বিনা লড়াইয়ে জয়ী শাসকজোট |
নিজস্ব সংবাদদাতা • লাভপুর ও ইলামবাজার |
বিনা প্রতিদ্বন্দ্বিতায় লাভপুর জুনিয়ার হাইমাদ্রাসা এবং ইলামবাজারের ঘুড়িষা শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির ক্ষমতা দখল করতে চলেছে কংগ্রেস-তৃণমূল জোট। ২৫ ডিসেম্বর লাভপুর জুনিয়ার হাইমাদ্রাসায় নির্বাচন হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। কিন্তু ওই দিন পর্যন্ত তিনটি আসনে জোট প্রার্থীরা ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। এর আগে এখানে পরিচালন সমিতি ফরওয়ার্ড ব্লকের দখলে ছিল। অন্য দিকে, বৃহস্পতিবার ছিল ইলামবাজারের স্কুলে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী ১ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা। স্কুলের প্রধান শিক্ষক বলেন, “ওই দিন পর্যন্ত এক পক্ষ ৬টি পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর কেউ প্রতিদ্বন্দ্বিতা করেননি।” সিপিএম নেতৃত্বের দাবি, তৃণমূলের সন্ত্রাসের কারণে তাঁরা মনোনয়নপত্র জমা দেননি। তৃণমূলের দাবি, সিপিএমের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। সাংগঠনিক ব্যর্থতা ঢাকতে উদ্দেশ্য প্রণোদিত ভাবে অভিযোগ করছে সিপিএম।
|
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
পৌষ মেলায় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় যাতে কোনও ত্রুটি না থাকে সে জন্য সবরকম ব্যবস্থা রাখছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। শুক্রবার বিশ্বভারতীর সহউপাচার্য উদয়নারায়ণ সিংহ বলেন, “পৌষ মেলায় আগুন জনিত কারণে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি যাতে দমকল পরিষেবা বাবদ পুরো টাকা মকুব করা হয়।” ২৩ ডিসেম্বর পৌষ মেলা শুরু হচ্ছে। প্রসঙ্গত, এই মেলার জন্য দমকলবাবদ ৮৮ হাজার টাকা দিতে হয় বিশ্বভারতী কর্তৃপক্ষকে। বাম জমানায় ৪৪ হাজার টাকা মকুব করা হত। সহউপাচার্য জানান, এ বার মেলায় ১২৫০টি স্টল রয়েছে। গ্রামীণ-হস্তশিল্পকে বিনা পয়সায় স্টল দেওয়া হয়েছে। খাবারের স্টলের জন্য ৪টি অগ্নিনির্বাপণের সিলিন্ডার দেওয়া হবে। ২৫ ডিসেম্বর উপাসনা মন্দিরে থাকবে দমকলের একটি ইঞ্জিন। এ ছাড়া, বিশ্বভারতীর স্টলে থাকছে রবীন্দ্র চিত্রাবলী, বিদেশ মন্ত্রকের উদ্যোগে ৩৪৪ পাতার একটি বই বেরবে পৌষ মেলায়।
|
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
অস্ত্র-সহ দু’জনকে গ্রেফতার করল সাঁইথিয়া রেলপুলিশ। ধৃতেরা হলবিশ্বজিৎ মণ্ডল ও শঙ্কর সিংহ। বাড়ি বনগাঁ থানা এলাকার ঘাটভোর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর সাড়ে ৩টে নাগাদ ডাউন জামালপুর-হাওড়া ট্রেনে পাচারের উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল বলে গোপন সূত্রে খবর পায় সাঁইথিয়া রেলপুলিশ। সেই মতো বোলপুর স্টেশনে হাজির হয় রেল পুলিশের একটি দল। সেখানেই অস্ত্র-সহ দু’জনকে ধরে ফেলে তারা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি নাইন এমএম পিস্তল, ৫টি ওয়ান শর্টার, ২০ রাউন্ড গুলি। বোলপুর রেলপুলিশের আইসি শঙ্কর চক্রবর্তী বলেন, “ডাউন জামালপুর এক্সপ্রেসে অস্ত্র আসার খবর ছিল। সাঁইথিয়া থেকে তাদের উপরে আমরা নজর রাখছিলাম। বোলপুর স্টেশনে নেমে পালানোর সময়ে তারা ধরা পড়ে যায়।” এ দিন ধৃতদের রামপুরহাট আদালতে হাজির করানো হলে বিচারক তাদের পাঁচ দিন পুলিশি হেফাজত দেন।
|
নিজস্ব সংবাদদাতা • মাড়গ্রাম |
বাড়ির শৌচাগার থেকে এক প্রৌঢ়ের গলাকাটা দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম সদানন্দ দাস কবিরাজ (৫৪)। মাড়গ্রাম থানার মাড়গ্রাম কুঠিপাড়ায় তাঁর বাড়ি। মৃতের ছেলে তাপস ও পুত্রবধু কল্পনাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। শুক্রবার সকালে মৃতদেহের পাশ থেকে বঁটি উদ্ধার হয়েছে। |