টুকরো খবর
পূর্বস্থলীতে নিখোঁজ প্রৌঢ়
দু’দিন ধরে নিখোঁজ পূর্বস্থলী ১ ব্লকের নসরৎপুর পঞ্চায়েতের পারুলডাঙা এলাকার এক বাসিন্দা। নিখোঁজ ওই ব্যক্তির নাম অখিল ঘোষ। পূর্বস্থলী থানায় অভিযোগ দায়ের করেন নিখোঁজের দাদা কার্তিক ঘোষ। পুলিশ ও অখিলবাবুর পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর পঞ্চাশের অখিলবাবুর ওই এলাকায় একটি কেরোসিন তেলের ডিপো রয়েছে। মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। এর পরে তাঁর আর কোনও খোঁজ মেলেনি। অখিলবাবু এলাকার বাউলমেলা কমিটির সম্পাদক। রাতে মেলা কমিটির তরফেও বারবার খোঁজ করা হলেও তাঁর সন্ধান মেলেনি। কার্তিকবাবু অভিযোগ করেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তিনি জানতে পারেন, অখিলবাবুর বাড়ির সামনে মঙ্গলবার বিকেলে এক অপরিচিত যুবককে ঘোরাফেরা করতে দেখা যায়। এ দিন সন্ধ্যা ৬টা নাগাদ পারুলডাঙা এলাকায় কয়েক জন জোর করে এক ব্যক্তিকে গাড়িতে তুলে নিয়ে পালায়। তারা এক রাউন্ড গুলি ছোড়ে বলে অভিযোগ। পুলিশ অখিলবাবুর খোঁজে তল্লাশি শুরু করেছে। তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত তাঁর কোনও হদিস মেলেনি।

আগুনে খড় নষ্ট কালনায়
ভস্মীভূত খড়ের পালা। বৃহস্পতিবার কালনার দেউলপাড়া গ্রামে ছবিটি তুলেছেন কেদারনাথ ভট্টাচার্য।
আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল ২৩ বিঘা ধানের জমির খড়। কালনা ১ ব্লকের বাঘনাপাড়া পঞ্চায়েতের দেউলপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি খড়ের পালা দিয়েছিলেন মোরসেদ আলি শেখ। এ দিন রাত ১১টা নাগাদ তাঁর বাড়ির খড়ের পালা থেকে আগুন বেরোতে দেখেন বাসিন্দারা। পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে বৃহস্পতিবার ভোরে আগুন আয়ত্বে আনে। মোরসেদ আলি শেখের অভিযোগ, “কয়েক হাজার টাকার খড় নষ্ট হয়ে গিয়েছে। এ নিয়ে পরপর চার বার এই ঘটনা ঘটল। সম্ভবত কেউ শত্রুতার কারণে এ কাজ করে করে থাকতে পারেন।” পুলিশের কাচে এ ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন তিনি।

দায়িত্বভার সহ-উপাচার্যকে
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ষোড়শীমোহন দাঁ-কে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব নিতে নির্দেশ দিলেন রাজ্যপাল তথা আচার্য এমকে নারায়ণন। বৃহস্পতিবারই এই নির্দেশের চিঠি পেয়েছেন ষোড়শীবাবু। তবে কত দিনের জন্য তাঁকে এই ভার সামলাতে হবে চিঠিতে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি বলে জানিয়েছেন তিনি। চিঠিতে শুধু বলা হয়েছে, যত দিন না স্থায়ী উপাচার্য নিয়োগ করা হচ্ছে, তত দিন তাঁকেই ওই পদ সামলাতে হবে। ষোড়াশীবাবু বলেন, “দীর্ঘ দিন কর্মসমিতির বৈঠকও হয়নি। উপাচার্যের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের নানা দফতরে প্রচুর ফাইল জমে রয়েছে। আমার লক্ষ্য, এ সব কাজ দ্রুত সেরে ফেলা।”

মন্তেশ্বরে অনশন চাষিদের
সরকার নির্ধারিত সহায়ক মূল্যে ধান কেনা হচ্ছে না। চালকল মালিকেরা অনেক ক্ষেত্রে ধান না কিনে ‘টোকেন’ দিয়ে দিচ্ছেন। এই সব অভিযোগে বুধবার থেকে মন্তেশ্বরের মাঝেরগ্রাম পঞ্চায়েত এলাকায় একটি ধান কলের সামনে অনশনে বসেন মিহি, মাঝেরগ্রাম, আমাটিয়া, মীরপুর-সহ দশটি গ্রামের বাসিন্দারা। বৃহস্পতিবার মন্তেশ্বরের বিডিও প্রদীপকুমার মণ্ডল ঘটনাস্থলে যান। তিনি সমস্যা সমাধানের আশ্বাস দেন। বিকেলে অনশন তুলে নেন চাষিরা। অনশনরত ইয়াকুব শেখের অভিযোগ, “সহায়ক মূল্যে ধান বেচতে গিয়ে হয়রান হতে হচ্ছে। তাই বাধ্য হয়েই অনশনে বসেছেন তাঁরা।”

ট্রেনে মিলল অস্ত্র
আরপিএফ ও ক্রাইম ইনভেস্টিগেশন বুরোর যৌথ তল্লাশিতে ডাউন জামালপুর- হাওড়া এক্সপ্রেস থেকে তিনটি দেশি পিস্তল ও পাঁচটি কার্তুজ উদ্ধার হল। বর্ধমানের আরপিএফ পোস্টের ইন্সপেক্টর সঞ্জয় ভকত বলেন, “বৃহস্পতিবার ভোরে এই তল্লাশি চলার সময় চলন্ত ট্রেনের কামরায় সিটের নীচে একটি প্লাস্টিক ব্যাগে এই আগ্নেয়াস্ত্রগুলি পাওয়া যায়।”

স্কুলে রবীন্দ্র-মূর্তি
ভাতারের আমারুণ স্টেশন হাইস্কুলে রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন হল বৃহস্পতিবার। মূর্তিটি তৈরি করেছেন স্থানীয় শিল্পী পীযূষকান্তি বৈরাগ্য। প্রধান শিক্ষক স্বপনকান্তি চৌধুরী রবীন্দ্র উদ্যান ও এই মূর্তি তৈরি করতে প্রায় এক লক্ষ টাকা দান করেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.