|
|
|
|
বধূকে নিগ্রহ, ধৃত স্বামী-মা |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
জাত তুলে বধূ নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন স্বামী ও শাশুড়ি। বুধবার শিলিগুড়ির ফুলবাড়ি এলাকা থেকে পুলিশ পুত্রবধূ প্রিয়া প্রধান ওরফে প্রিয়া লোহারের অভিযোগের ভিত্তিতে ওই দু’জনকে গ্রেফতার করে। আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রাহুল ও নমিতা প্রধান। বৃহস্পতিবার ধৃতদের আদালতে হাজির করানো হলে বিচারক রাহুলের জামিনের আবেদন নাকচ করে দেন। শাশুড়ি জামিনে ছাড়া পান। আদালত সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণী এবং অভিযুক্তরা সকলেই ডাবগ্রাম পুলিশ লাইনের বাসিন্দা। তফসিলি উপজাতিভুক্ত প্রিয়া দেবীর সঙ্গে গত বছরের ২২ জুন রাহুলের হিন্দু মতে মন্দিরে বিয়ে হয়। প্রিয়া দেবীর দাবি, রাহুল উঁচু জাতের হওয়ায় তিনি প্রথমে বিয়েতে আপত্তি জানিয়েছিলেন। সেই সময়ে রাহুলই দাবি করে, বিয়ে হয়ে গেলে এসব জাতপাত নিয়ে কোনও পরিবারই সমস্যা তৈরি করবে না। তাঁর আশঙ্কা সত্যি হয়। বিয়ের পরেই নমিতা দেবী প্রিয়া ও রাহুলের ভাড়া বাড়িতে গিয়ে গালিগালাজ শুরু করে দেন। প্রিয়া দেবীর অভিযোগ, নমিতা দেবী জাতপাত তুলে তাঁকে মারধরও করেন। এই পরিস্থিতিতে তাঁরা কিছুদিন কালিম্পঙে বসবাস করেন। তার পরে ফের শিলিগুড়িতে বসবাস শুরু করলে নমিতা দেবীর ভাড়া বাড়িতে গিয়ে গালিগালাজ শুরু করে দেন। এর পরে গত ২৮ নভেম্বর রাহুল বাড়িতে ফিরে যান। রাহুল এবং নমিতা দেবী অবশ্য পুলিশের কাছে ওই অভিযোগ অস্বীকার করেছেন। প্রিয়া দেবীর আইনজীবী সন্দীপ মণ্ডল বলেন, “কখনও কাউকে জাতপাত তুলে গালি দেওয়া যায় না। অভিযুক্তরা সেটাই করেছেন। বধূর সঙ্গে শারীরিক ও মানসিক অত্যাচার হয়েছে। তারই ভিত্তিতে আদালতে মামলা হয়েছে।” |
|
|
|
|
|