অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতার এ বারই সেরা সুযোগ ভারতের, মনে করছেন অ্যাডাম গিলক্রিস্ট। মুম্বইয়ে বিজ্ঞাপনের কাজে এসে কিংবদন্তি অস্ট্রেলীয় কিপার-ব্যাটসম্যান বলেছেন, “অস্ট্রেলিয়া এখন একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। নিজেদের চেনা ছন্দ খুঁজছে। ভারত তাই বছর শেষে অস্ট্রেলিয়ায় এসে প্রথম বার টেস্ট সিরিজ জিতে নিতেই পারে। সাধারণ ধারণা হল, অস্ট্রেলীয় পিচগুলো আগের চেয়ে নিষ্প্রাণ হয়ে গেছে। ভারতীয় ব্যাটসম্যানরা সব বিশ্বমানের। ফলে আরও সহজে সেঞ্চুরি পাবে। ভারতীয় ব্যাটিংয়ের উঁচু মান নিয়ে কোনও সন্দেহ নেই। তবে অস্ট্রেলিয়ার পিচ যতটা বলা হচ্ছে, ততটা গতি আর বাউন্স-হীন হয়ে গেছে বলে আমি মনে করি না।”
গিলক্রিস্ট বরং মনে করছেন, ভারতের নতুন স্পিন-জুটির অস্ট্রেলিয়া সফরে সফল হওয়ার সম্ভাবনা আছে যথেষ্ট। “অশ্বিন বেশ লম্বা। ফলে অস্ট্রেলীয় উইকেটের বাউন্স কাজে লাগাতে পারবে। ওঝার সঙ্গে আইপিএলে এক টিমে খেলেছি। ও অনেকটা স্পিন করাতে পারে।”
|
রাজুর পরামর্শ নিয়ে অস্ট্রেলিয়ার জন্য তৈরি হচ্ছেন প্রজ্ঞান। |
পাশাপাশি দুই নতুন পেসার উমেশ যাদব ও বরুণ অ্যারনেরও প্রশংসা করেছেন গিলক্রিস্ট। হরভজনের না থাকাটা কি সিরিজে ভারতের দিক থেকে আগ্রাসী মনোভাবের অভাব ডেকে আনবে প্রশ্ন হলে গিলক্রিস্টের জবাব, হরভজন কী কারণে বাদ পড়েছেন তিনি জানেন না। তবে দলে সৌরভ গঙ্গোপাধ্যায় যে আগ্রাসী মানসিকতা সঞ্চার করেছিলেন, তার পর থেকে ভারত সব সময় ইতিবাচক মনোভাব নিয়ে অস্ট্রেলিয়া সফরে আসে। কিন্তু রিকি পন্টিংকে ভারত সিরিজ থেকে নির্বাচকেরা বাদ দেবেন না বলেই মনে করেন গিলক্রিস্ট। “ও দলে থাকা মানে একটা বাড়তি ওজন থাকা। তা ছাড়া ওর শেষ দু’টো টেস্টে দু’টো হাফসেঞ্চুরি দেখে মনে হচ্ছে ও ছন্দে আছে।”
এ দিকে, গিলক্রিস্টের ধারণাকে সত্যি করে তুলতে হায়দরাবাদে গভীর অনুশীলনে নিজেকে ডুবিয়ে রেখেছেন প্রজ্ঞান ওঝা। বাঁ-হাতি স্পিনার বলেছেন, “লক্ষ্মণ আর বেঙ্কটপতি রাজুর পরামর্শ নিচ্ছি। যারা অস্ট্রেলিয়ার পিচে ভাল করেছে। মেলবোর্নে প্রথম টেস্টের আগে দু’টো প্র্যাক্টিস ম্যাচ পাব। যেখানে নিজেকে অস্ট্রেলীয় পরিবেশের সঙ্গে সড়গড় করে নেব। ভারত তিন পেসার-এক স্পিনারে খেলবে কি না, তা নিয়ে আমার মাথাব্যথা নেই। নিজেকে তৈরি রাখছি সেরা ফর্মে। যাতে সুযোগ এলেই নিজের সেরাটা দিতে পারি।” |