ইঁদপুরে ধানের পালুইয়ে আগুন |
নিজস্ব সংবাদদাতা • ইঁদপুর |
আগুনে পুড়ে নষ্ট হয়ে গেল সাতটি ধানের পালুই ও একটি বাড়ির একাংশ। বুধবার রাতের এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ইঁদপুর ছানার শালকাপ গ্রামে। প্রথমে বাসিন্দারা জল ঢেলে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে বাঁকুড়া থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার রাত সাড়ে দশটা নাগাদ শালকাপ গ্রামের একটি খামারে রাখা ধানের পালুইয়ে প্রথম আগুন নজরে আসে। এরপরে একটি খড়ের ছাউনির ঘরে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা জল ঢেলে আগুন নেভানোর কাজ শুরু করেন। আধ ঘণ্টার মধ্যে গ্রামের আরও ছ’জনের ধানের পালুই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাত প্রায় ১২টা নাগাদ দমকলের একটি ইঞ্জিন সেখানে পৌঁছায়। আগুনে কয়েক হাজার টাকার ধান পুড়ে গিয়েছে বলে বাসিন্দাদের অভিযোগ। মদন গোস্বামী, হৃদয় মালদের দাবি, “দিন মজুর না পেয়ে ধান ঝাড়ানো যায়নি। খামারে তাই পালুই গিয়ে রাখা হয়েছিল। তার আগেই সব শেষ হয়ে গেল।” অনেকের মতে, কেউ বদমায়েসি করে আগুন লাগিয়েছে। পুলিশ জানায়, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে।
|
দুর্নীতির নালিশ, অনশনে তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
সিপিএমের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল কর্মীদের অনশন দ্বিতীয় দিনে পড়ল। পুরুলিয়া ২ ব্লকের ভাঙড়া পঞ্চায়েতের প্রধান গীতা সহিসের বিরুদ্ধে ওই অভিযোগে বুধবার থেকে অনশন চলছে। অনশনকারী সাত জনের মধ্যে বৃহস্পতিবার চার জন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের স্থানীয় হুটমুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। পুরুলিয়া ২ ব্লকের বিডিও প্রদীপকুমার দাস বলেন, “তাঁদের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। তাঁদের অনশন প্রত্যাহার করতে অনুরোধ জানিয়েছি।” তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সিপিএমের প্রধানের বিরুদ্ধে পঞ্চায়েতের নানা কাজে বেনিয়মের অভিযোগ জানানো হয়। কিন্তু প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তাঁরা অনশনে বসেন। এদিন বিকেলে অসুস্থ হয়ে পড়েন পতিতপাবন মাহাতো, দেবেন মাহাতো, শেখ মুসিন ও মানবেন্দ্রনাথ মাহাতো। অনশনে বসে থাকা অসীম মিশ্র, শত্রুঘ্ন বাউরি ও বলরাম মাহাতোদের দাবি, “ওই প্রধানের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নিক। তারপরেই আমরা অনশন প্রত্যাহার করব।” পঞ্চায়েত অফিসের সামনেই তাঁরা অনশন চালিয়ে যাচ্ছেন। প্রধান গীতাদেবী এ দিন কোনও মন্তব্য করতে চাননি।
|
নিজস্ব সংবাদদাতা • নিতুড়িয়া |
বাড়ি থেকে পালান এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ। রহমান মোমিন নামের বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তির বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় থানা এলাকার কালুজোড়া গ্রামে। বৃহস্পতিবার পরিবারের লোকজন নিতুড়িয়া থানায় এসে তাঁকে ফেরত নিয়ে যান। তাঁর আত্মীয় করিম আনসারি জানান, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। ১৮ নভেম্বর বাড়ি থেকে বেরিয়ে যান। তিনি। তিনি বলেন, “রহমান নিখোঁজ হওয়ার পরে আমরা দুশ্চিন্তায় ছিলাম। সম্ভাব্য জায়গাগুলিতে সন্ধান করেও তাঁর খোঁজ না পেয়ে ২৬ নভেম্বর পাকুড় থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।” নিতুড়িয়া থানার পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রামকানালি এলাকায় তাঁকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ থানায় নিয়ে আসে। পরে অনেক চেষ্টা চালিয়ে পুলিশ তাঁর পরিচয় জানতে পারেন।
|
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
দু’দিন ধরে নিখোঁজ থাকা এক ব্যক্তির দেহ ভেসে উঠল পুকুরের জলে। ঘটনাটি রঘুনাথপুর থানার ধুলাবাইদ গ্রামের। বৃহস্পতিবার দুপুরে দেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম জলধর বাউরি (৪০)। রঘুনাথপুর থানার নাড়াতোড় গ্রামে তাঁর বাড়ি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে এই ধুলাবাইদ গ্রামে এক আত্মীয়ের বাড়িতে জলধরবাবু এসেছিলেন। গত দু’দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। এ দিন সকালে গ্রামের পুকুরে তাঁর দেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
স্কুল ভবন নির্মাণের ক্ষেত্রে বেনিয়ম, পার্শ্ব শিক্ষক নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ-সহ কয়েক দফা দাবিতে স্কুলের টিচার ইন-চার্জের কাছে স্মারকলিপি জমা দিল যুব তৃণমূল কংগ্রেস। বুধবার আদ্রার বিদ্যাসাগর বিদ্যাপীঠের ঘটনা। টিচার ইন-চার্জ নীলোৎপল গঙ্গোপাধ্যায় বলেন, “তাঁদের অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে। বিষয়গুলি পরিচালন কমিটির বৈঠকে তোলা হবে।”
|
এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে বাঁকুড়া সদর থানার আঁচুড়ি গ্রামে রাস্তার পাশে পড়েছিল। |