নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
গোলায় থাকা ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল আউশগ্রামের প্রাক্তন সিপিএম বিধায়ক কার্তিক বাগের বিরুদ্ধে।
বুধবার রাতে ঘটনাটি ঘটেছে আউশগ্রামের ব্রজপুরে। বৃহস্পতিবার জমির মালিক উত্তম রায়চৌধুরী থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, “কার্তিকবাবু কয়েক জন সঙ্গীকে নিয়ে বাড়ির খামারে জড়ো করা ধান পুড়িয়ে দিয়েছেন।” তিনি জানান, সম্প্রতি সিপিএমের দখল করে রাখা ২৫ বিঘা জমি ফেরত দেওয়ার ব্যাপারে হাইকোর্টের রায় মিলেছে। পরে গ্রামে তৃণমূল ও সিপিএমের মধ্যে বৈঠকে স্থির হয়, কার্তিকবাবু নিজের দখল করে রাখা জমি ফেরত দেবেন। বৈঠকে দু’দল কর্মীদের মধ্যে বচসাও হয়। তার জেরেই তাঁর নিজস্ব সাত-আট বিঘা জমির ধান পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। |
খামারে পোড়া ধান। —নিজস্ব চিত্র। |
গ্রামের তৃণমূল নেতা উজ্জ্বল কাজি বলেন, “বৈঠকের সিদ্ধান্ত মেনে কার্তিকবাবু এখনও জমি ফেরত না দেওয়ায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। প্রশাসন অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা না নিলে এলাকায় সংঘর্ষ ঘটতে পারে।”
অভিযোগ কোথায় দায়ের করা হয়েছে তা নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে আউশগ্রাম থানা ও গুসকরা ফাঁড়ির মধ্যে। আউশগ্রাম থানা সূত্রে জানানো হয়েছে, ওই অভিযোগ দায়ের করা হয়েছে গুসকরা ফাঁড়িতে। আবার ফাঁড়ির দাবি, অভিযোগ দায়ের করা হয়েছে আউশগ্রাম থানায়।
আউশগ্রামের আইসি অমিতাভ চন্দ বলেন, “অভিযোগে কী বলা হয়েছে, তা জানি না।” সিপিএমের গুসকরা জোনালের সম্পাদক অচিন্ত্য মজুমদারের দাবি, “কার্তিকবাবুর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। জমি তো খাস হয়েছিল। সেটা ফেরত দেওয়া কথা কেন হবে, তা জানি না” |