আরও সাহসী হতে চান, তাঁরা বেগুনী, সবুজ রঙের হেয়ার এক্সটেনশন লাগিয়ে নিতে পারেন এক-দু’দিনের জন্য। সুতরাং, এই মরশুমে যেমন খুশি রং মাখুন। |
|
|
যাদের চুল পাতলা
চুলে গোছ বা ভল্যুম কম থাকলে তাকে লম্বা না করে একটু ছোট করে কেটে নেওয়া ভাল। এতে মনে হয় ভল্যুমটি ঠিক আছে। আর অনেক লম্বা চুল, অথচ গোছ নেই এটা দেখতে খারাপ লাগে। অনেকে পছন্দ করেন একটু বেশি ছোট চুল। তাঁদের জন্য ব্লান্ট কাটটি খুব ভাল মানায়। সামনের দিকে সেমি-মাশরুম কাট থাকলে খুবই সুন্দর লাগে। |
|
|
কঙ্গনা রানাওয়াত (কোঁকড়ানো, কার্লি)
যাঁদের চুল খুব কোঁকড়ানো, তাঁদের চুল স্ট্রেট করিয়ে তার পর কোনও কাট বা স্টাইল করা সম্ভব। এ ছাড়া অন্য কোনও উপায় নেই। যাঁদের একটু ওয়েভি কার্লি, যেমন কঙ্গনা রানাওয়াত, তাঁদের স্ট্রেট করার দরকার নেই। তাঁদের জন্য জরুরি হল ভাল করে স্টাইলিং করা। স্টাইলিং যথাযথ না হলে একটু পরে চুলটি সম্পূর্ণ এলোমেলো হয়ে যাবে। সেটি ভাল লাগে না। |
|
|
প্রিয়ঙ্কা চোপড়া
যদি চুলের গুণগত মান খুব ভাল হয়, ভলিউম থাকে বেশি, অথচ ছোট করতে চান, তাঁরা পিছনে লেয়ারস কেটে সামনে ছোট ছোট ফ্রিঞ্জ কাটতে পারেন। এই কাটটি প্রিয়ঙ্কাকে যেমন মানায়, আপনাকেও তেমনই মানাবে। |
|
|
পঁয়তাল্লিশোর্ধ্ব
তাঁরা অনুগ্রহ করে সামনে সিঁথি কাটা বন্ধ করে পাশে সিঁথি করুন। এক ধাক্কায় বয়স দশ বছর কমে যাবে। যাঁদের চুল পাতলা, অথচ শখ আছে, তাঁরা স্টেপ করে কাটিয়ে নিন। খুব সুন্দর লাগবে। এই কাটটি পনেরো থেকে পঞ্চান্ন সকলকে মানায়। |
|
|
সাক্ষাৎকার: কস্তুরী মুখোপাধ্যায় ভারভাদা |
|