|
|
|
|
পিটিটিআই |
প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়োগে অগ্রাধিকার, ঘোষণা ব্রাত্যর |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যে প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগে পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে বলে শুক্রবার বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি আরও জানান, প্রাথমিকে অতিরিক্ত শিক্ষক পদে নিয়োগে পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত এবং পার্শ্ব শিক্ষকদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ থাকবে।
এ দিন বিধানসভার প্রশ্নোত্তর পর্বে ফরওয়ার্ড ব্লক বিধায়ক তাজমুল হোসেন শিক্ষামন্ত্রীর কাছে জানতে চান, পিটিটিআই ছাত্রছাত্রীদের পেশাগত ক্ষেত্রে কোনও সমস্যা
আছে কিনা এবং প্রাথমিক শিক্ষক নিয়োগে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে কিনা। ব্রাত্যবাবু জবাবে বলেন, “সমস্যা নেই। পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে যাঁরা ব্রিজ কোর্স শেষ করেছেন, তাঁদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। আর অতিরিক্ত শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে তাঁদের এবং পার্শ্ব শিক্ষকদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ থাকবে।”
তাজমুলের আরও বক্তব্য, পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্তদের যাঁদের বয়স ৪০-৪২, তাঁরা যখন মাধ্যমিক পাশ করেছিলেন, তখন ওই
পরীক্ষায় বেশি নম্বর উঠত না। সাম্প্রতিক কালে যাঁরা পিটিটিআই প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদের
মাধ্যমিকের নম্বর ৪০-৪২ বছর বয়সীদের থেকে বেশি। ফলে প্রাথমিকে শিক্ষক নিয়োগে মাধ্যমিকের নম্বর দেখা হলে পুরনো পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্তরা অসুবিধায় পড়বেন। ব্রাত্যবাবু বলেন, “ওই বৈষম্যের সমাধান এখনও বার করতে পারিনি। তবে ওই ৪০-৪২ বছর বয়সীদের শিক্ষক পদে না হলেও শিক্ষাকর্মী পদে বা অন্য কোথাও সুযোগ দেওয়া যায় কি না, দেখব।” |
|
|
|
|
|