রাজ্য সরকারের নির্ধারিত সহায়ক মূল্যে চাষিদের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়। সোমবার বৈরামপুর পঞ্চায়েত এলাকায় বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাসের উপস্থিতিতে এই কাজ শুরু হয়। ছিলেন মহকুমাশাসক সঞ্জয় মুখোপাধ্যায়। এ দিন এখানে চাষিদের কাছ থেকে ৩০০ কুইন্ট্যাল ধান কেনা হয়। শুধু বনগাঁয় নয়, গাইঘাটা ব্লকের ডুমা এলোকাতেও ধান কেনা হয়। মোটা ধান কুইন্ট্যাল প্রতি ১০৮০ টাকা সরু ধান কুইন্ট্যাল প্রতি ১১১০ টাকায় কেনা হয়েছে। ডুমা এলাকায় এ দিন ৬০০ কুইন্ট্যাল ধান কেনা হয়। মহকুমাশাসক বলেন, “এখন থেকে মহকুমার সর্বত্রই ধান কেনার কাজ চলবে। ধান বিক্রি করতে পেরে চাষিরাও স্বস্তিতে।
|
পাচার কিশোরী উদ্ধার, ধৃত ১ |
এক কিশোরীকে দেহ ব্যবসায় নামানোর অভিযোগে পুণের এক নিষিদ্ধপল্লির মালিককে গ্রেফতার করল সিআইডি। সিআইডি সূত্রের খবর, মালিকের নাম গৌরী তামাং। বাড়ি নেপালে। ৪ ডিসেম্বর তাকে আলিপুর আদালতে হাজির করা হলে বিচারক পাঁচ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
সিআইডি জানায়, রায়দিঘির বাসিন্দা কুলসুম বিবির অভিযোগ, তাঁর কিশোরী মেয়েকে কলকাতায় চাকরি দেওয়ার নামে বিক্রি করে দেয় জামাই মুসারফ ও মাজেদা বিবি নামে এক মহিলা। মুসারফ ও মাজেদাকে পুলিশ গ্রেফতার করলেও, কিশোরীর হদিস মিলছিল না। সিআইডি জানতে পারে, ওই কিশোরীকে পুণের এক পতিতালয়ে দেহ ব্যবসায় লাগানো হয়েছে। গত সেপ্টেম্বরে পুণের ওই পতিতালয় থেকে কুলসুমের মেয়েকে উদ্ধার করে আনেন গোয়েন্দারা।
|
রেলের কাজ দেখতে ক্যানিংয়ে মন্ত্রী |
ক্যানিং থেকে ভাঙনখালি রেল লাইন সম্প্রসারণের কাজ হচ্ছে। পাশাপাশি, ঘুটিয়ারিশরিফ থেকে ক্যানিং পর্যন্ত ডাবল লাইনেরও কাজও চলছে। সোমবার দু’টি কাজ খতিয়ে দেখতে ক্যানিংয়ে আসেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চৌধুরীমোহন জাটুয়া, জয়নগরের সাংসদ তরুণ মণ্ডল, রেল বোর্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর জয়ন্ত সাহা, শিয়ালদহের ডিআরএম এস কে দাস প্রমুখ। তিন মাসের মধ্যে ডাবল লাইনের কাজ এবং দু’বছরের মধ্যে রেল লাইন সম্প্রসারণের কাজ শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন জয়ন্তবাবু।
|
সোমবার উত্তর ২৪ পরগনার বাগদায় বিডিও-র দফতরে ভূমিহীনদের মধ্যে জমির পাট্টা বিলি করা হল। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক প্রভাস বিশ্বাস, বিডিও খোকনচন্দ্র বালা, বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি দীনবন্ধু মণ্ডল এবং বন ও ভূমি কর্মাধ্যক্ষ কার্তিক বাইন। খোকনবাবু বলেন, “এ দিন ১৭৪ জনকে পাট্টা দেওয়া হয়েছে।” |