নতুন বছরে চালু হচ্ছে জেলা পরিষদের হল |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সামনের জানুয়ারিতেই চালু হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ‘শহিদ প্রদ্যোৎ স্মৃতি সদন’। মেদিনীপুর সদর-শহর হলেও অনুষ্ঠানের জন্য তেমন ভাল হল বা অডিটোরিয়াম ছিল না। আগে জেলা পরিষদের একটি অতি সাধারণ মানের হল ছিল। একই অবস্থা শহরের বিদ্যাসাগর হলেরও। মেদিনীপুরে ভাল একটি অডিটোরিয়ামের দাবি দীর্ঘ দিনের। যেখানে বিভিন্ন সংস্থা বা সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারবে। জেলা পরিষদের হলটি সংস্কারের জন্য দাবি ওঠে কয়েক বছর আগে। সংস্কারে উদ্যোগী হন জেলা পরিষদ কর্তৃপক্ষ। দেড় বছর আগে কাজ শুরু হয়। সামান্য কাজ এখনও বাকি। |
|
জেলা পরিষদের নতুন সভাঘর।—নিজস্ব চিত্র। |
তবে তা চলতি মাসের মধ্যেই শেষ হয়ে যাবে বলে আশাবাদী জেলা পরিষদের সভাধিপতি অন্তরা ভট্টাচার্য। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “জানুয়ারির মধ্যেই হলটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। জানুয়ারির ১ তারিখ থেকেই হল ভাড়ার জন্য সাধারণ মানুষ আবেদন জানাতে পারেন। তবে ১০ জানুয়ারির আগে কাউকে ভাড়া দেওয়া হবে না।” ভাড়াও নির্ধারিত হয়েছে। ৩ ঘণ্টার জন্য ৫ হাজার টাকা। আর সারাদিনের জন্য ৮ হাজার টাকা। এখনও পুরো হলে বিদ্যুতের কাজ শেষ করা যায়নি। বিদ্যুতের কাজ শেষ করতে একটি নতুন ট্রান্সফরমার বসাতে হবে। তার জন্য মাসিক খরচ হবে প্রায় ৬০ হাজার টাকা। তবে আপাতত জেনারেটরের মাধ্যমেই আলো জ্বালানোর সিদ্ধান্ত হয়েছে। যারা হল ভাড়া নেবেন তাদেরই তেলের খরচ দিতে হবে। নতুন চেহারায় হলে আসন সংখ্যা হচ্ছে ৭৮১। |
|