নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
চালকের অভাবে প্রায় তিন মাস ধরে কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ ব্লাড ট্রান্সপোর্টেশন ভ্যান কোচবিহার জেলা স্বাস্থ্য দফতরের গ্যারেজে পড়ে রয়েছে। ফলে শিবির থেকে রক্ত সংগ্রহ করে কোচবিহারের এম জে এন হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে মজুত করা কিংবা বিভিন্ন মহুকুমা হাসপাতালে রক্ত পাঠানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তা নিয়ে রোগীর আত্মীয়দের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। জেলা স্বাস্থ্য দফতর সুত্রে জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসে ওই গাড়িটি কোচবিহারে আনা হয়েছে। কিন্তু, চালক নিয়োগের ব্যাপারে বা তেলের খরচ কি ভাবে মেটানো হবে সে ব্যাপারে কোনও স্পষ্ট নির্দেশ নেই। কোচবিহারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক মানিকলাল দাস বলেন, “বি টি ভ্যান চালাতে চুক্তি ভিত্তিক চালক নিয়োগের জন্য রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে আর্জি জানিয়েছি। সে জন্য সবুজ সঙ্কেত পেলে তেল খরচ নিয়ে সমস্যা হবে না।’’ জেলা স্বাস্থ্য দফতর সূত্রেই জানা গিয়েছে, এমজেএন হাসপাতাল কর্তৃপক্ষকে ওই ভ্যান নেওয়ার জন্য জেলা স্বাস্থ্য দফতর থেকে প্রাথমিক ভাবে বলাও হয়েছিল। কিন্তু ওই জটিলতায় তারাও আগ্রহ দেখাননি। হাসপাতালের সুপার কল্যাণ দে বলেছেন, “কাগজে-কলমে ভ্যান চালানোর খরচের বরাদ্দ নিয়ে নিশ্চয়তা পেলে দায়িত্ব নিতে আপত্তি নেই।’’ কোচবিহারের জেলাশাসক মোহন গাঁধী বলেন, “খোঁজ নিচ্ছি। পরের মনিটরিং মিটিঙে সমস্যা মেটাতে আলোচনা করব।’’ দফতরের কয়েকজন আধিকারিক জানান, বি টি ভ্যানে ৪০০ ইউনিট রক্তের ব্যাগ মজুত রাখা যায়। বিভিন্ন রক্ত দান শিবিরে ওই ভ্যান নিয়ে গেলে বাড়তি সুবিধেও হবে। এখন থার্মোফ্লাক্সে রক্ত আনা হয়। একেকটি ফ্ল্যাক্সে বড়জোর ১০০ ইউনিট রক্ত রাখা যায়। তা ছাড়া ওই ভ্যান চালু হলে সংগ্রহের কাজেও কর্মীদের জন্য আলাদা গাড়ির দরকার হবে না। |