|
|
|
|
টুকরো খবর |
সিপিআইয়ের জেলা সম্মেলন কাল থেকে |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
কাল, শনিবার থেকে খড়্গপুর শহরে শুরু হচ্ছে সিপিআইয়ের পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন। চলবে সোমবার পর্যন্ত। সম্মেলন উপলক্ষে শনিবার প্রকাশ্য সমাবেশেরও আয়োজন করা হয়েছে। সমাবেশ হবে রেলশহরের গিরি ময়দানে। উপস্থিত থাকবেন সাংসদ গুরুদাস দাশগুপ্ত, দলের রাজ্য সম্পাদক মঞ্জুকুমার মজুমদার, সাংসদ প্রবোধ পান্ডা প্রমুখ। প্রতিনিধি সম্মেলন চলবে বিদ্যাসাগর আবাসনে। রেলশহরের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই তৈরি হয়েছে তোরণ। লাগানো হয়েছে পতাকা, ফেস্টুন। রাজ্যে পালাবদলের পর এ বার ‘প্রতিকূল’ পরিস্থিতিতেই সিপিআইয়ের শাখা-স্তরের সম্মেলন শুরু হয়েছিল। অগস্ট-সেপ্টেম্বর, এই দু’মাস ধরে চলে শাখা সম্মেলন। অক্টোবরের গোড়া থেকে লোকাল কমিটির সম্মেলন শুরু হয়। দলীয় সূত্রের খবর, এ বারের জেলা সম্মেলনে প্রায় ৪০০ প্রতিনিধি যোগ দেবেন। দলের জেলা সম্পাদক সন্তোষ রাণা-র বক্তব্য, “বহু দিন পর আমরা ক্ষমতার বাইরে। স্বাভাবিক ভাবে তাই এ বারের পরিস্থিতি একটু অন্য রকম। এই পরিস্থিতিকে অবশ্য আমরা চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছি।” জেলায় সব মিলিয়ে ৫০০টি শাখা কমিটি রয়েছে সিপিআইয়ের। প্রত্যক্ষ শাখা রয়েছে ৩টি। লোকাল কমিটি রয়েছে ৩৬টি। পার্টি সদস্য প্রায় ১২ হাজার। একাংশ শাখার সম্মেলন অবশ্য এ বার সংশ্লিষ্ট এলাকায় করা সম্ভব হয়নি।
|
আলু ব্যবসায়ীদের অবরোধ |
হিমঘরগুলিতে আলু রাখার মেয়াদ বাড়ানোর দাবিতে পথ অবরোধ করল পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতি। বৃহস্পতিবার চন্দ্রকোনারোডের চৌরাস্তায় মেদিনীপুর-রানিগঞ্জ সড়ক এক ঘণ্টা ধরে অবরোধ করা হয়। সংগঠনের পক্ষে বরেন মণ্ডল, শশাঙ্ক মাল, ফণিভূষণ দে-দের দাবি, “হিমঘরগুলিতে আলু রাখার মেয়াদ ৩১ ডিসেম্বরের জায়গায় ৩১ জানুয়ারি করতে হবে। সরকারকে সহায়ক-মূল্যে আলু কিনতে হবে।”
|
পুড়ে মৃত্যু |
টিন-কাঠের বাড়িতে কোনও ভাবে আগুন লেগে মারা গেল বছর তেরোর এক কিশোরী। বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বাখরাবাদে। মৃত কিশোরীর নাম শকুন্তলা কর (১৩)। |
|
|
|
|
|