|
|
|
|
ফের জোটের দ্বন্দ্ব প্রকাশ্যে |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
স্কুলের পরিচালন সমিতির পঞ্চায়েত সমিতি প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে বাগডোগরা ফের প্রকাশ্যে চলে এল কংগ্রেস-তৃণমূল দ্বন্দ্ব। নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির বাগডোগরার শুভমায়া সূর্যনারায়ণ হিন্দি হাই স্কুলের প্রতিনিধি হিসাবে তৃণমূলের ব্লক সভাপতি গৌতম কীর্তনীয়ার নাম পাঠানোয় ক্ষুব্ধ কংগ্রেস। বৃহস্পতিবার বাগডোগরা অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে অবিলম্বে প্রতিনিধির নাম পরিবর্তনের দাবি জানিয়ে নকশালবাড়ির জয়েন্ট বিডিও জিতেন্দ্র তামাংকে স্মারকলিপি দেওয়া হয়। বুধবার রাতেও একদল জনতা তৃণমূল ব্লক সভাপতির বাড়ির সামনে বিক্ষোভ দেখান। কংগ্রেসের আন্দোলনের জেরে এদিন ভণ্ডুল হয়ে যায় পঞ্চায়েত সমিতির উন্নয়ন সংক্রান্ত বৈঠকও। তার পরেও ক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা হুমকি দিয়েছেন, যতদিন ওই স্কুলের পঞ্চায়েত সমিতি প্রতিনিধির নাম বদল করা না-হচ্ছে তাঁরা পঞ্চায়েত সমিতির কোনও বৈঠক করতে দেবেন না। জয়েন্ট বিডিও বলেন, “আমার কিছু বলার নেই। শুক্রবার আন্দোলনকারীরা শিক্ষা কর্মাধ্যক্ষের সঙ্গে কথা বলবেন বলে শুনেছি। আশা করি, সমস্যা মিটে যাবে।” গত ৪ ডিসেম্বর ওই স্কুলে পরিচালন সমিতির নির্বাচন হয়। কংগ্রেস ৩টি এবং তৃণমূল বাকি ৩টি আসনে জয়ী হয়। কংগ্রেসের বাগডোগরা অঞ্চল কংগ্রেসের সভাপতি অমিতাভ সরকার বলেন, “স্কুলের নির্বাচনের আগেই ঠিক হয়েছিল, পরিচালন সমিতির সম্পাদক ও পঞ্চায়েত সমিতির প্রতিনিধির নাম কংগ্রেস চূড়ান্ত করবে। তৃণমূলের শিক্ষা কর্মাধ্যক্ষ স্থায়ী সমিতিতে আলোচনা না-করেই দলের ব্লক সভাপতির নাম পাঠিয়েছেন। সিদ্ধান্ত বদল না-হওয়া পর্যন্ত পঞ্চায়েত সমিতিতে কোনও বৈঠকই করতে দেব না।” তৃণমূল ব্লক সভাপতির পাল্টা বক্তব্য, “কোন বৈঠকে ঠিক হয়েছিল যে পঞ্চায়েত সমিতির প্রতিনিধি পদে কংগ্রেসের প্রার্থী যাবেন? তা ছাড়া আমার নাম পঞ্চায়েত সমিতিতে চূড়ান্ত হয়েছে।” কংগ্রেসের নকশালবাড়ি ব্লক সভাপতি পৃত্থীশ রায় বলেন, “যে বৈঠকে ঠিক হয় পঞ্চায়েত সমিতির প্রতিনিধি পদ কংগ্রেস পাবে সেখানে আমি উপস্থিত ছিলাম। আমি পঞ্চায়েত সমিতির শিক্ষা স্থায়ী সমিতিরও সদস্য। স্থায়ী সমিতির বৈঠকই হয়নি। গৌতমবাবুর নাম কী করে চূড়ান্ত হল?” |
|
|
|
|
|