আইআইএম ছাড়া দেশের অন্য সব ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য একটিই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। আজ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, আগামী শিক্ষাবর্ষ (২০১২-১৩) থেকে কমন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট (সিম্যাট) পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই ম্যানেজমেন্ট পাঠ্যক্রমে ভর্তি হতে হবে। যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই)-এর আওতায় ডিপ্লোমা ও ডিগ্রি স্তরে ম্যানেজমেন্ট পড়িয়ে থাকে, সেগুলিই ওই সিম্যাটের আওতায় আসতে চলেছে। ২০-২৮ ফেব্রুয়ারি অনলাইনে এই পরীক্ষা ৬১টি শহরে হবে। তবে দেশের ১৩টি আইআইএম প্রতিষ্ঠানে আগের মতোই কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট)-এর মাধ্যমে ভর্তি হতে হবে।
দেশে একটি মাত্র পরীক্ষার মাধ্যমে আইআইটি-জয়েন্ট ও ম্যানেজমেন্টে পড়ুয়াদের ভর্তি করা যায় কি না, তা নিয়ে বহু দিন ধরেই সচেষ্ট ছিলেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিব্বল। ছাত্র-ছাত্রীদের উপর থেকে একাধিক পরীক্ষার চাপ কমাতে এই পদক্ষেপ করতে চাইছিল মন্ত্রক। গত জুলাইয়ে সুপ্রিম কোর্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটিই প্রবেশিকা পরীক্ষা নেওয়ার পরামর্শ দেয়। তার পরেই আজ এই সিদ্ধান্ত। ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ক্ষেত্রেও কেন্দ্র নীতিগত ভাবে একটিই প্রবেশিকা পরীক্ষার পক্ষে। বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন বা ক্যাবের বৈঠকে। মন্ত্রক জানিয়েছে, ম্যানেজমেন্ট শিক্ষার বিভিন্ন প্রতিষ্ঠানগুলির যে নিজস্ব প্রবেশিকা পরীক্ষা আছে, তা বন্ধ করতেই একটিমাত্র পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একটি পরীক্ষা হলে আর্থিক ভাবেও উপকৃত হবেন ছাত্রছাত্রীরা। ‘সিম্যাট’ পরীক্ষার মাধ্যমে ‘এআইসিটিই’-র আওতায় আসছে শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রায় চার লক্ষ আসন। বেসরকারি ও রাজ্য সরকারের আওতায় থাকা সব ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানকে এআইসিটি-তে নাম তুলতে হবে। |