জানুয়ারিতেই গাড়ির দাম বাড়াচ্ছে টয়োটা |
জানুয়ারি থেকেই দেশে গাড়ির দাম বাড়াচ্ছে টয়োটা কির্লোস্কর। ভারতে তৈরি গাড়ির দাম বাড়বে ১.৫-৩%। ইয়েনের তুলনায় টাকার দাম পড়ায় যন্ত্রাংশ আমদানির খরচ বেড়েছে। তাই এই সিদ্ধান্ত। চলতি বছরে তিন বার দাম বাড়িয়েছে টয়োটা। ডেপুটি এমডি (বিপণন) সন্দীপ সিংহ বলেন, “আগে ১-২% দাম বাড়ত। কিন্তু এখন টাকা ও ইয়েনের দামের ফারাক এতটাই যে, দামও বেশি বাড়াতে হচ্ছে।” তাঁর দাবি, এত দিন বাড়তি চাপ সংস্থা বহন করলেও এখন তার কিছুটা ক্রেতার উপর না চাপিয়ে উপায় নেই। এ দেশে সংস্থাটি লিভা, এটিওস, করোলা অল্টিস, ফরচুনার ও ইনোভা তৈরি করে। কোন গাড়ির দাম কত বাড়বে, তা এ মাসের তৃতীয় সপ্তাহে চূড়ান্ত হবে। ফরচুনারের দামই সর্বাধিক বাড়বে (প্রায় ৫০ হাজার টাকা) বলে সিংহের ইঙ্গিত। কাঁচা মালের দাম বাড়ায় মুনাফা কমছিল গাড়ি সংস্থাগুলির। এর উপর টাকার দাম পড়ে যাওয়ায় টয়োটা ছাড়াও মারুতি-সুজুকি, জিএম-এর মতো সংস্থাও দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছে।
|
বক্সা ও লাগোয়া এলাকায় পর্যটন বিকাশে পৃথক কমিটি তৈরি করল ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন। বক্সা ও লাগোয়া এলাকার রাজাভাতখাওয়া, রায়মাটাং, আদমা এলাকার স্থানীয় সংস্কৃতিকেই পর্যটকদের সামনে তুলে ধরার পরিকল্পনা নিয়েছে ওই সংগঠনটি। নয়া কমিটির সভাপতি ও যুগ্ম সম্পাদক পদে মনোনীত হয়েছেন যথাক্রমে তারাশঙ্কর থাপা, রাজকুমার লামা ও শেখর ভট্টাচার্য। সংগঠনের পক্ষে সৌমিত্র কুণ্ডু এবং সাধন রায় জানান, পর্যটনকে নির্ভর করে এই এলাকার অর্থনীতি যাতে আরও শক্তিশালী হাতে পারে, নয়া কমিটি সেই ব্যাপারে নজর দেবে।
|
উত্তরবঙ্গের চা শ্রমিক এবং ছোট চা বাগান মালিকদের বিনিয়োগ সম্পর্কে সচেতন করতে চায় বিসিপিএস। সংস্থার পক্ষ থেকে তাঁদের এই পরিকল্পনা চা পর্ষদের বৈঠকে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। সংস্থার কর্ণধার বিজন চক্রবর্তী জানান, চাপর্ষদের এই ব্যাপারে তিনি একটি প্রস্তাব পাঠান। ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পর্ষদের সচিব কে হালদার তাঁকে পরবর্তী বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানেই তিনি সমস্ত পরিকল্পনা তুলে ধরতে চান। বিজনবাবু বলেন, “ছোট চা বাগান মালিক থেকে চা শ্রমিক, বিনিয়োগ সম্পর্কে স্পষ্ট ধারণা না-থাকায় সমস্যায় পড়তে হয়। পর্ষদের অনুমতি পেলে কাজে নামতে চাই।”
|
ব্যাঙ্কেও ১ লক্ষ টাকা জমা পি পি এফে |
ডাকঘরের পাশাপাশি ব্যাঙ্কগুলিকেও পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) খাতে বছরে টাকা জমার সীমা বাড়াতে নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক। এখন থেকে পিপিএফে বছরে সর্বোচ্চ ১ লক্ষ টাকা রাখা যাবে সর্বত্রই। এর আগে তা ছিল ৭০ হাজার টাকা। পিপিএফে সুদের হারও বাড়িয়ে ৮.৬% করা হয়েছে। বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-সহ মোট ২৫টি সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক পিপিএফের টাকা জমা নেয়। সবগুলির ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর হবে। এর আগে নভেম্বর মাসেই শ্যামলা গোপীনাথ কমিটির সুপারিশ মেনে ডাকঘর স্বল্প সঞ্চয়ের বিভিন্ন প্রকল্প ঢেলে সেজেছিল কেন্দ্র। যার মধ্যে ছিল পিপিএফ-এ লগ্নির সীমা ও সুদ বাড়ানোর সিদ্ধান্তও।
|
ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে খড়্গপুরে আঞ্চলিক অফিস খুলল এসিসি সিমেন্ট। সোমবার নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্থার কলকাতা জোনের সেলস ম্যানেজার গৌতম মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজিওন্যাল কাস্টমার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সন্দীপ দাশগুপ্ত ও খড়্গপুরের আঞ্চলিক শাখার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব পট্টনায়ক।
|
রাজন আনন্দন অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়ার পরিচালন পর্ষদের সদস্য হয়েছেন। তিনি ভারতে গুগ্লের এমডি এবং শীর্ষ কর্তা। |