টুকরো খবর
স্কুলে প্রদর্শনী
সাধারণ মানুষের মধ্যে কলকাতার ইতিহাস-সহ তার নানা দিককে তুলে ধরতে এক প্রদর্শনী করবে মডার্ন হাই স্কুল। আইস স্কেটিং রিঙ্কে এই প্রদর্শনীর উদ্বোধন হবে ৮ ডিসেম্বর। দর্শকরা ৯ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত এই প্রদর্শনী দেখতে পাবেন। সোমবার এক সাংবাদিক বৈঠকে স্কুলের অধ্যক্ষা দেবী কর এ কথা জানিয়েছেন। স্কুলের হীরক জয়ন্তী বর্ষ উদ্যাপনের অঙ্গ হিসেবেই এই অনুষ্ঠান। অধ্যক্ষা জানিয়েছেন, কলকাতার নানা দিক তুলে ধরতে এই অনুষ্ঠান। এতে গোটা বিষয়টি তৈরি করেছে স্কুলের ছাত্রীরা। ছিলেন শিক্ষিকা এবং প্রাক্তনীদের অনেকে। প্রদর্শনীর পাশাপাশি নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতা নিয়ে এক আলোচনাচক্রেরও আয়োজন করা হয়েছে। সেখানে হাজির থাকবেন সমাজের বিশিষ্টজনেরা।

এডিবি-র সাহায্য
কলকাতা উন্নয়নের দ্বিতীয় পর্যায়ের কাজে ১২৫০ কোটি টাকা ঋণ দিতে সম্মত হল এশীয় উন্নয়ন ব্যাঙ্ক (এডিবি)। এ ব্যাপারে আনুষ্ঠানিক চুক্তির আগেই পুরসভা নিজস্ব পরিকল্পনা অনুযায়ী ৬০ কোটি টাকার কাজ করাতে পারবে। সোমবার মেয়র শোভন চট্টোপাধ্যায় ওই খবর জানান। মেয়র বলেন, “জল সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, জল উৎপাদন ও বণ্টনে কম্পিউটার রিডিং ব্যবস্থা চালু, নিকাশির জন্য ক্ষমতাশালী পাম্প বসানো, নিকাশি নালা তৈরি, রাস্তায় ভেপার আলোর পরিবর্তে এলইডি আলো লাগানোর কাজ হবে। তিনি জানান, আগামী জুন মাসে এডিবির দ্বিতীয় দফার ঋণ চুক্তি স্বাক্ষর হওয়ার কথা। পুরসভার ১২২ থেকে ১২৭ নম্বর ওয়ার্ডের নিকাশি, জল সরবরাহ ব্যবস্থার উন্নয়নের উপর দ্বিতীয় পর্যায়ে গুরুত্ব দেওয়া হবে।

দুর্ঘটনা, জখম ৩
দুর্ঘটনায় গুরুতর জখম হলেন হেলমেটবিহীন দুই মোটরবাইক সওয়ারি। রবিবার, তারাতলা রোডে। মোটরবাইক চালক সামান্য আহত হন। পুলিশ জানায়, মোটরবাইকে তিন যুবক ছিলেন। আচমকা চালক নিয়ন্ত্রণ হারালে ছিটকে পড়েন তিন জনই। হেলমেটবিহীন দুই আরোহী স্থানীয় নার্সিংহোমে ভর্তি। অন্য দিকে, সোমবার বাইপাসের পঞ্চান্নগ্রামে বাসের ধাক্কায় চিংড়িঘাটার বাসিন্দা এক প্রৌঢ় গুরুতর জখম হন। বাস-সহ চালক পলাতক।

জেড্ডায় ভিক্ষা, গ্রেফতার তিন
হজ করতে গিয়ে জেড্ডায় ভিক্ষা করার অভিযোগ উঠেছে কয়েক জনের বিরুদ্ধে। সেখান থেকে বিশেষ উড়ানে সোমবার ভোরে কলকাতায় নামার পরে এমনই তিন যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম ঝরবেশ শেখ, শেখ মিকাইল ও রবিউল হক। তিন জনেরই বাড়ি মুর্শিদাবাদের কান্দিতে। পুলিশ জানায়, এই অভিযোগ আছে আরও দু’জনের নামে। তাঁরা এখনও ফেরেননি। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, অক্টোবরের শেষ সপ্তাহে জেড্ডায় এই পাঁচ জনকে ভিক্ষা করতে দেখা গিয়েছিল। কলকাতায় হজ কমিটির এক সদস্য জানান, জেড্ডায় বসে ভিক্ষা করে পাঁচ দিনে তাঁরা এক কোটি টাকারও বেশি পেয়েছিলেন। ধৃতেরা জানান, বেলডাঙার মহম্মদ শরিফুলের নির্দেশেই তাঁরা ভিক্ষা করছিলেন। শরিফুলও গ্রেফতার হয়েছেন।

কিছুটা উন্নতি মমতার মায়ের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মা গায়ত্রীদেবীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এসএসকেএম হাসপাতাল সূত্রে সোমবার জানানো হয়, তাঁর রক্তচাপ তুলনামূলক ভাবে বেড়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তবে এখনও তাঁকে ভেন্টিলেশন থেকে বার করা হয়নি। সন্ধ্যায় মাকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী।

‘হুমকি ফোন’
মহাকরণে বোমা থাকার ভুয়ো হুমকি দিয়ে লালবাজারে ফোন করার অভিযোগে সোমবার ধরা পড়ল বছর পনেরোর এক কিশোর। পুলিশ জানায়, দিন দুই ধরে অনেক বার ওই ফোন আসে। নিছক ‘মজা’ করতে আত্মীয়ের মোবাইল থেকে ফোন করে ছেলেটি। জুভেনাইল আদালত তাকে জামিনে মুক্তি দেয়।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.