অনুপরতন মোহান্ত • বালুরঘাট |
স্বাস্থ্য ব্যবস্থায় ঠিকাদারি প্রথা তুলে রোগীদের মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্ব দেওয়া হল গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। দক্ষিণ দিনাজপুর জেলায় গ্রামীণ হাসপাতাল ও ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে বৃহস্পতিবার থেকে রোগীদের রান্না করা খাবার সরবরাহ শুরু করে দিয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাঁদের হাতে তিন বেলা সুস্বাদু খাবার পেয়ে বেজায় খুশি রোগীরা। রাজ্যে পূর্ব মেদিনীপুরের পর দক্ষিণ দিনাজপুরে সরকারি উদ্যোগে বিপিএল তালিকায় অন্তর্ভুক্ত স্বনির্ভর গোষ্ঠির মহিলারা সাফল্যের সঙ্গে এই কাজ পরিচালনায় খুশি প্রশাসনের আধিকারিকেরাও। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসিত মন্ডল বলেন, “জেলা গ্রামোন্নয়ন দফতর ও জেলা পরিষদের সহায়তায় বৃহস্পতিবার থেকে জেলার হিলি গ্রামীণ হাসপাতাল এবং ৬টি ব্লক স্বাস্থ্যকেন্দ্রের রোগীদের সন্তোষজনক খাবার সরবরাহ করছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। যা এই জেলার ক্ষেত্রে নব দিগন্তের সূচনা হল।” এরপর গঙ্গারামপুর মহকুমা হাসপাতাল এবং বালুরঘাট জেলা হাসপাতালেও এই ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা গ্রামোন্নয়ণ দফতরের প্রকল্প আধিকারিক স্বাধীন দাস জানিয়েছেন। তিনি বলেন, “স্বাস্থ্য দফতরের খাদ্য তালিকা ও মূল্যনীতি মেনে ৭টি সংঘের মহিলারা কোনও রকম কর্মী বা এজেন্ট না-নিয়ে নিজেরাই হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের কিচেন রুমেই রান্না করছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি গোষ্ঠীকে এ কাজের জন্য মূলধন হিসাবে দেড় লক্ষ টাকা করে দেওয়া হয়েছে।”
ঠিকাদারি প্রথার মাধ্যমে এতকাল স্বাস্থ্যকেন্দ্র-সহ হাসপাতালগুলিতে রোগীদের খাবার সরবরাহ ব্যবস্থা চালু ছিল। এ নিয়ে রোগী-সহ আত্মীয়দের খাবারের মান নিয়ে বিস্তর অভিযোগ ছিল। রাজ্যে নতুন সরকার আসার পর গ্রামের গরিব মহিলাদের আত্মসচেতনতা বাড়ানোর পাশাপাশি স্বরোজগারের লক্ষ্যে এই নয়া ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জেলাশাসক দূর্গাদাস গোস্বামী জানিয়েছেন। সরকারি এই সিদ্ধান্তের ফলে এ জেলার হিলি গ্রামীণ হাসপাতাল-সহ বালুরঘাটের খাসপুর. কুমারগঞ্জের বরাহার, বংশীহারির রসিদপুর, কুশমন্ডি, হরিরামপুর এবং তপন ব্লক স্বাস্থ্যকে-সহ মোট ৭টি কেন্দ্রে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এখন থেকে রোগীদের খাবার সরবরাহ করবেন বলে জেলা গ্রমোন্নয়ন দফতর জানিয়েছে। এক একটি সংঘে ৩০-৩২ জন মহিলা এই কার্যসূচি পরিচালনায় যুক্ত রয়েছেন। সরকারের সিড ক্যাপিটাল তহবিল থেকে বরাদ্দ অর্থে গোষ্ঠীর মহিলারা রেফ্রিজারেটার-সহ আনুষাঙ্গিক জিনিসপত্র কিনেছেন। এদিন বালুরঘাটের খাসপুর স্বাস্থ্যকেন্দ্রের রোগীরা সকালে ডিম সেদ্ধ, কলা, পাউরুটি এবং দুপুরে মাছের ঝোল, ভাত, ডাল, আলু সেদ্ধ, তরকারি তৃপ্তি করে খেয়েছেন। |