ট্রাকের ধাক্কায় ছাত্রী মৃত মহম্মদবাজারে |
নিজস্ব সংবাদদাতা • মহম্মদবাজার ও মুরারই |
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক স্কুল ছাত্রীর। জখম হয়েছে আরও দুই ছাত্রী। শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মহম্মদবাজার থানার শ্যাওড়াকুড়ি মোড় লাগোয়া একটি কোচিং সেন্টারে। পুলিশ জানায়, মৃতার নাম গোপা মণ্ডল (১৫)। বাড়ি স্থানীয় শ্রীকান্তপুর গ্রামে। জখম দুই ছাত্রীকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। |
দুর্ঘটনাগ্রস্ত ট্রাক। নিজস্ব চিত্র। |
এই ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানায়, ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক। গোপার বাবা পেশায় দমকলকর্মী অরূপবাবু বলেন, “পৌনে ৭টা নাগাদ মেয়ে টিউশন পড়তে বাড়ি থেকে বেরিয়েছিল। সাড়ে ৭টা নাগাদ খারাপ খরবটা পাই।” এ দিনই মুরারই রেলগেট সংলগ্ন এলাকায় পাথর ভর্তি ট্রাকের ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ পাথরভর্তি ট্রাক আটক করেছে। চালক পলাতক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার টিউশন পড়তে ওই কোচিং সেন্টারে গিয়েছিল গোপা। বইপত্র ভিতরে রেখে অন্য বন্ধুদের সঙ্গে শিক্ষক আসার অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে গল্প করছিল সে। সেই সময় পানাগড়-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে মহম্মদবাজারমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই কোচিং সেন্টারে ধাক্কা মারে। ওই ট্রাকে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় গোপার। তনুশ্রী সাহা ও পিঙ্কি মণ্ডল নামে আরও দুই ছাত্রী গুরুতর জখম হয়। বাসিন্দাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ ওই সড়কের কাছেই রয়েছে একটি স্কুল। চলাচল করার জন্য ফুটপাত বলতে কিছুই নেই। অথচ ট্রাফিক নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা নেই।
|