নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
মিড-ডে মিলের রান্নার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ায় প্রধান শিক্ষককে নিগ্রহের অভিযোগ উঠল দুই মহিলা ও তাঁদের বাড়ির লোকজনের বিরুদ্ধে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ময়ূরেশ্বর থানার লোহাজং প্রাথমিক স্কুলে। স্কুল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বছর ছয়েক ধরে ওই স্কুলে মিড-ডে মিলের রান্নার দায়িত্বে ছিলেন চিন্তা সাহা এবং ভারতী মাল নামে স্থানীয় দুই মহিলা। সম্প্রতি স্কুল কর্তৃপক্ষ তাঁদের সরিয়ে দিয়ে মি-ডে মিল রান্নার দায়িত্ব দেন স্থানীয় তিনটি স্বনির্ভর গোষ্ঠীকে। তার পর থেকে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ বাঁধে চিন্তাদেবীদের। এ দিন বিরোধ চরমে পৌঁছয় বলে অভিযোগ। পুলিশ জানায়, চার জনের বিরুদ্ধে প্রধান শিক্ষককে নিগ্রহের অভিযোগ দায়ের হয়েছে। খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান শিক্ষক পরেশনাথ সাহা বলেন, “জেলা প্রশাসন স্বনির্ভরগোষ্ঠী ছাড়া কাউকে রান্নার দায়িত্ব দেওয়া যাবে না বলে কড়া নির্দেশ দিয়েছে। ওই নির্দেশ পাওয়ার পরে চিন্তাদেবীদের সরিয়ে তিন স্বনির্ভর গোষ্ঠীকে দায়িত্ব দেওয়া হয়েছে।” প্রধান শিক্ষকের দাবি, “তাঁদের ওই গোষ্ঠীতে সামিল হয়ে রান্না করতে বলা হয়েছিল। তা সত্ত্বেও বাড়ির লোকজন নিয়ে আমাকে মারধর করেছেন। রান্নার উনুন ভেঙে স্কুলে তালা দিয়ে দিয়েছেন। এর ফলে মিড-ডে মিল রান্নার পাশাপাশি এ দিন দ্বিতীয় শ্রেণির ইংরেজী পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে।” চিন্তাদেবীরা অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের পাল্টা দাবি, “মিড-ডে মিল চালুর সময়ে এলাকায় স্বনির্ভর গোষ্ঠী ছিল না। আমরা নামেমাত্র পারিশ্রমিকে দীর্ঘদিন ধরে রান্নার কাজ করেছি। এখন পারিশ্রমিক বেড়েছে বলে চক্রান্ত করে আমাদের বাদ দিয়ে পছন্দের স্বনির্ভর গোষ্ঠীকে বহাল করা হয়েছে। আমরা প্রতিবাদ করেছি মাত্র।” |