দমকলের পরিদর্শন
নিজস্ব সংবাদদাতা • কালনা |
সরকারি হাসপাতাল থেকে নার্সিংহোম, কালনায় সবেরই অগ্নি নির্বাপণ ব্যবস্থা তথৈবচ। বৃহস্পতিবার সারা দিন অভিযান চালিয়ে এমনটাই জানাল দমকল। এ দিন দমকল ও পুলিশের তরফে শহরের ১১টি নার্সিংহোম ও মহকুমা হাসপাতালে অভিযান চালানো হয়। আধিকারিকেরা জানান, কোনও নার্সিংহোমেরই দমকলের ছাড়পত্র নেই। অগ্নি নির্বাপক যন্ত্রও নেই প্রয়োজন মতো। জরুরি ভিত্তিতে আগুন নেভানোর কোনও ব্যবস্থাও নেই। বেশ কিছু নার্সিংহোমে দাহ্য পদার্থের উপস্থিতিও চোখে পড়ে দমকলের আধিকারিকদের। মহকুমা হাসপাতালেরও অগ্নিবিধির বিশেষ বালাই নেই। দমকলের কালনা শাখার ভারপ্রাপ্ত ওসি হাবিবুর রহমান বলেন, “দিন সাতেকের মধ্যে সবাইকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ নিতে বলা হয়েছে।” কালনার এসিএমওএইচ সুভাষচন্দ্র মণ্ডল বলেন, “দু’টি নার্সিংহোমের ব্যাপারে আমরা কড়া পদক্ষেপ করতে চলেছি। তার মধ্যে একটিকে পরিকাঠামো উন্নত না করা হলে রোগী ভর্তি নিতে নিষেধ করা হয়েছে। বাকিদেরও সতর্কতামূলক নোটিস দেওয়ার পরিকল্পনা রয়েছে।”
|
বিষক্রিয়ায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
বিষক্রিয়ায় এক মহিলার মৃত্যু হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। নিশ্চিত হওয়ার জন্য কল্পনা গিরি (৩৫) নামে ওই মহিলার দেহের ময়নাতদন্ত করানো হয়েছে। ঝাড়গ্রাম থানার খালশিউলির মাঝেরপাড়ার বাসিন্দা পেশায় দিনমজুর কল্পনাদেবী নিয়মিত মদ্যপান করতেন বলে পরিজনেরা জানিয়েছেন। বুধবার রাতেও তিনি আকণ্ঠ মদ্যপান করেছিলেন। রাতে বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার সকালে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। মুখে গ্যাঁজলা উঠছিল। কল্পনাদেবী কোথা থেকে চোলাই-মদ সংগ্রহ করেছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ।
|
স্বাস্থ্যপরীক্ষা শিবির
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
সিহারসোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রক্তের শ্রেণি নির্ণয় ও স্বাস্থ্যপরীক্ষা শিবির আয়োজিত হল। আয়োজকেরা জানান, ১২২ জন পরীক্ষা করিয়েছেন। |