তৃণমূলের যুব নেতার অপসারণ |
তৃণমূলের ব্লক যুব সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি হারুন রশিদকে। রবিবার নিমতৌড়িতে যুব তৃণমূলের এক বৈঠকে যুব তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি তথা নন্দকুমারের বিধায়ক সুকুমার দে এই ঘোষণা করার পরে সোমবার অনুগামীদের নিয়ে পাল্টা সাংবাদিক বৈঠক করেন হারুন রশিদ। দলের গঠনতন্ত্র ভেঙে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে বলে বৈঠকে অভিযোগ জানান হারুন রশিদ। তাঁর বক্তব্যকে সমর্থন জানান বৈঠকে উপস্থিত পঞ্চায়েত সমিতির আট কর্মাধ্যক্ষ, আট জন পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে স্থানীয় তৃণমূল নেতারা। এর প্রতিবাদে পদত্যাগ করতে চেয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ নেতৃত্বের কাছে এ দিন চিঠিও পাঠিয়েছেন অনুগামীরা। এই ঘটনাকে কেন্দ্র করে দলীয় কোন্দল প্রকাশ্যে চলে আসায় বিব্রত তৃণমূলের জেলা নেতৃত্ব মুখে কুলুপ এঁটেছেন। ১২ জানুয়ারি কলকাতায় দলীয় সভার প্রস্তুতি হিসাবে রবিবার নিমতৌড়িতে দলীয় কার্যালয়ে যুব তৃণমূলের তরফে সভা হয়। সেই সভায় হারুন রশিদকে অপসারণ ও ওই পদে গৌতম সিংহকে নিযুক্তির কথা ঘোষণা করেন সুকুমারবাবু। তাঁর ব্যাখ্যা, “রাজ্যকমিটির নির্দেশ অনুযায়ী ত্রিস্তর পঞ্চায়েতের প্রধান, সভাপতি ও সভাধিপতিরা দল বা দলীয় সংগঠনের সভাপতি পদে থাকতে পারে না। এ ছাড়াও বেশ কিছু সাংগঠনিক সমস্যার কারণেই এই সিদ্ধান্ত।” অন্য দিকে, হারুন রশিদের অভিযোগ, “প্রস্তুতি সভায় এ ধরনের ঘোষণা নিয়ম বহির্ভূত। দলের গঠনতন্ত্র ভেঙে এই ধরনের সিদ্ধান্ত। তা ছাড়া যুব তৃণমূলের নিষ্ক্রিয় কর্মী গৌতম সিংহ বিজেপি ঘনিষ্ঠ। ভগবানপুরের বিধায়ক অর্ধেন্দু মাইতির কাছের লোক বলেই তাঁকে ওই পদে বসানো হয়েছে।” অর্ধেন্দুবাবু এই নিয়ে মন্তব্য করতে চাননি। তবে, তৃণমূল সূত্রে খবর, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও গোষ্ঠীদ্বন্দ্বে মদত দেওয়ার অভিযোগ ছিল হারুন রশিদের বিরুদ্ধে। সেই কারণেই এই সিদ্ধান্ত।
|
৬ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের উদ্দেশে সোমবার কোলাঘাটের জমি মালিকদের নিয়ে শুনানি করল প্রশাসন। এ দিকে, এ দিনই জমি অধিগ্রহণের প্রতিবাদে অবস্থান আন্দোলনে নামল পাঁশকুড়ার মেচগ্রাম এলাকার জমি সুরক্ষা সংগ্রাম কমিটি। পাঁশকুড়া পুরাতন বাজারে মঞ্চ বানিয়ে জমায়েত করে তারা। কমিটির দাবি, এর আগে ওই সড়ক চার লেনে সম্প্রসারণের সময় মেচগ্রাম থেকে নেকড়া পর্যন্ত বাইপাস তৈরি করতে প্রচুর কৃষিজমি অধিগ্রহণ করা হয়েছিল। নতুন করে জমি অধিগ্রহণের কোনও প্রয়োজন নেই। তা ছাড়া সেই সময় কৃষকেরা উপযুক্ত ক্ষতিপূরণও পাননি। তাই প্রতিবাদ জানানো হয়েছে।
|
তিন সপ্তাহ ধরে নিখোঁজ ছিল ন’বছরের শিবশঙ্কর মুখী। সোমবার সকালে গ্রামেরই ধানখেতের ধারে মাটি খুঁড়ে উদ্ধার হল তার দেহাবশেষ। ঘটনা নয়াগ্রামের আড়রা পঞ্চায়েতের শালগেড়িয়া গ্রামের। বালকটিকে অপহরণ-খুন করেছে সন্দেহে গ্রামেরই ফগো হাঁসদাকে পুলিশ গ্রেফতার করেছে। ব্যক্তিগত আক্রোশেই এই খুন বলে মনে করছে পুলিশ। |