দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হয়েছেন সিপিআই (এমএল)-এর নদিয়া জেলা কমিটির নেতা বিজয় সাহা এবং স্থানীয় কৃষক নেতা ঝনা দফাদার। নকশাল পন্থী ওই সংগঠনের রাজ্য সম্পাদক পার্থ ঘোষের অভিযোগ, স্থানীয় ‘কংগ্রেস ও তৃণমূল’ আশ্রিত দুষ্কৃতীরা শুক্রবার বিকেলে ওই দু’জনকে বেধড়ক মারধর করে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, “বেশ কিছু দিন ধরেই ওই দুষ্কৃতীরা স্থানীয় চাষিদের জমি থেকে উচ্ছেদের চেষ্টা করছিল। এ দিন তারই প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে মিছিল বের করা হয়। সেই সময়ে মিছিলে চড়াও হয়ে ওই দুই নেতাকে বেধড়ক মারধর করা হয়।” তাঁর অভিযোগ, পুলিশকে জানানো সত্ত্বেও সাড়া দেয়নি তারা। নকশাল পন্থী ওই সংগঠনের পক্ষ থেকে অভিযোগ রয়েছে জেলা প্রশানের বিরুদ্ধেও।
|
গরু নিয়ে যাওয়ার সময় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটে নদিয়ার কল্যাণী থানার ঈশ্বর গুপ্ত সেতুর কাছে। ধৃতের নাম কদমরসুল মণ্ডল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোর সাড়ে তিনটে নাগাদ একটি গাড়িতে ২৩টি গরু উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ জানায়, যথাযথ কাগজপত্র না থাকায় ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে গাড়িটিও। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
শুক্রবার রাতে বহরমপুরের গোপাল ঘাটের কাছ থেকে প্রদীপ ঘোষ নামে এক ব্যক্তি তাঁর টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ করেছেন। তিনি জানান, দুই দুষ্কৃতী হাত দেখিয়ে তাঁকে গাড়ি থামাতে বাধ্য করে। তারপরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ছিনতাই করে পালায়। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। |