টানা ১১ বছর ধরে এসএফআইয়ের দখলে থাকা সারেঙ্গার পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ এ বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করল তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। এসএফআই এ বার কোনও আসনেই প্রার্থী দিতে না পারায় টিএমসিপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
কলেজ সূত্রে জানা গিয়েছে, সেখানে ছাত্র সংসদের মোট আসন ১৬টি। আগামী ২১ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল। বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। কলেজের টিচার-ইন-চার্জ প্রদ্যুৎকুমার রায় শুক্রবার বলেন, “১৬টি আসনের মধ্যে ১৫টিতে টিএমসিপি-র মনোনয়নপত্র জমা পড়েছিল। আর কোনও প্রার্থী না থাকায় তাঁদের জয়ী বলে ঘোষণা করা হয়েছে।”
একই ভাবে বাঁকুড়া খ্রিস্টান কলেজের ছাত্র সংসদেও ২৪টি আসনের মধ্যে ২৩টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন টিএমসিপি প্রার্থীরা। দীর্ঘ দিন পরে গত বছরই প্রথম বার ওই কলেজের ছাত্র সংসদ এসএফআইয়ের হাত থেকে ছিনিয়ে নিয়েছিল টিএমসিপি। শুক্রবার ওই কলেজের ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র প্রত্যাহার করার শেষ দিন ছিল। এসএফআই মনোনয়ন পত্র জমা করেনি। কলেজের অধ্যক্ষ রিচার্ড রবীন্দ্রনাথ বাজপেয়ী বলেন, “২৪টি আসনের মধ্যে ২৩টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে পূর্ব নিধারিত ২১ ডিসেম্বরে।”
এসএফআইয়ের বাঁকুড়া জেলা সম্পাদক ধর্মেন্দ্র চক্রবর্তী ও জেলা সভাপতি অভীক মিশ্রের অভিযোগ, “টিএমসিপি-র সন্ত্রাসে জেলার অধিকাংশ কলেজেই নির্বাচন করার মতো গণতান্ত্রিক পরিবেশ নেই। এমনকী ছাত্রছাত্রীদের জীবনহানির আশঙ্কাও রয়েছে। তাই আমরা নির্বাচনে প্রার্থী দিইনি।” এই অভিযোগ অস্বীকার করে টিএমসিপি-র জেলা সভাপতি শিবাজি বন্দ্যোপাধ্যায়ের দাবি, “হার নিশ্চিত জেনেই এ বার এসএফআই প্রার্থী দেওয়ার সাহস দেখায়নি। জেলার বেশির ভাগ কলেজে ওরা ঝান্ডা ধরার জন্য কাউকে পাচ্ছে না বলেই এ সব মিথ্যা অভিযোগ করছে।” |