টুকরো খবর
হার্ভার্ড সরিয়ে দিল স্বামীকে
হার্ভার্ডে আর পড়াতে পারবেন না সুব্রহ্মণ্যন স্বামী। মুম্বইয়ের এক পত্রিকায় তাঁর একটি লেখা প্রকাশিত হয়েছিল গত জুলাইয়ে। তাতে সংখ্যালঘুদের সম্পর্কে কিছু মন্তব্য এতই বিদ্বেষপূর্ণ ছিল যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাঁকে পড়ানোর দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। স্বামী অবশ্য বলছেন, “আমার বক্তব্য না শুনেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হার্ভার্ডের উচিত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা।” জনতা পার্টির সভাপতি স্বামীর ওই লেখায় সন্ত্রাসের সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়কে জড়িয়ে বেশ কিছু উস্কানিমূলক মন্তব্য ছিল। লেখাটি সম্পর্কে জানার পরে শ’চারেক ছাত্র প্রতিবাদ জানাতে সই সংগ্রহে নামে। কিন্তু মুক্ত চিন্তা ও ভাবপ্রকাশের স্বাধীনতাকে মর্যাদা দেওয়ার ঐতিহ্য মেনে কর্তৃপক্ষ তখন তাঁদের প্রাক্তন ছাত্র স্বামীর পাশেই দাঁড়ান। কিন্তু ২০১২-র শিক্ষাক্রম ঠিক করার বৈঠকে বিতর্ক বেধে যায়। শেষ পর্যন্ত সামার স্কুলে যে দু’টি বিষয় স্বামী পড়াতেন, দু’টির সূচি থেকেই তাঁর নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়। স্বামী একে ‘বিপজ্জনক’ প্রবণতা বলে মনে করছেন। এ ভাবে বাদ পড়ার পরেও তাঁর বক্তব্য, হার্ভার্ডে পড়াতে হলে তিনি বিশ্বের কোথায় কী লিখলেন তার জন্যও জবাবদিহি করতে হবে! এটা বিপজ্জনক। যদিও হার্ভার্ডের ‘তুলনামূলক ধর্ম’-এর অধ্যাপিকা ডায়ানা এক-এর বক্তব্য, সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ ছড়ান, এমন ব্যক্তির সঙ্গে হার্ভার্ড যুক্ত থাকতে পারে না। অপ্রিয় বক্তব্য আর অবাঞ্ছিত রাজনৈতিক মত, এক জিনিস নয়। স্বামীর লেখাকে ‘মুক্তচিন্তা নয় ঘৃণার প্রকাশ’ বলেই মনে করেছেন কর্তৃপক্ষ।

আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস
আজ, ১০ ডিসেম্বর ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস’। ১৯৪৮ সালের এই দিনেই রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদে ‘মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র’ গৃহীত হয়। আর ১৯৫০ সাল থেকে শুরু হয় মানবাধিকার দিবস উদ্যাপন। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর রাজনৈতিক পরিস্থিতিতে মানুষের মৌলিক কিছু দাবি পূরণের পথে বিভিন্ন রাষ্ট্রের অঙ্গীকারের চিহ্ন এই ঘোষণাপত্র। ভারতও এই ঘোষণার অন্যতম স্বাক্ষরকারী। ভয় ও দারিদ্র-মুক্ত, নির্যাতনহীন, সমানাধিকার ও সম্মানের এক পৃথিবীর বাসিন্দা হোক প্রতিটি মানুষ— রাষ্ট্রসঙ্ঘের ঘোষণার মূলে ছিল এই লক্ষ্য। বলা বাহুল্য, সেই লক্ষ্য আজও সম্পূর্ণ অর্জিত হয়নি। রাষ্ট্রসঙ্ঘে পরবর্তী কয়েক দশকেও মানুষের মৌলিক কিছু অধিকার রক্ষার লক্ষ্যে গৃহীত হয়েছে একাধিক সনদ। মানবাধিকার আন্দোলনের সূত্রে দেশে দেশে নাগরিকদের কিছু অধিকার স্বীকৃত হয়েছে। ভারতের নাগরিকদেরও রয়েছে এমনই কয়েকটি সংবিধান-স্বীকৃত অধিকার।

জারদারি আক্রান্ত হৃদ্রোগেই, দাবি
এত দিন তাঁর অসুস্থতা নিয়ে একটা ধোঁয়াশা ছিল। কিন্তু আজ পাক সংবাদমাধ্যম এক নতুন তথ্য প্রকাশ করেছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে, হৃদ্রোগেই আক্রান্ত হয়েছিলেন পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। তবে সেটা ততটা গুরুতর ছিল না। কিন্তু হৃদ্রোগের ফলে জারদারির মাথায় রক্তক্ষরণ শুরু হয়। তাঁর মুখও অবশ হয়ে যায়। সেই জন্যই তড়িঘড়ি পাকিস্তান থেকে তাঁকে দুবাই নিয়ে যাওয়া হয়েছিল। যদিও প্রেসিডেন্টের মুখপাত্র ফারহাতুল্লা বাবর জানিয়েছেন, জারদারি স্থিতিশীল। প্রেসিডেন্টকে চিকিৎসার জন্য লন্ডনেও নিয়ে যাওয়া হতে পারে বলে পাক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। হৃদ্রোগ সংক্রান্ত অসুস্থতার কারণে আপাতত দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন জারদারি। কিন্তু কিছু জটিলতার কারণে তাঁকে দুবাই থেকে স্থানান্তরিত করা হতে পারে বলে জানা গিয়েছে। তবে এ নিয়ে সরকারি তরফে কেউ মুখ খোলেননি।

ভার্জিনিয়া টেকে ফের গুলি, মৃত পুলিশ
ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ে এক বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল এক পুলিশকর্মীর। আরও এক জন মারা গিয়েছে বলেও আশঙ্কা। ২০০৭ সালের অনুরূপ একটি ঘটনায় ৩২ জনের মৃত্যু হয়েছিল। এ দিন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ছাত্রদের সতর্ক থাকতে বলা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.