টুকরো খবর
ত্রিমুখী লড়াইয়ে জয়ী বামফ্রন্ট
শেখদিঘি হাইস্কুলের নির্বাচনে জিতল সিপিএম। গত ১৮ বছর ধরে এই স্কুলের পরিচালন সমিতি সিপিএমেরই হাতে রয়েছে। রবিবার কংগ্রেস, তৃণমূল এবং সিপিএম ত্রিমুখী লড়াইয়ে ৬টি আসনের মধ্যে ৬টিতেই জিতেছে বামপ্রার্থীরা। দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল। কংগ্রেস নেমে গিয়েছে তৃতীয় স্থানে। তবে প্রাপ্ত ভোট বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, তৃণমূল এবং কংগ্রেস জোট করে লড়লে এই স্কুল কিন্তু সিপিএমের হাত ছাড়া হত। তবে শেখদিঘি গত দু’দশক ধরে বাম দুর্গ হিসেবেই পরিচিত। গত বিধানসভা নির্বাচনেও এই এলাকার বেশিরভাগ বুথে এগিয়ে ছিল সিপিএম প্রার্থীই। মুর্শিদাবাদে স্কুল নির্বাচনে কংগ্রেস ও তৃণমূলে কোনও জোট হয়নি। তৃণমূলের জেলা সভাপতি সুব্রত সাহা বলেন, “জেলা স্কুল পরিচালন সমিতির নির্বাচনে তৃণমূল জোট চাইলেও কংগ্রেস রাজি না হওয়ায় সর্বত্রই একক ভাবেই লড়ছে তৃণমূল।” জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অশোক দাসের দাবি, “তৃণমূল তো এই জেলায় সিপিএমেরই দোসর। তাই কোনও নির্বাচনেই তাঁদের সঙ্গে মুর্শিদাবাদে জোট হওয়া সম্ভব নয়।” জেলা কংগ্রেসের আর এক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, “বিধানসভা নির্বাচনের পর থেকে এ পর্যন্ত ১১৮টি স্কুল পরিচালন সমিতির নির্বাচনে ৮৭টি দখল করেছে কংগ্রেস। সিপিএম পেয়েছে ২১টি। তৃণমূল জিতেছে ৯টিতে।” সাগরদিঘির সিপিএম নেতা ও জেলা কমিটির সদস্য জ্যোতিরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, “বামবিরোধী ভোটের বিভাজন হলে তা নিঃসন্দেহে বামফ্রন্টের পক্ষে মঙ্গল। মানুষ ৬ মাসেই ওদের নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ দেখে বিরক্ত।”

ফের শুরু হবে ধান কেনা
চাষিদের কাছ থেকে সরাসরি ধান কেনা বন্ধ রয়েছে অভিযোগে সোমবার দুপুরে ডোমকল মহকুমা শাসকের দফতরে বিক্ষোভ দেখালেন কৃষিজীবীরা। কিছু দিনের মধ্যেই আবার ধান কেনা শুরু হবে বলে প্রশাসন আশ্বাস দেওয়ার পরে ধর্না তুলে নেন চাষিরা। প্রশাসন জানিয়েছে, ধান কেনার কাজ শুরু হয়েছিল, কিন্তু তখন পর্যাপ্ত ধান কেনা যায়নি বলে তা বন্ধও করে দেওয়া হয়েছিল। তবে এ বার কৃষিজীবীরাই যখন উৎসাহ দেখাচ্ছেন, তখন আবার ধান কেনা শুরু হবে। ডোমকল এলাকার চাষি ওমর ফারুক খন্দকার বলেন, “সরকার যখন ধান কেনা শুরু করে দিয়েছিল, তখন চাষিদের ঘরেই তেমন ভাবে ধান ওঠেনি। কিন্তু এখন ধান পেকেছে। ধান ঘরে এসেছে। এখনই আবার সরকারের ধান কেনা বন্ধ। তাই আমরা এই দিন ধর্না দিয়েছিলাম।” ডোমকলের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৌমেন দত্ত বলেন, “আগে মাইকে প্রচার করে ধান কেনা শুরু হয়। কিন্তু তখন ধান না মেলায় ধান কেনা বন্ধ হয়ে যায়। কয়েক দিনের মধ্যে আবার তা শুরু হবে।”

রাস্তা সংস্কারের দাবি, অবরোধ
রাস্তার দশা। ছবি: সুদীপ ভট্টাচার্য।
রাস্তা বেহাল দীর্ঘ দিন। তার উপরে রাস্তার পাশের জলের পাইপ ফেটে জল জমছে রাস্তাতেই। ভাঙাচোরা রাস্তা আর নোংরা জলে কৃষ্ণনগরের অনন্তহরি রোডে যাতায়াত করাই দায়। বহু দিন ধরেই রাস্তা মেরামতের দাবি করছেন এলাকার বাসিন্দারা। তবে প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি। এর প্রতিবাদে সোমবার সকালে প্রায় আধ ঘণ্টা কৃষ্ণনগর হাইস্কুলের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় ব্যবসায়ীরা। অনন্তহরি রোড কৃষ্ণনগরের একটি গুরুত্বপূর্ণ রাস্তা। শহরের বাইরে যেতে বা শহরে ঢুকতে এই রাস্তাই ব্যবহার করতে হয় যাত্রীদের। এ দিন অবরোধের ফলে রাস্তায় ব্যপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পুরসভার সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। স্থানীয় ব্যবসায়ী শান্তনু ধর বলেন, “দীর্ঘ দিন ধরে রাস্তার জল জমে। পাশের পাইপ ফেটে যাওয়ায় সেই জল জমছে রাস্তায়। রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। এই রাস্তায় চলাফেরা করা খুবই বিপজ্জনক। যে কোনও সময়ে দুর্ঘটনা ঘটতে পারে।” কৃষ্ণনগরের পুরপ্রধান কংগ্রেসের অসীম সাহা বলেন, “নতুন জল প্রকল্প চালু হওয়ায় জলের চাপ বেড়ে গিয়েছে। ফলে পুরনো জলের পাইপে ফাটল ধরেছে ওই এলাকার পাইপ লাইন মেরামত করে দ্রুত রাস্তা সংস্কার করা হবে।”

গ্রাম প্রধানের অপসারণেই সায় কোর্টের
সংখ্যাগরিষ্ঠ তৃণমূল সদস্যেরা কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত প্রধানকে সরিয়ে দিয়েছিলেন। প্রথম দফার মামলায় সেই প্রধান জিতে গেলেও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সোমবার তাঁর অপসারণের পক্ষেই রায় দিয়েছে। মুর্শিদাবাদের টেঁয়া বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন কংগ্রেসের বিব্রতনারায়ণ মিত্র। ১৩ সদস্যের ওই পঞ্চায়েতে তৃণমূলের সমর্থনে সাত জন রয়েছেন। অনাস্থা প্রস্তাব এনে সংখ্যাগরিষ্ঠ সদস্য কংগ্রেস প্রধানকে অপসারিত করেন। অপসারিত প্রধান যান হাইকোর্টে। প্রধানের পক্ষে রায় দেন বিচারপতি নাদিরা পাথেরিয়া। তৃণমূলের পক্ষে আইনজীবী ইদ্রিশ আলি বলেন, ৭ সদস্য সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে আপিল করেন। বিচারপতি প্রণব চট্টোপাধ্যায় ও মৃণালকান্তি সিংহের ডিভিশন বেঞ্চ সোমবার সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে দিয়ে জানায়, সংখ্যাগরিষ্ঠ সদস্য আইনি পদ্ধতিতে প্রধানকে সরিয়েছেন। আইনজীবীদের বক্তব্য ছিল, ১৩ সদস্যের পঞ্চায়েতে সাত সদস্য ওই প্রধানের বিরুদ্ধে, তাই তিনি আর ওই পদে থাকতে পারেন না। প্রধান যে আস্থা হারিয়েছেন, তা নিয়ে ডিভিশন বেঞ্চের সন্দেহ ছিল না। ডিভিশন বেঞ্চ অবিলম্বে আইনগত ভাবে নতুন প্রধান নিয়োগের নির্দেশ দিয়েছে।

অপহরণের অভিযোগ
এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে সুতির বালিয়াঘাটি গ্রামে। রবিবার রাতে স্থানীয় এক যুবক ও তার কয়েক জন বন্ধু অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। ওই কিশোরীর বাব সুলতান হোসেন পেশায় বিড়ি ব্যবসায়ী। দিন কয়েক আগে ওই কিশোরীর দাদা মাসুদ শেখের সঙ্গে অভিযুক্ত ওই যুবকের ঝামেলা হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

দুর্ঘটনায় মৃত্যু
দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। সোমবার সকালে ধুলিয়ানের প্রধান সড়কে বাইকের সঙ্গে একটি ছোট লরির সংঘর্ষ হয়। মাসুদ আলম (৩৬) নামে ওই বাইকারোহী গুরুতর আহত হন। তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

কাটা পড়ে মৃত্যু
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে জিয়াউল মোমিন (২০) নামে এক যুবকের। বাড়ি ফরাক্কায়। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে আজিমগঞ্জ-ফরাক্কা রেল লাইনের ধুলিয়ান স্টেশনের কাছে।

নির্বাচনে টাই
রানাঘাট গ্রন্থাগারের পরিচালন সমিতির নির্বাচনে সিপিএম ও তৃণমূলের টাই হয়েছে। মোট ৮টি আসনের মধ্যে তৃণমূল ৪টি ও সিপিএম ৪টি আসন দখল করেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.