টুকরো খবর
দুর্নীতির অভিযোগে বিক্ষোভ পঞ্চায়েতে
বিভিন্ন প্রকল্পে ‘দুর্নীতি’র অভিযোগ তুলে হুগলির গুপ্তিপাড়া-২ পঞ্চায়েতের বিরুদ্ধে সরব হল গ্রামবাসীরা। শুক্রবার দুপুর থেকে তৃণমূল পরিচালিত ওই পঞ্চায়েতের মহিলা প্রধানকে ঘেরাও করে রাখা হয়। শেষ পর্যন্ত প্রধানের আশ্বাসে বিক্ষোভ থামে। বেলা ১২টা নাগাদ কয়েকশো গ্রামবাসী পঞ্চায়েতে জড়ো হন। তাঁরা অভিযোগ তোলেন, ১০০ দিনের কাজ মিলছে না। ইন্দিরা আবাস প্রকল্পের টাকা পাওয়া যাচ্ছে না। কেন্দ্রীয় প্রকল্পের চাল বিপিএল তালিকাভুক্তদের হাতে পৌছচ্ছে না। বিকেল ৪টে পর্যন্ত ঘেরাও চলে। তবে, জয়েন্ট বিডিও অনিল আচার্য এবং পঞ্চায়েত সমিতির সভাপতি অসীম রায়ের সঙ্গে প্রধানের পূর্ব নির্ধারিত বৈঠকে বাধা দেননি বিক্ষোভকারীরা। চায়নাদেবীর বক্তব্য, “আমরা সাধ্যমতো চেষ্টা করছি। তবে, সরকারি নিয়মের বাইরে তো যেতে পারি না। আসলে কিছু লোক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে গ্রামবাসীদের ভুল বুঝিয়ে এই পরিস্থিতি তৈরি করে। ওরা পঞ্চায়েতে প্রশাসনিক বৈঠক বানচাল করতেই এটা করেছে।” অসীমবাবু অবশ্য বলেন, “ওখানে গ্রামবাসীদের বিভিন্ন সমস্যা রয়েছে। সমাধানের চেষ্টা হচ্ছে।”

চুঁচুড়া আদালতের এজলাসে আগুন
কম্পিউটারের যন্ত্রাংশে শর্ট সার্কিট হয়ে আগুন লাগল চুঁচুড়ায় জেলা দেওয়ানি আদালতের বিচারকের এজলাসে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে। খবর পেয়ে দমকল আসে। তবে তার আগেই আদালত-কর্মীদের তৎপরতায় আগুন নিভে যায়। আদালত সূত্রের খবর, এ দিন বিকেল ৫টা নাগাদ দ্বিতীয় দেওয়ানি আদালতের (জুনিয়র ডিভিশন) একটি কম্পিউটার থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। দমকলের এক কর্তা বলেন, “শর্ট সার্কিট থেকেই ওই আগুন। লোকজন ছিল বলে সহজে নিভিয়ে ফেলা গিয়েছে। রাতে বা ছুটির দিনে হলে এই আগুনই বড় চেহারা নিতে পারত।” আইনজীবীদের বক্তব্য, আদালতে অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই। অগ্নিনির্বাপক ব্যবস্থা ঢেলে সাজার দাবি তোলেন তাঁরা।

ছাত্র পরিষদের নেতাকে মারধর
ছাত্র পরিষদের এক নেতাকে মারধরের অভিযোগ উঠল টিএমসিপি-র বিরুদ্ধে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে পাণ্ডুয়ার খন্যানে। জখম দেবাশিস শী ছাত্র পরিষদের জেলা সহ-সভাপতি। খন্যান বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের বিএ প্রথম বর্ষের এই ছাত্রকে ভর্তি করা হয় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। টিএমসিপি-র কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে পাণ্ডুয়া থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। ছাত্র পরিষদের নেতা শুভাশিস দত্ত বলেন, “দেবাশিসের নেতৃত্বে ওই কলেজে আমাদের সংগঠন বাড়ছে বলেই ওঁর উপরে পরিকল্পিত হামলা হল।” টিএমসিপি-র জেলা সভাপতি শুভজিৎ সাউ অবশ্য বলেন, “মিথ্যা অভিযোগ। ওই নেতাই প্রথমে আমাদের একজনকে মারে। আমাদের ছেলেরা প্রতিরোধ করেছে মাত্র।”

উদয়নারায়ণপুরে দুর্ঘটনা
—নিজস্ব চিত্র।
সামনের চাকা ফেটে একটি বাস রাস্তার ধারে নয়ানজুলিতে উল্টে গেলে ১২ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার উদয়নারায়ণপুরের চিত্রসেনপুরে। আহতদের স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। পুলিশ জানায়, উদয়নারায়ণপুরের ডিহিভুরসুট থেকে যাত্রিবোঝাই বাসটি উদয়নারায়ণপুর-আমতা রোড ধরে হাওড়ার দিকে যাচ্ছিল। চাষের কাজে ব্যস্ত খেতমজুররা যাত্রীদের উদ্ধার করেন। পুলিশও আসে। বাসের চালক পলাতক বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী টিএমসিপি
খানাকুলের রাজা রামমোহন কলেজের ছাত্র সংসদের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল টিএমসিপি। কলেজ সূত্রের খবর, ২৮টি আসনের সব ক’টিতে কেবল মাত্র তৃণমূল ছাত্র পরিষদের প্রার্থীরাই মনোনয়ন জমা দিয়েছিল। একটি বাতিল হয়। ১৯৮৩ সালের পর থেকে এখানে এই প্রথম এসএফআইয়ের হাত থেকে ক্ষমতা গেল। সিপিএমের অভিযোগ, ভয় দেখিয়ে মনোনয়মন জমা দিতে দেয়নি তৃণমূলের লোকজন। অন্য দিকে, তৃণমূলের বক্তব্য, মানুষ বামেদের পাশ থেকে সরে গিয়েছে। বিভ্রান্ত হয়ে তারা মিথ্যা কথা রটাচ্ছে। এই কলেজে ভোট ছিল আগামী ২৪ ডিসেম্বর।

ডুবে মৃত ২ শিশু
পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল দু’টি শিশু। শুক্রবার, লিলুয়ার চামরাইলে। পুলিশ জানায়, মৃতদের নাম লালন চৌহান (৭) ও বাবু সরকার (৮)। হাসপাতালে তাদের মৃত ঘোষণা করা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.