সাফ কাপে ভারতই ফেভারিট, মনে করছেন ভাইচুং ভুটিয়া। জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক এ দিন শিলিগুড়িতে নিজের ফুটবল অ্যাকাডেমির জন্য জমি দেখতে এসে বললেন, “দিল্লিতে ভারতই জিতবে বলে আমার বিশ্বাস। ভাল দল তৈরি করেছেন স্যাভিও।” ভারতীয় দলে বরাবর বিদেশি কোচের সমর্থক ভাইচুং আরও বলেন, “স্যাভিও ভাল কোচ। ওঁর কাজের বিচার করার আগে সময় দিতে হবে।” কিন্তু স্যাভিওর দলের দুই স্ট্রাইকার সুনীল ছেত্রী এবং জেজে-র চেয়েও তাঁর সিকিম ইউনাইটেডের ফরোয়ার্ড সুশীল সিংহকে এগিয়ে রাখছেন ভাইচুং।
শিলিগুড়ি শিবমন্দিরের কাছে রঙিয়ায় অ্যাকাডেমির জন্য ২৫ একর খাস জমি দেখে পছন্দ হয়েছে ভাইচুংয়ের। সব ঠিকঠাক থাকলে ২০১২-র মাঝামাঝি অ্যাকাডেমি চালু করতে চান তিনি। সরকারের তরফে অ্যাকাডেমির জন্য সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, “রাজ্যে ফুটবল অ্যাকাডেমি গড়তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগী। পাহাড়ে ফুটবল নিয়ে উন্মাদনা রয়েছে। এখানকার চা-বাগান, আদিবাসীদের মধ্যে ফুটবল প্রতিভা রয়েছে। সে জন্য শিলিগুড়িতে অ্যাকাডেমি করতে ভাইচুংকে বলেছিলাম। সিকিম ওর জন্মস্থান। শিলিগুড়ির কাছেই।”
কেমন হবে অ্যাকাডেমি? ভাইচুং জানাচ্ছেন, অনূর্ধ্ব ১৬ ছেলেদের নিয়ে আবাসিক অ্যাকাডমি গড়া হবে। অন্তত ৪০ জন শিক্ষার্থী থাকবে। অ্যাক্যাডেমির কাজ তিনটি পর্যায়ে শেষ করা হবে। জিম, সুইমিং পুল ছাড়াও সমস্ত সুযোগসুবিধা থাকবে। অনুশীলনের জন্য তিনটে মাঠের একটা থাকবে কৃত্রিম ঘাসের। দেশের সেরা কোচদের পাশাপাশি বিদেশি কোচদেরও আনা হবে। দেশের বিভিন্ন ফুটবল টিম চাইলে নির্দিষ্ট অর্থের বিনিময়ে অ্যাকাডেমির মাঠে প্র্যাক্টিস করতে পারবে। |