|
|
|
|
ধান কিনতে কেন্দ্র দিচ্ছে ২০০ কোটি |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য রাজ্যকে ২০০ কোটি টাকা দিচ্ছে কেন্দ্র। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক শুক্রবার জানিয়েছেন, এই টাকা পেলে রাজ্যের কৃষকদের অভাবী বিক্রির সমস্যার কিছুটা সুরাহা হবে।
বুধবার দিল্লিতে পাঁচ রাজ্যের খাদ্যমন্ত্রীদের বৈঠকে ডেকেছিলেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী কে ভি টমাস। বৈঠকে অসম, বিহার, উত্তরপ্রদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রীও ছিলেন। জ্যোতিপ্রিয় বলেন, প্রতিটি রাজ্যেই এ বার রেকর্ড পরিমাণ ধানের উৎপাদন হয়েছে। ফলে সর্বত্রই ধানের দাম পড়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের কৃষকদের অভাবী বিক্রি বন্ধ করতে কেন্দ্রের কাছে ১০০০ কোটি টাকা অর্থ সাহায্য চান জ্যোতিপ্রিয়। সেই টাকা কিস্তিতে কেন্দ্রকে পরিশোধ করে দেওয়া হবে বলেও তিনি টমাসকে আশ্বাস দেন। তাঁর যুক্তি, পশ্চিমবঙ্গের আর্থিক পরিস্থিতি সঙ্গীন। তাই ধান কিনতে বিশেষ আর্থিক সাহায্য দেওয়া উচিত। দীর্ঘ আলোচনার পরে খাদ্য মন্ত্রক ২০০ কোটি টাকা দিতে সম্মত হয়।
বিভিন্ন জেলায় ‘অভাবী বিক্রি’-র প্রতিবাদে চাষিরা ধান পুড়িয়ে দিচ্ছে। কোথাও পথ অবরোধও করা হচ্ছে। এ নিয়ে প্রায় প্রতিদিনই জেলায় জেলায় প্রতিবাদ জানাচ্ছে বামেরা। ধানের দাম পড়ে যাওয়ার ব্যাপারে জেলা থেকে আসা তৃণমূলের বিধায়করাও এ দিন জ্যোতিপ্রিয়র কাছে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, কৃষকদের চাষের খরচ উঠছে না। তারা খাবে কী?
খাদ্যমন্ত্রী তাঁদের বলেন, “রাজ্য সরকার যথাসাধ্য চেষ্টা করছে। কিন্তু পার্শ্ববতী ঝাড়খণ্ড, বিহারেও ধানের দাম পড়ে যাওয়ায় সঙ্কট আরও বেড়েছে। এই সুযোগে চালকল মালিকরাও কম দামে চাল কেনার চেষ্টা করছেন।” মন্ত্রী আরও বলেন, গণ-বণ্টন ব্যবস্থায় দুর্নীতি বন্ধ
করতে খাদ্য দফতর ধান কেনার ক্ষেত্রে চেকের মাধ্যমে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
|
তফসিলিদের অম্বেডকর মেধা পুরস্কার আজ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যের তফসিলি জাতি ও উপজাতির এক হাজার ছাত্রছাত্রীকে অম্বেডকর মেধা পুরস্কার দেওয়া হচ্ছে। গত বছর রাজ্য সরকার এই পুরস্কার চালু করে। অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী উপেন্দ্রনাথ বিশ্বাস শুক্রবার মহাকরণে জানান, মাধমিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে মেধা এবং জনসংখ্যার অনুপাতের ভিত্তিতেই পুরস্কার প্রাপকের সংখ্যা নির্দিষ্ট করা হয়েছে। প্রাপকদের প্রত্যেককে নগদ পাঁচ হাজার টাকা, শংসাপত্র এবং অম্বেডকরের একটি সংক্ষিপ্ত জীবনী উপহার দেওয়া হবে। শনিবার কাঁকুড়াগাছির অম্বেডকর ভবনে পুরস্কৃত করা হবে কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনার ছাত্রছাত্রীদের। অন্যান্য জেলাতেও অনুষ্ঠান করে পুরস্কার দেওয়ার ব্যবস্থা হয়েছে। পুরস্কারপ্রাপ্ত ছাত্রছাত্রীদের নানা ধরনের প্রশিক্ষণও দেওয়া হবে। |
|
|
|
|
|