আমরি-দুর্ঘটনার জের
বিপর্যয় মোকাবিলায় ত্রুটি খুঁজতে তৎপর কেন্দ্রীয় সরকারও
লকাতা থেকে শিক্ষা নিচ্ছে দিল্লি। ঢাকুরিয়ার আমরি হাসপাতালের দুর্ঘটনার জেরে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে পশ্চিমবঙ্গে জাতীয় গৃহনির্মাণ নির্দেশিকা (এনবিসি) কঠোর ভাবে বলবৎ করতে উদ্যোগী হয়েছেন, সেই পথেই হাঁটছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজকুমার সিংহও। নর্থ ব্লক সূত্রের খবর, আমরির দুর্ঘটনাকে সামনে রেখে বিভিন্ন মন্ত্রক ও দফতরের সঙ্গে ধারাবাহিক ভাবে বৈঠক করছেন মন্ত্রকের আধিকারিকরা। আর সেখানেই উঠে এসেছে একাধিক গাফিলতির নমুনা।
কী সেই গাফিলতি? অগ্নিকাণ্ড বা ভূমিকম্পের মোকাবিলায় তৈরি জাতীয় দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ (এনডিএমএ) স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন। এনডিএমএ-র চেয়ারম্যান খোদ প্রধানমন্ত্রী। আমরির পরবর্তী পরিস্থিতি পর্যালোচনার ক্ষেত্রে দেখা যাচ্ছে, সেই এনডিএমএ-র ভাইস-চেয়ারম্যান ছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রের অভিজ্ঞতাসম্পন্ন আট জন সদস্য থাকার কথা। যারা অগ্নিকাণ্ড, সুনামি, বন্যা, ভূমিকম্প, পরমাণু বিপর্যয়ের মতো বিভিন্ন বিভাগের দায়িত্বে থাকবেন। কিন্তু তার মধ্যে চারটি পদই দীর্ঘদিন ধরে শূন্য। এমনকী এনডিএমএ-তে এক জন পূর্ণ সময়ের সচিবও নেই। স্বরাষ্ট্র মন্ত্রকের সীমান্ত ব্যবস্থাপনা বিভাগের সচিব এ ই আহমেদই কাজ সামলাচ্ছেন। বর্তমান স্বরাষ্ট্রসচিব এর আগে যখন মন্ত্রকের দুর্যোগ মোকাবিলা দফতরের যুগ্মসচিব ছিলেন, সে সময় তৈরি হয় জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ। আমরির ঘটনাতেও এনডিআরএফ-কে নামানো হয়েছিল। কিন্তু এখন গোটা দেশে এনডিআরএফ-এর যে দশটি ব্যাটালিয়ন রয়েছে, তা যথেষ্ট নয় বলে মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা। দশটির মধ্যে দু’টি ব্যাটালিয়ন এখনও গড়ে তোলার কাজ চলছে।
দুর্যোগ মোকাবিলার পাশাপাশি আগাম সতর্কতা ব্যবস্থার ক্ষেত্রেও নানা ফাঁকফোকর বেরিয়ে পড়েছে। আমরির দুর্ঘটনার পরবর্তী আলোচনায় দেখা গিয়েছে, দিল্লির এইমসের মতো হাসপাতালেও অগ্নিকাণ্ড মোকাবিলার যথাযথ ব্যবস্থা নেই। শুধু হাসপাতাল নয়, আবাসন বা বাণিজ্যিক বহুতল, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের মতো যে কোনও প্রতিষ্ঠানে, যেখানে একই সময়ে একসঙ্গে বহু লোক জড়ো হন, সেখানেও অগ্নিকাণ্ড বা অন্য দুর্ঘটনার মোকাবিলার উপযুক্ত ব্যবস্থা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে রাজ্য সরকার ও সংশ্লিষ্ট পুর-কর্তৃপক্ষকে সতর্ক করেছে কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তাদের মতে, এ ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক ও রাজ্যগুলির মধ্যে সমন্বয়ের অভাব। স্বরাষ্ট্রসচিব বলেন, “প্রত্যেকটি অভিজ্ঞতাই আমাদের কাছে একটা শিক্ষা। দিল্লির উপহার প্রেক্ষাগৃহের ঘটনা থেকে যেমন আমরা শিক্ষা নিয়েছিলাম, তেমনই আমরির ঘটনা থেকে শিক্ষা নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীরও তেমনই নির্দেশ।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.