বক্সিং ডে টেস্টের আগে অস্ট্রেলিয়া সফরের প্রথম প্রস্তুতি ম্যাচে সচিন-ভক্তদের জন্য সুখবর। আজ তাঁর ব্যাট থেকে এল অপরাজিত ৯২। অন্য দিকে আজই অস্ট্রেলিয়ার এক প্রথম সারির দৈনিক জানাচ্ছে, প্রথম টেস্টের আগে সচিন-ভীতি কাটাতে মাইকেল ক্লার্কের টিমের ক্লাস নেবেন গ্রেগ চ্যাপেল। বলা হচ্ছে, প্রাক্তন ভারতীয় কোচ ভারত এবং সচিন তেন্ডুলকর সম্পর্কে অনেক অজানা তথ্য অস্ট্রেলীয়দের দিতে পারবেন। সম্প্রতি তাঁর আত্মজীবনী ‘ফিয়ার্স ফোকাস’ বইয়ে সচিনকে নিয়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন চ্যাপেল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বরাবরই সফল সচিন। ৩১ টেস্ট খেলে করেছেন ১১টা সেঞ্চুরি, গড় ৬০. ৬। এই সফরের শুরুটাও সচিন সচিনের মতোই করলেন। ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যানস্ ইলেভেনের বিরুদ্ধে দু’দিনের ম্যাচের দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে ১৩২ বলে ১৫টা বাউন্ডারি-সহ করলেন ৯২। |
ক্যানবেরায় ৯২ করার পথে সচিন। ছবি: রয়টার্স |
বিপক্ষের ৩৯৮-৬-এর জবাবে ভারত সারা দিনে তুলল ৮ উইকেটে ৩২০। রান পেয়েছেন ভিভিএস লক্ষ্মণ (৫৭ নট আউট), রাহুল দ্রাবিড় (৪৫) আর রোহিত শর্মাও (৫৬ নট আউট)। দিনের ২১তম ওভারে গৌতম গম্ভীর (৩৫) আউট হলে নামেন সচিন। খেলেন ৩৯ ওভার পর্যন্ত। লক্ষ্মণের সঙ্গে চতুর্থ উইকেটে সচিন তোলেন ১৩২। লক্ষ্মণ নিজে নিখুঁত ব্যাটিংয়ে ৫০ করেন ৬৬ বলে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার অনভিজ্ঞ বোলাররা সচিনদের বিরুদ্ধে বল করার সুযোগ পেয়েই খুশিতে ডগমগ। লেগস্পিনার ক্যামেরন বয়েস যেমন বলেছেন, “এত দিন ধরে ভাল খেলছে তেন্ডুলকর! ওর মতো একজনকে আর দ্রাবিড়-লক্ষ্মণদের বল করতে পারাটা দারুণ একটা অভিজ্ঞতা। ওদের ব্যাটিং স্টাইলও দেখার মতো।” |