ধ্যানচাঁদ না সচিন তেন্ডুলকর? কোন ক্রীড়াবিদ পেতে চলেছেন দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন, তা নিয়ে তর্ক শুরু হয়ে গেল। আজ শুক্রবার কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, এ বার থেকে ক্রীড়াবিদরাও ভারতরত্নের জন্য বিবেচিত হবেন। স্পষ্টতই জনপ্রিয়তার নিরিখে সচিন এগিয়ে ধ্যানচাঁদের চেয়ে। ধ্যানচাঁদের হয়ে যুক্তি, ভারতকে আন্তর্জাতিক খেলাধুলোর মানচিত্রে প্রতিষ্ঠা করার পিছনে তাঁর অবদান অনেক বেশি। তিন-তিনটে অলিম্পিক থেকে দেশকে সোনার পদক এনে দিয়েছেন হকির কিংবদন্তি। আরও বলা হচ্ছে, ক্রিকেট অলিম্পিকে স্বীকৃত খেলা নয়। সচিনের পক্ষে পাল্টা যুক্তি, এ দেশে ক্রিকেট জনপ্রিয়তম খেলা। ধর্মের মতো। সেই খেলায় গোটা বিশ্বে সচিনের শ্রেষ্ঠত্ব নিয়ে কোনও প্রশ্ন নেই। রেকর্ডবই-ই তার প্রমাণ। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন জানাচ্ছেন, সচিন এবং ধ্যানচাঁদ দু’জনেই ক্রীড়াবিদ হিসেবে ভারতরত্ন পাওয়ার যোগ্য। বলেছেন, “এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীই নেবেন। তিনিই রাষ্ট্রপতির কাছে নাম সুপারিশ করবেন।” সচিন এবং ধ্যানচাঁদ দু’জনেরই ভারতরত্ন পাওয়া উচিত বলে মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্ল, বিজেপি নেতা প্রকাশ জাভড়েকর, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা। আবার ধ্যানচাঁদকে ভারতরত্ন দেওয়ার পক্ষে সওয়াল করেছেন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী।
|
ভারত ধারাবাহিক ভাল খেললে অস্ট্রেলিয়ায় সফল হবে বলে মনে করছেন রাহুল দ্রাবিড়। “শুরুটা ভাল করতে হবে। অনেকের ধারাবাহিক ভাবে খেলার মধ্যেই সাফল্যের চাবিকাঠি রয়েছে। ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে সিরিজ জেতা যাবে না। তিন-চার জন বোলারের পাশাপাশি তিন-চার জন ব্যাটসম্যানকে দায়িত্ব নিতে হবে।” শেষ ছ’মাস রানের মধ্যে থাকলেও সেটা নিয়ে আত্মতুষ্ট নন দ্রাবিড়। বলছেন, অতীত খ্যাতি কাজে আসে না। রান করতে গেলে দরকার কঠিন প্রস্তুতি। এ দিকে, ইশান্ত শর্মার ফিটনেস নিয়ে সংশয় উস্কে দিয়ে ক্যানবেরার এক চিকিৎসকের কাছে তাঁর চোট দেখাতে গেলেন ভারতীয় পেসার। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইশান্তের বল করার সম্ভাবনা প্রায় নেই।
|
ধনুর পুনিত গৌতমের অপরাজিত সেঞ্চুরির দৌলতে অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফির তিন দিনের ম্যাচে ৩ পয়েন্ট পেল বাংলার জুনিয়র ক্রিকেটাররা। রাজবাড়ি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে ত্রিপুরার প্রথম ইনিংসের ১৯৭ রানের জবাবে বাংলা ২৪৫ রানে এদিন প্রথম ইনিংস শেষ করে। ডি পি গৌতম ১০৫ রানে অপরাজিত থাকেন। ত্রিপুরার আর বি সিংহ ৫৯ রানে ৫ উইকেট নেন। তিন দিনের ম্যাচের এদিন ছিল শেষ দিন। খেলা শেষ হওয়ার সময় দ্বিতীয় ইনিংসে ত্রিপুরার স্কোর ছিল ১ উইকেটে ৪ রান। প্রথম ইনিংসে এগিয়ে থাকায় এই ম্যাচ থেকে বাংলা ৩ পয়েন্ট পেল। ত্রিপুরার ১ পয়েন্ট।
|
কর্পোরেট জগতের বড় কর্তাদের জন্য গল্ফ টুর্নামেন্ট। টেক সলিউশনস ওয়ার্ল্ড কর্পোরেট গল্ফ চ্যালেঞ্জে প্রথম বার অংশ নিতে চলেছে কলকাতা। আজ থেকে টলি ক্লাবে শুরু টুর্নামেন্টের প্রথম দুই দল আগামী বছর ১০ এবং ১১ এপ্রিল জাতীয় ফাইনাল খেলতে যাবে তাইল্যান্ডে। সেখানে জিতলে থাকছে কর্পোরেট দলদের ওয়ার্ল্ড গল্ফ চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ।
|
ক্রিকেটের আইপিএলের মতো আইআরএল অর্থাৎ প্রথম ইন্ডিয়ান রেসিং লিগে আই ওয়ান সুপার সিরিজের উদ্বোধন হচ্ছে ১৯ ডিসেম্বর, আবুধাবির ইয়াস মারিনা সার্কিটে। ফর্মূলা ওয়ানের ধাঁচে মোটরস্পোর্টসের নতুন লিগে অংশ নেবে দেশের ন’টা শহর থেকে ন’টা দল। প্রত্যেক দলের হয়ে গাড়ি চালাবেন এক জন বিদেশি ড্রাইভারের পাশাপাশি এক জন ভারতীয়ও।
|
শেষ ষোলোয় কঠিন ড্র পেল চ্যাম্পিয়ন্স লিগে ইংল্যান্ড থেকে টিকে থাকা দুই ক্লাব চেলসি এবং আর্সেনাল। ১৪ ফেব্রুয়ারি ২০১২-তে শুরু নকআউট পর্বের প্রথমেই ইপিএলের দুই ক্লাবের লড়াই ইতালির সেরা দুটো দলের বিরুদ্ধে। ম্যাঞ্চেস্টার সিটি-কে হারিয়ে শেষ ষোলোয় ওঠা নাপোলি-র মুখোমুখি হবে চেলসি। আর্সেনালের প্রথম প্রতিপক্ষ ‘সিরি আ’ চ্যাম্পিয়ন এসি মিলান।
|
আগামী মরসুমে ফোর্স ইন্ডিয়ার হয়ে ফর্মুলা ওয়ানে থাকছেন না আদ্রিয়ান সুটিল। টানা ছ’বছর ফোর্স ইন্ডিয়ার ড্রাইভার থাকার পর বাদ পড়লেন তিনি। ২০১২-তে ফোর্স ইন্ডিয়ার দুই ড্রাইভার পল দি’রেস্তা এবং নিকো হাল্কেনবার্গ।
|
ডেভিড ওয়ার্নার স্বীকার করলেন, পিঠের ব্যথার জন্য এখনও তাঁর নড়াচড়ায় অসুবিধা হচ্ছে। চোট সারেনি দুই পেসার জেমস প্যাটিনসন আর পিটার সিডলেরও। যা অবস্থা, তাতে সাইমন কাটিচকে ফেরানোর কথা শোনা যাচ্ছে। অধিনায়ক মাইকেল ক্লার্ক নাকি নির্বাচকদের সঙ্গে কথা বলেছেন। প্রসঙ্গত মে মাসেই তাঁর চুক্তি বাতিল হওয়ায় ছত্রিশ বছরের কাটিচ ক্ষিপ্ত হয়ে আঙুল তুলেছিলেন ক্লার্কের দিকেও।
|
• মুর অ্যাভিনিউ স্যান্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট শুরু কাল টালিগঞ্জ কর্পোরেশন পার্কে। ১৬ দলের প্রতিযোগিতা শেষ ২২ জানুয়ারি।
• আহিরিটোলা ইউথ সুইমিং ক্লাবের ১৪ কিলোমিটার সাঁতার ১৮ ডিসেম্বর রবিবার পানিহাটির ঘাটে। |