|
|
|
|
|
|
|
বেড়ানো... |
|
বরফ-লাভার সামনে
ছবি তোলার নেশায় কর্পোরেট অফিসের
আরাম ছেড়ে উত্তরমেরুর কনকনে ঠান্ডায়।
সুমন্ত্র বন্দ্যোপাধ্যায়। ক্যামেরা হাতে। আইসল্যান্ডে | |
|
এখানে বছরে গড়ে ১৫০ বার ভূমিকম্প হয়। প্রত্যেক আড়াই বছরে এক বার করে অগ্ন্যুৎপাত। এক কথায় বলতে গেলে এই দেশটা হয় কাঁপছে, নয়তো ফুটছে।
এই হল আইসল্যান্ড। উত্তরমেরুর কাছাকাছি। জলদস্যু ভাইকিংদের দেশ। কিন্তু এতই শান্তিপ্রিয় যে, সে দেশের নিজস্ব কোনও সেনাবাহিনী পর্যন্ত নেই। |
|
হিমবাহের চূড়া |
অবশ্য ভাইকিং ট্র্যাডিশন বেঁচে আছে অন্য ভাবে। এখানকার সংস্কার আর ভাষায়। যেমন ধরুন, বছর দু’য়েক আগে ব্রিটেন আর ইউরোপে যে হঠাৎ বিমান চলাচল একেবারে বন্ধ হয়ে গিয়েছিল, তার কারণ, আইসল্যান্ডের একটি হিমবাহের নীচে অগ্ন্যুৎপাত। সেই হিমবাহের নাম ‘আয়াফালতায়োকুল’। বুঝতেই
|
গোল্ডেন ওয়াটারফল |
পারছেন কী ভীষণ জলদস্যু-মার্কা নাম! কিন্তু আমি হঠাৎ আইসল্যান্ডে গিয়ে পড়লাম কেন? কারণ ছবি তোলার জন্য এমন প্রায় অপার্থিব নিসর্গ সহজে পাওয়া যায় না। লাদাখ, কাশ্মীর তো ছেড়েই দিন, হলিউডের সিনেমায় দেখা স্কটিশ হাইল্যান্ডের থেকেও অনেক বেশি নাটকীয় উপত্যকা আছে এখানেই। আর আছে প্রকৃতির অদ্ভুত সব যতিচিহ্ণ। কোথাও ফুটন্ত জলাধার, তো কোথাও দিগন্তবিস্তৃত হিমবাহ। আবার তারই পাশাপাশি নানা রংয়ের পাহাড় আর আগ্নেয়গিরি, যার অনেকগুলোই জীবন্ত। আর প্রচুর সবুজ। কিন্তু এত সুন্দর জায়গায় একটা গাছও নেই। কারণ ভাইকিংরা সেই কবে বাড়ি বানাবার জন্য সব গাছ কেটে ফেলেছিল। তার পর লাভায় ঢাকা মাটিতে আর গাছ গজায়নি।
|
রায়োলাইট পাহাড় |
পৌঁছতে গেলে: লন্ডন হয়ে যেতে হবে। সেখান থেকে আইসল্যান্ড এয়ারের নিয়মিত ফ্লাইট আছে রাজধানী রাইকাভিক পর্যন্ত। |
কোথায় থাকবেন: রাইকাভিকে প্রচুর হোটেল। তবে ট্র্যাভেল এজেন্টকে বলুন, বুকিং ইত্যাদি আগে থেকেই করে নিতে। |
কী করবেন: আইসল্যান্ডকে ঠিকঠাক চিনতে ছ’দিনের গ্লেসিয়ার্স, গিজারস অ্যান্ড ওয়াটারফল্স ট্যুরটা নিতে পারেন। খাওয়া, থাকা, আইসল্যান্ডের মধ্যে যাতায়াত, সব কিছুই ধরা আছে এই প্যাকেজে। |
খরচ: এক জনের আনুমানিক ৯৫,০০০ থেকে ১,৫০,০০০ টাকা (প্লেন ভাড়া বাদে)। |
মনে রাখুন: গরমকালে তাপমাত্রা পাঁচ থেকে ১১ ডিগ্রি সেন্টিগ্রেড। তা হলেই বুঝুন শীতকালে কী হয়! প্রচুর গরমজামা নিয়ে যেতে হবে, যাতে একটার ওপর আরেকটা পরা যায়। মাথা ঢাকার জন্য চাই টুপি। সানগ্লাস জরুরি। কারণ সূর্যের আলো বরফে ঠিকরে ভীষণ উজ্জ্বল হয়ে ওঠে। চোখে লাগে। এবং অবশ্যই ক্যামেরা। |
|
|
|
|
|
|