স্কুল ভোটে মনোনয়ন জমা দিতে বাধা: আন্দোলনে সিপিএম |
স্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের বিরুদ্ধে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে আন্দোলনে নামল সিপিএম। বৃহস্পতিবার ওই ঘটনাকে সামনে রেখে তুফানগঞ্জ শহরের মেন রোড অবরোধ হয়। পাশাপাশি, মহকুমা শাসকের দফতরে সিপিএম সমর্থকরা বিক্ষোভও দেখান। সি পিএমের অভিযোগ, স্থানীয় নেতাজি হাইস্কুলে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের জন্য এদিন মনোনয়ন জমা দিতে গেলে দলের সমর্থিত প্রাথী ও অনুগামীদের উপরে হামলা হয়। তৃণমূল কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ। তাতে ৫ জন জখম হয়েছেন। স্কুল চত্বরেও কেউ যেতে পারেননি বলে অভিযোগ। ওই ঘটনার প্রতিবাদে নিউ টাউনে আধ ঘণ্টা রাস্তা অবরোধের পর এস ডি ও অফিসে বিক্ষোভ দেখান তারা। সি পিএমের কোচবিহার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তমসের আলি বলেন, “তৃণমূল ছক কষে হামলা চালানোয় আমাদের কেউ মনোনয়ন জমা দিতে পারেনি। ৫ জন জখমও হন।’’ তৃণমূলের তুফানগঞ্জ শহর সভাপতি হিরণ্ময় চট্টপাধ্যায় বলেন, “ওই অভিযোগ ভিত্তিহীন। নিজেদের গোলমালে প্রাথী দিতে না পেরে মিথ্যে অভিযোগ করে ফায়দা নিতে চাইছে সি পি এম।’’ স্কুল সূত্রের খবর, ৬টি আসনেই একমাত্র তৃণমূল প্রভাবিত প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
|
হাইকোর্টে জেল-মুক্ত বংশীবদন |
৬ বছরের মাথায় আজ শুক্রবার জামিনে জেল থেকে বের হচ্ছেন গ্রেটার কোচবিহারের নেতা বংশীবদন বর্মন। বৃহস্পতিবার কোচবিহার সিজিএম আদালতে কলকাতা হাইকোর্টের জামিনের নথিপত্র জমা দেন। আদালত সূত্রের খবর, বংশীবদনবাবুর আইনজীবী শিবেন রায় ১০ হাজার টাকার বন্ডের বিনিময়ে ভারপ্রাপ্ত সিজিএম অংশুমান চট্টোপাধ্যায় জামিনের নির্দেশ দেন। বংশীবদনের আইনজীবী শিবেনবাবু বলেন, “কলকাতা হাইকোর্টে জামিনের পরে নথিপত্র এদিন কোচবিহার সি জিএম আদালতে নিয়ম মেনে জমা দেওয়া হয়। আদালতেই মামলা বিচারাধীন রয়েছে বিচারক জামিনের নির্দেশ দিয়েছেন শুক্রবার বংশীবাবু জেল থেকে ছাড়া পাবেন।’’ গ্রেটার কোচবিহার ডেমোক্রেটিক পার্টির সভাপতি আশুতোষ বর্মা জানান, জেলের সামনে সমর্থকরা জমায়েত করবেন। শহর পরিক্রমা করে তাঁকে দিনহাটার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। ২০০৬ সালের ২৫ মে থেকে কোচবিহারের জেলে বন্দি রয়েছেন তিনি। আলাদা রাজ্যের দাবিতে ২০০৫ সালে গ্রেটারের আন্দোলন ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠা কোচবিহারে ৩ পুলিশ কর্মী সহ ৫ জনকে খুনের অভিযোগে বংশীবদন-সহ অন্যদের মামলা হয়। ৪৩ জন ধরা পড়েন। বংশীবদনবাবু আত্মসমর্পণ করেন। রাজ্যে নয়া সরকার আসার পরে তাঁরা বন্দিদের মুক্তিতে উদ্যোগী হন।
|
বিজয় মার্চেন্ট ট্রফির (অনূর্ধ্ব ১৬) দ্বিতীয় দিনের খেলায় ১৯৭ রানে অল আউট হয়ে গেল সফরকারি ত্রিপুরা। কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে গত কালের ৯৯/৪ থেকে খেলতে নেমে ছিল তারা। বাংলা দিনের খেলা শেষ হতে ৩ উইকেটে ৮৭ রান তুলেছে। ৪০ রানে অপরাজিত রয়েছেন আর আর চৌধুরী।
|
বেআইনি ভাবে অসম থেকে আনা মদ ভর্তি ছোট গাড়ি সহ চার ব্যক্তিকে গ্রেফতার ধরল আবগারি দফতর। বৃহস্পতিবার কোচবিহারের তল্লিগুড়ি এলাকায় ওই ঘটনা ঘটেছে। অসমে দাম কম হওয়ায় মদ এনে বিক্রির একটি চক্র সক্রিয়। এ দিন চক্রের ৪ জন ১১০০ বোতল মদ সহ কোচবিহারে ঢ়ুকছে খবর পেয়ে অভিযান চালানো হয়। |