|
|
|
|
|
|
|
মনোরঞ্জন ২... |
|
দেব করলেন প্লে-ব্যাক |
কানামাছি |
দেব এ বার চমকে দেওয়ার মতো এক নতুন অবতারে।
তাঁর ফ্যানেরা ভাবতেই পারবেন না এমন এক কাণ্ড করে ফেলেছেন তিনি।
কী কাণ্ড?
আরে, পরের ছবি ‘খোকাবাবু’তে দেব তো আর শুধু নায়ক নন। গায়কও। রীতিমতো প্লে-ব্যাক সিংগার!
গত শনিবার গানের রেকর্ডিংও হয়ে গেছে। দেবের গানটি লিখেছেন ছবির সঙ্গীত পরিচালক শৌভিক গুপ্ত। দেব নিজেও তাঁর এই নতুন ভেঞ্চার নিয়ে যথেষ্ট উত্তেজিত। “আমার ফ্যানেরা অনেক দিন ধরেই বলছিল গান গাওয়ার কথা। ঠিক করলাম এক বার অন্তত চেষ্টা করে দেখব। আশা করি ফ্যানেদের আমার গান ভাল লাগবে,” বলছেন দেব। |
|
নতুন প্রজন্মের কথা মাথায় রেখে গানের কথা একদম এই সময়ের সঙ্গে মিশে গেছে....
“খোকা চালু চিজ
মালটা পুরো বিষ
মাসির গল্প মাকে বলে
খোকা চারশো বিশ...”
‘খোকাবাবু’ মুক্তি পাবে নতুন বছরে। ১৩ জানুয়ারি। মনে করা হচ্ছে ‘খোকাবাবু’র বক্সঅফিসকে বাড়িয়ে দিতে পারে দেবের এই প্লে-ব্যাক। সঙ্গীত পরিচালক শৌভিক তো নায়কের গান শুনে মুগ্ধ। তিনি বললেন, “দেব গানের সুর শুনেই বলেছিল, এ গানটা আমি গাইব। আর যে রকম নিষ্ঠা নিয়ে গেয়েছে বলে বোঝানোর নয়।”
কিন্তু স্রেফ প্লে-ব্যাকেই থেমে নেই হার্টথ্রব নায়ক। এ বছরটা তাঁর জন্য শেষ হচ্ছে আরও একটা খুশির খবর নিয়ে। ‘খোকাবাবু’ মুক্তি পেতে তো দেরি আছে। কিন্তু তার আগে মুক্তি পেতে চলেছে এমন আরেকটা জিনিস, যার নায়কও তিনিই। না, কোনও সিনেমা নয়। বই। দেবের অনুমোদিত জীবনী। প্রকাশ পাবে আগামী ২৫ ডিসেম্বর। বাংলায়। নাম ‘দেব’।
এই না হলে আজকের সুপারস্টার! |
|
|
|
|
|