|
|
|
|
পূর্বের ১৯টি পঞ্চায়েতে একশো |
দিনের প্রকল্পের দায়িত্ব বিডিওকে |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
একশো দিনের প্রকল্প রূপায়ণে ব্যর্থ হওয়ায় পূর্ব মেদিনীপুর জেলার ১৯টি গ্রাম পঞ্চায়েতে এই কাজের দায়িত্ব সংশ্লিষ্ট বিডিওদের হাতে তুলে দিল জেলা প্রশাসন। ১৯টি পঞ্চায়েতের মধ্যে ৯টি আবার খোদ শাসকদল তৃণমূলেরই দখলে। স্বভাবতই সরকারের এই সিদ্ধান্তে অস্বস্তিতে পড়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন প্রসঙ্গ এড়িয়ে বলেন, “এই নিয়ে এখনও কিছু জানায়নি জেলা প্রশাসন।”
১৯টি পঞ্চায়েতের মধ্যে বাকি ১০টি রয়েছে সিপিএমের দখলে। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তথা জেলা পরিষদের বিরোধী দলনেতা নিরঞ্জন সিহি বলেন, “এই প্রকল্পে সহায়ক ভূমিকা পালন করে পঞ্চায়েত। যদি পঞ্চায়েত তার দায়িত্ব যথাযথ ভাবে পালন না করে তবে, প্রশাসনের উচিত ছিল তাকে সেই কাজে দক্ষ করে তুলতে সাহায্য করা। কিন্তু তা না করে যে ভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষমতা কেড়ে প্রশাসনিক আধিকারিকদের দায়িত্ব দেওয়া হল, তাতে আমলাতান্ত্রিকতা আরও বেড়ে যাবে। এতে পঞ্চায়েতের ভূমিকা খর্ব করা হয়েছে।”
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, একশো দিনের কাজের প্রকল্প নিয়ে গত ১৫ নভেম্বর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিশির অধিকারী-সহ দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকেই মুখ্যমন্ত্রী একশো দিনের কাজের প্রকল্প রূপায়ণে যে সব পঞ্চায়েত পিছিয়ে রয়েছে, তাদের তালিকা তৈরি করার নির্দেশ দেন। ব্যর্থ পঞ্চায়েতগুলিতে প্রকল্প রূপায়ণের পূর্ণ দায়িত্ব বিডিওদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এরপরেই জেলার ২২৩টি র মধ্যে ‘পিছিয়ে পড়া’ ১৯টি গ্রাম পঞ্চায়েত চিহ্নিত করে প্রশাসন। গত ১৩ ডিসেম্বর চিঠি দিয়ে সংশ্লিষ্ট ব্লকের উন্নয়ন আধিকারিকদের হাতে প্রকল্পের দায়িত্ব তুলে দেন অতিরিক্ত জেলাশাসক। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত আর্থিক বছরের মোট খরচের ২৫ শতাংশও চলতি বছরে খরচ করতে পারেনি ও শ্রমিকদের পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে রয়েছেএমন ১৯টি পঞ্চায়েতকে বেছে নেওয়া হয়েছে। সিপিএম পরিচালিত ১০টি ও তৃণমূল পরিচালিত ৯টি পঞ্চায়েত রয়েছে সেই তালিকায়। সিপিএম পরিচালিত পঞ্চায়েতের মধ্যে রয়েছে পাঁশকুড়া ১ ব্লকের গোবিন্দনগর, খণ্ডখোলা, পাঁশকুড়া ১, রাধাবল্লভচক, কোলাঘাট ব্লকের খন্যাডিহি, সিদ্ধা ২, তমলুকের অনন্তপুর ২, পটাশপুর ১ ব্লকের বরহাট, হলদিয়ার দেভোগ ও খেজুরি ১ ব্লকের কলাগেছিয়া। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলির মধ্যে রয়েছে পাঁশকুড়া ১ ব্লকের পুরুষোত্তমপুর, কোলাঘাটের বৃন্দাবনচক, তমলুক ব্লকের শ্রীরামপুর ২, কাঁথির দেশপ্রাণ ব্লকের বসন্তিয়া, ধোবাবেড়িয়া, পটাশপুর ১ ব্লকের গোকুলপুর, হলদিয়া ব্লকের বাড়উত্তরহিংলি, সুতাহাটার আশদতলিয়া, কাঁথি ১ ব্লকের বাদলপুর। |
|
|
|
|
|