পরপর তিন বার বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে লিওনেল মেসি। বার্সেলোনা-তারকাকে কড়া চ্যালেঞ্জের সামনে অবশ্য ফেলবেন রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মেসি-রোনাল্ডো ছাড়া ফিফা ব্যালন ডি’ওর-এর চূড়ান্ত মনোনয়ন পেলেন জাভি। মেসির বার্সেলোনা-সতীর্থ গত বছরও মনোনীত হয়েছিলেন। প্রচণ্ড খুশি মেসি ফেসবুকে লিখেছেন, “ব্যালন ডি’ওর-এর শেষ তিনে মনোনীত হয়ে দারুণ লাগছে। যাঁরা ভোট দিয়েছেন তাঁদের সবাইকে ধন্যবাদ।” দু’বছর আগে মেসি প্রথম ব্যালন ডি’ওর পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং জাভিকে হারিয়েই। বষর্সেরা কোচের জন্য চূড়ান্ত লড়াই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অ্যালেক্স ফার্গুসন, রিয়াল মাদ্রিদের হোসে মোরিনহো এবং বার্সেলোনার পেপ গুয়ার্দিওলা-র মধ্যে। বছরের সেরা গোলদাতার পুরস্কার পুসকাস ট্রফির জন্য লড়ছেন মেসি, নেইমার এবং ওয়েন রুনি। ৯ জানুয়ারি জুরিখে পুরস্কার অনুষ্ঠান ফিফার। ২০১০-এর আগে ব্যালন ডি’ওর শুধু ইউরোপের সেরা ফুটবলারকে দেওয়া হত। সেই সময় একমাত্র মিশেল প্লাতিনি পরপর তিনবার বর্ষসেরা হয়েছিলেন। এ ছাড়া সব মিলিয়ে তিন বার করে এই পুরস্কার পেয়েছেন জোহান ক্রুয়েফ এবং মার্কো ফান বাস্তেন।
|
লন্ডন অলিম্পিকে ডাও কেমিক্যালস-এর স্পনসর করার বিরুদ্ধে ভারতীয় অলিম্পিক সংস্থা (আইওসি)-কে একটি চিঠি দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। তাদের তরফে জানানো হয়েছে, ভোপাল গ্যাস দুঘর্টনায় ডাও কেমিক্যালসের জড়িত থাকার অভিযোগ রয়েছে। ১৯৮৪ সালের সেই দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত দশ হাজার জনের মৃত্যু হয়েছে। তাই এ ব্যাপারে ভারতের আবেগ জড়িয়ে আছে। অনেক প্রাক্তন অলিম্পিক প্রতিযোগীও অলিম্পিকের সঙ্গে ডাও কেমিক্যালসের জড়িত থাকার বিষয়ে আপত্তি তুলেছেন বলে চিঠিতে জানানো হয়েছে। মন্ত্রকের তরফে আইওসি-কে অনুরোধ করা হয়েছে যাতে তারা আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার কাছে এ ব্যাপারে জানায় এবং ডাও কেমিক্যালসকে ২০১২-র লন্ডন অলিম্পিকে স্পনসর থেকে বাদ দেওয়ার চেষ্টা করে।
|
‘দ্য টেলিগ্রাফ’ স্কুল দাবার সেরা দুই দাবাড়ুর লড়াইয়ে হার মানল স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের সায়ন্তন দাস। সাউথ পয়েন্টের দীপ্তায়ন ঘোষের কাছে। নবম রাউন্ডের শেষে দু’জনেই আট পয়েন্ট পেয়ে শীর্ষে। আট পয়েন্টে আরও আছে শুভ্রদীপ্ত দাস এবং শুভঙ্কর মাইতি। দু’জনেই সোমবার অঘটন ঘটিয়েছে। যথাক্রমে অভ্রপ্রতিম মান্না ও চন্দ্রাশিস মজুমদারকে হারিয়ে। দাবার আন্তর্জাতিক মিট: হাওড়া জেলা দাবা সংস্থার উদ্যোগে ফিডে রেটেড দাবা ৮ থেকে ১২ ডিসেম্বর। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অংশ নেবেন বাংলাদেশ, নেপাল এবং মায়ানমারের দাবাড়ুরাও। |